গুয়াহাটি : চলবে না টি-শার্ট। বাতিল জিনসও। নিষেধাজ্ঞা লেগিংসেও। শিক্ষকরা ঠিক কী কী পোশাক পরতে পারবেন, আর কী পারবেন না, সরকারিভাবে সেই বিজ্ঞপ্তি জারি করল অসম সরকার (Assam Government)। বৃহত্তর জনগণের চোখে 'মার্জিত' যে পোশাক, তাই তাঁদের পরতে হবে বলে বিবৃতি জারি করে জানিয়েছে অসমের বিজেপি সরকার।


অসম সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহত্তর জনসানসে গ্রহণযোগ্য নয় এমন পোশাক পরছেন অনেকে। শিক্ষক-শিক্ষিকারদের থেকে 'মার্জিত' ব্যবহার ও পোশাক একান্ত কাম্য। সেই কথা মাথায় রেখেই কর্মক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকরা কী ধরনের পোশাক পরবেন ও তাঁদের কী কী ধরনের পোশাক পরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হচ্ছে, সেটা জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকারের স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।


যেখানে জানানো হয়েছে, পুরুষ শিক্ষকদের পরতে হবে ফর্মাল শার্ট ও ফর্মাল প্যান্ট। ক্যাজুয়াল টি-শার্ট বা জিনস পরা চলবে না তাঁদের। একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মহিলা শিক্ষকদের ক্ষেত্রেও। তাঁদের টি-শার্ট, জিনসের পাশাপাশি লেগিংস পরার ক্ষেত্রেও জারি হয়েছে নিষেধাজ্ঞা। বিজ্ঞপ্তিই জানিয়ে দিচ্ছে শালওয়ার স্যুট, শাড়ি, মেখলা-চাদরের ফর্মাল পোশাক পরতে পারবেন তাঁরা।


শিক্ষক-শিক্ষিকা উভয়কেই পার্টিতে পরা হয় এমন পোশাকের পরিবর্তে ফর্মাল পোশাকের পাশাপাশি পরিষ্কার ও সুশীল রঙয়ের পোশাক পরতে বলা হয়েছে। দেখতে যাতে কোনওভাবেই উগ্রসুলভ না লাগে, সেটা নিশ্চিত করতেও বার্তা দেওয়া হয়েছে শিক্ষক-শিক্ষিকাদের। অসমের শিক্ষামন্ত্রী রনোজ পেগু সোশাল মিডিয়ায় সরকারের যে বিবৃতি প্রকাশও করেছেন। 






আরও পড়ুন- 'এটা চলচ্চিত্রের উৎসব, পোশাকের নয়!' সোশ্যাল মিডিয়ায় মন্তব্য নন্দিতা দাশের


পাশাপাশি অসম সরকারের যে পদক্ষেপ সম্পর্কে বলতে গিয়ে সে রাজ্যের শিক্ষামন্ত্রী রনোজ পেগু বলেছেন,  'বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়ারা যদি নির্দিষ্ট পোশাকবিধি মেনে চলতে পারে, তাহলে শিক্ষক-শিক্ষিকাদের জন্য তেমনটা চালু হলে অসুবিধা কোথায় ?' পাশাপাশি তাঁর প্রত্যাশা এই পোশাক বিধি অসমের শিক্ষাসমাজে ইতিবাচক বার্তাই বহন করবে।          


আরও পড়ুন: গরমের মরসুমে ত্বকের যত্নে ব্যবহার করুন অ্যালোভেরা, সমাধান পাবেন এইসব সমস্যা থেকে