Daily Astrology: চোখের সমস্যা বাড়বে কাদের, কেমন কাটবে আপনার দিন?
Daily Astrological Prediction: কেমন কাটবে বৃহস্পতিবার? কী রয়েছে আপনার ভাগ্যে? এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)।
![Daily Astrology: চোখের সমস্যা বাড়বে কাদের, কেমন কাটবে আপনার দিন? 24 August 2023 Horoscope Today, Rashifal, Lucky Colour, Auspicious Time, Astrological Prediction For Zodiac Signs Daily Astrology: চোখের সমস্যা বাড়বে কাদের, কেমন কাটবে আপনার দিন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/22/88140dc2aa883e7badc5d8ff53340dfb1692715592417484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আজ ২৪ অগাস্ট, বৃহস্পতিবার। কেমন যেতে পারে আপনার আজকের দিন (Daily Horoscope)? এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)।
মেষ- চোখের সমস্যা বাড়তে পারে। সূর্যের আলোয় সাবধান। পরিবারের বর্ষীয়ান কারোর উপদেশ কাজে আসতে পারে। খারাপ সময়ে পরিবারের পাশে দাঁড়ান। ইতিবাচক বার্তা পাবেন।
বৃষ- দীর্ঘদিন ধরে কোনও সমস্যা চললে আজ থেকে তা থেকে মুক্তি পেতে পারেন। আর্থিক দিক থেকে জোর বাড়বে। ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। কর্মক্ষেত্রে ভাল সময় কাটবে।
মিথুন- অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে উঠবেন। আপনার সাহায্য চাইতে পারে প্রতিবেশী। কোনও আত্মীয়র থেকে খুশির খবর পেতে পারেন। সততা বজায় রেখে পরিস্থিতি মোকাবিলা করুন।
কর্কট- বাইরের কাজ সেরে ফেলুন। নিরাপত্তাহীনতায় ভুগতে পারেন। মানসিক শান্তি নষ্ট হতে পারে। ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে বাড়িতে বলতে পারেন। চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন।
সিংহ- সব সমস্যার সমাধান হতে পারে হাসি। বাড়িতে আসতে পারে খুশির খবর। প্রেমের জন্য শুভ দিন। কাজের প্রতি একাগ্রতা সাফল্যের শীর্ষে নিয়ে যাবে।
কন্যা- বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি হতে পারে। কঠিন সময়ে যাঁরা পাশে দাঁড়িয়েছেন তাঁদের কৃতজ্ঞতা জানান। সৃজনশীল কাজ করতে পারবেন। স্ত্রীর ভালবাসা পাবেন আজ।
তুলা- কাজে শক্তি বজায় থাকবে। আর্থিক দিক থেকে ভাল দিন। আয় বাড়তে পারে। ধৈর্য্য ধরুন। এমন কোনও কথা বলবেন না যাতে সমস্যা বাড়ে। খাওয়াদাওয়ার বিষয়ে সতর্ক থাকুন।
বৃশ্চিক- সংযম বজায় রাখুন। নিজের যত্ন নিন। সঞ্চিত অর্থ কাজে লাগতে পারে আজে। ব্যক্তিগত সম্পর্কে সমস্যা বাড়বে। বৈবাহিক জীবনে সমস্যা বাড়বে। ভ্রমণে অতিরিক্ত ব্যয়।
ধনু- দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ মিটে যেতে পারে। কাজের জায়গায় সহকর্মীদের পূর্ণ সমর্থন পাবেন। কোনও শুভ অনুষ্ঠান নিয়ে পরিকল্পনা করতে পারেন।
মকর- কিছু জিনিস নিয়ে উদ্বিগ্ন থাকতে পারেন। কিন্তু আপনার সমস্যা কারও কাছে প্রকাশ করবেন না। নতুন ধরনের কোনও ব্য়বসা শুরু করতে চাইলে এটা ভাল দিন। যা শুনবেন সেটাই বিশ্বাস করবেন না।
কুম্ভ- ব্যবসায় লেনদেন নিয়ে সতর্ক থাকুন। সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে থাকতে পারেন। কর্মক্ষেত্রে কারোর নয়নের মনি হয়ে উঠতে পারেন। বন্ধুরা আপনার আচরণে খুব খুশি হবে।
মীন- শুভ দিন কাটবে। আপনি আর্থিক সুবিধাও পেতে পারেন। ব্যবসায়ীরা তাদের পরিচিতি থেকে ব্যবসায় প্রচুর সুবিধা পেতে পারেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও পড়ুন: Astro Tips: শুভকাজে আজ কি যাত্রা করা যায় ? দিনের ভাল সময় কখন ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)