কলকাতা : জ্যোতিষশাস্ত্রে (Astrology) এমন অনেক প্রতিকারের কথা বলা হয়েছে যা গ্রহদের শান্ত ও শক্তিশালী করতে ব্যবহৃত হয়। এক্ষেত্রে রুটির (Roti) ব্যবহার জ্যোতিষশাস্ত্রে বিশেষ প্রতিকার হিসেবে দেখা হয়। অর্থ, লাভ ও সাফল্য পেতে রুটির ব্যবহার খুবই ফলপ্রসূ। এমনটা মনে করা হয় যে, রুটি ব্যবহারের এই কৌশলগুলি ঝামেলা থেকে মুক্তি দিতে পারে এবং ইচ্ছাও পূরণ করে। আসুন জেনে নেওয়া যাক, রুটি সংক্রান্ত সেইসব বিশেষ কৌশল ও প্রতিকার সম্পর্কে।
রুটির চমৎকার ব্যবহার-
- রাশিচক্রে রাহুর অবস্থান খারাপ হলে বা রাহু দোষ (Rahu Dosh) থাকলে তা দূর করতে রুটির প্রতিকার কার্যকর বলে মনে করা হয়। টাটকা বা বাসি রুটিতে সরিষার তেল লাগিয়ে কালো কুকুরকে খাওয়ান। এভাবে ১৫ দিন একটানা খাওয়ালে রাহু দোষ দূর হয়।
- যদি জন্মকুণ্ডলীতে পিতৃদোষ থাকে, তাহলে অমাবস্যার দিন দুটি রুটি ও চালের পুডিং করুন। এবার রুটিতে ক্ষীর প্রয়োগ করে কাককে খাওয়ান। এতে পিতৃ দোষ দূর হয়।
- বাড়িতে প্রায়ই দ্বন্দ্ব বা বিবাদের পরিবেশ থাকে। এর প্রতিকারের জন্য, রান্না করার সময় কুকুরের জন্য প্রথম রুটিটি রেখে দিন। এটা করলে পারিবারিক পরিবেশ ঠিক থাকে।
- আপনি যদি আর্থিক সীমাবদ্ধতা-সমস্যায় (Financial Crisis) পড়ে থাকেন, তাহলে রুটিতে চিনি (Bread and Sugar) মুড়ে পিঁপড়েদের খাওয়ান। এতে করে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন।
- গরুর নামে খাবারের প্রথম রুটি বের করে রাখুন। গরুকে তা খাওয়ান। এটি করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। গ্রহের দোষ থেকে মুক্তি পেতে হলে রুটিতে তিন ধরনের কাঁচা মুসুর ডাল রেখে গরুকে খাওয়ান।
- মাছকে রুটির টুকরো খাওয়ালে উন্নতি হয় এবং ঘরে সুখ ও সমৃদ্ধি আসে।
আরও পড়ুন ; তুলসির পাশে রাখবেন না এই ৫ জিনিস ! ঘরে নেমে আসবে চরম দারিদ্র
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)