Astro Tips : আজ রয়েছে বিয়ের লগ্ন, ভাল সময় কখন ? কোন দিকে যাত্রা নিষেধ
Daily Panjika : এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ১১ আষাঢ়, ২৭ জুন -
সূর্যোদয়- সকাল ৪টা ৫৭ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৬ টে ২৪ মিনিট
বারবেলাদি- ৬:৩৮, গতে ৮:১৯ মধ্যে ১:২১ গতে ৩:২ মধ্যে
কালরাত্রি- ৭:৪৩, গতে ৯:২ মধ্যে
যাত্রা- নেই
শুভকাজ- রাত্রি ১০:৪৭ গতে গর্ভাধান, বিবাহ - রাত্রি ১১:৩ গতে ১২:১ মধ্যে (শ্রী শ্রী বিপত্তারিণী ব্রত)
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল
মেষ- আজকের দিনটি আপনার জন্য ভাল। যাঁরা বাড়ি থেকে দূরে থেকে প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের পরিবারকে মনে পড়বে। ব্যবসায়ীদের জন্য উন্নতির যোগ। ব্যবসা সংক্রান্ত সফর হতে পারে। সন্তানের ভাল ভবিষ্যতের জন্য কোনও সিদ্ধান্ত নিতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে। মায়ের সঙ্গে কোনও উদ্বেগ শেয়ার করতে পারেন। বন্ধুদের জন্য় আয়ের নতুন সুযোগ মিলবে। তাড়াহুড়ো করে অর্থের ক্ষতি হতে পারে। আর্থিক পরিস্থিতি ভাল হবে।
বৃষ- পৈতৃক ব্যবসায় কিছু পরিবর্তন আসতে পারে। যাঁরা চাকরি খুঁজছেন তাঁরা পরিচিত কারও সাহায্যে চাকরি পেতে পারেন। আজ আপনার ইচ্ছা পূরণ হবে। ব্যবসায় বড় লাভ হতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন। চাকরিতে সিনিয়রদের সাহায্য পাবেন। যদি কিছুদিন আগে শেয়ার মার্কেট বা লটারিতে বিনিয়োগ করে থাকেন তাহলে এদিন লাভ পেতে পারেন। যাঁরা ঘরে বসে অনলাইনে কাজ করছেন, তাঁরা স্বাস্থ্যের দিকে নজর রাখুন। আমদানি-রফতানির ব্যবসা রয়েছে এমন কেউ ভাল খবর পেতে পারেন। খরচে লাগাম দিন।
মিথুন- আজকের দিনটি আপনার সুখে ভরপুর হতে চলেছে। চাকরিতে উন্নতির সুযোগ পাবেন। বেকাররাও তাঁদের পছন্দের চাকরি পাবে। পরিবারের সবাই একসঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করবেন। জীবনসঙ্গীর সঙ্গে কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাবেন। সন্তানদের পূর্ণ সমর্থন থাকবে। আপনার স্বাস্থ্য আগের থেকে ভালো হবে। দৈনন্দিন রুটিন পরিবর্তন করবে। আপনার যে কাজগুলি দীর্ঘদিন ধরে আটকে ছিল, সেগুলি সেরে ফেলতে পারবেন।
কর্কট- নিজের কাজের জন্য সম্মান পাবেন। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে ভাল খবর পাবেন। পুরনো বিনিয়োগ তেকে লাভ মিলতে পারে। সরকারি খাত থেকেও সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা ব্যবসায় কাঙ্খিত লাভ পাবেন। কোনও কারণ ছাড়াই কারও সঙ্গে তর্ক হতে পারে। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন, কোনও ধরনের আঘাতের সম্ভাবনা রয়েছে। সৃজনশীল ও শৈল্পিক ক্ষেত্রে উন্নতি রয়েছে।
সিংহ- আজকের দিনটি আপনার জন্য সুখে পরিপূর্ণ হতে চলেছে। বহিরাগতের কারণে পরিবারে বিবাদ হতে পারে, সতর্ক থাকুন। কারও পরামর্শে আজ কোনও বিনিয়োগ করবেন না। আপনি ব্যবসায় নতুন কোনও পরিকল্পনা গ্রহণ করতে পারেন। চাকরি ও ব্যবসায় সাফল্য আসবে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা সফল হবেন। আপনার স্বাস্থ্যের যত্ন নিন, মানসিক চাপ এড়াতে হবে। প্রতিদ্বন্দ্বী ও শত্রু ক্ষতির কারণ হতে পারে। রাগ এড়িয়ে চলুন। শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জিত হবে।
কন্যা- অর্থনৈতিক অবস্থা ভাল হবে। নতুন বাহন কেনার সুযোগ হতে পারে। চাকরিতে পদোন্নতির সুযোগ আসবে। অবিবাহিতদের জন্য বিয়ের যোগ আসতে পারে। জীবনসঙ্গীর চাকরিতে অগ্রগতি হবে। বাড়িতে পূজাপাঠের আয়োজন করা হবে। কিছুটা সময় নিজের জন্য বের করবেন, যাতে আপনি আপনার পছন্দের কাজটি করতে পারেন। সন্তানদের মাধ্যমে সম্মান বৃদ্ধি পাবে। কর্মজীবনে উন্নতির পরিস্থিতি হতে পারে। বন্ধুদের সহযোগিতা করতে সক্ষম হবেন। ঋণ পরিশোধ করতে পারবেন।
তুলা- পরিচিতদের সাহায্যে নতুন যোগাযোগ তৈরি হবে। অর্থনৈতিক অবস্থা ভাল থাকবে। সামাজিক কোনও অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা। কোনও ব্যক্তির সাহায্য়ে আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন। নিজের কাজের জন্য পুরস্কার পেতে পারেন। উচ্চশিক্ষার জন্য ভাল সময়। শিক্ষাক্ষেত্রে সাফল্য পাবেন। চাকরিতে নতুন সুযোগ আসবে। রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন, এমন কেউ আপনার পাশে দাঁড়াবেন। শখপূরণের জন্য কিছু খরচ করতে পারেন।
বৃশ্চিক- আজকের দিনটি আপনার জন্য ফলদায়ক হবে। অনলাইনে যাঁরা কাজ করছেন, তাঁরা অনেক সুবিধা পাবেন। আইটি এবং ব্যাঙ্কিং সেক্টরে কর্মরত ব্যক্তিদের জন যথেষ্ট সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকেও আর্থিক লাভ হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের উন্নতি হবে। জমি ও প্লট কেনার পরিকল্পনা করতে পারেন। শ্বশুরবাড়ির দিক থেকে, আজ কোনও ব্যক্তির সাথে অর্থ লেনদেন করার আগে আপনাকে সাবধান হতে হবে, নয়তো সম্পর্কে ফাটল তৈরি হতে পারে।
ধনু- আজকের দিনটি আপনার জন্য মিশ্র হতে চলেছে। পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। পরিবারের বাকি সদস্যরা এদিন আপনার উপর খুশি হবে। ভাই বা বোনের দাম্পত্য জীবনে আসা বাধা দূর হয়ে যাবে। পাড়ায় কোনও বিবাদে জড়াবেন না। কর্মক্ষেত্রে কাজের চাপ বেশি থাকবে যদিও সময়ের মধ্যেই কাজ শেষ হবে। চাকরিতে নতুনদায়িত্বের জন্য সময় অনুকূল। ব্যবসায় অগ্রগতি হবে।
মকর- কোনও ছোট বাচ্চারা আজ আপনার কাছ থেকে কিছু দাবি করলে, আপনি অবশ্যই পূরণ করবেন। আপনার স্ত্রীকে কাজে সাহায্য করুন। মনের কোনও ইচ্ছা পূরণ হবে। চাকরিতে পদোন্নতির সুযোগ আসবে। হঠাৎ করে আপনাকে কোনও ছোটখাট ভ্রমণে যেতে হতে পারে। অভিজ্ঞ ব্যক্তিদের সাথে পরামর্শ করেই ব্যবসায়ীদের কোনও বড় সিদ্ধান্ত নিতে হবে। বিনিয়োগে কোনও তাড়াহুড়ো করবেন না।
কুম্ভ- আজকের দিনটি আপনার জন্য ভাল যাবে। আজ আপনি আপনার স্ত্রীর পূর্ণ সমর্থন পাবেন। ব্যাঙ্কিং ও মিডিয়ায় কর্মরতরা উপকৃত হবেন। স্বাস্থ্য ভাল থাকবে। আপনি আপনার জীবনসঙ্গীর অগ্রগতি দেখে খুশি হবেন। আদালত ও আদালতের কাজ অনুকূলে থাকবে। লাভের সুযোগ আসবে হাতে। আনন্দের পরিবেশ থাকবে। আজ সন্ধ্যায় অতিথির আগমন হতে পারে। সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য অর্থ বিনিয়োগ করবেন।
মীন- পরিবারে সুখ শান্তি বিরাজ করবে। দৈনন্দিন রুটিনে কিছু পরিবর্তন আসবে। ভাই-বোনের পূর্ণ সমর্থন থাকবে। আটকে থাকা টাকা ফেরত পাবেন। সন্তানের স্বাস্থ্য আগের থেকে ভাল থাকবে। ব্যবসায়ীদের চাপের পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে, ধৈর্য ধরুন। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে অবহেলা করবেন না। সামান্য ভুল সমস্যা বাড়িয়ে দিতে পারে।