Astro Tips : শুভকাজে যাচ্ছেন বাইরে ? কখন বেরোলে পাবেন ফল ?
Dainik Panjika : গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কলকাতা : বাড়িতে কোনও বিয়ের অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন। কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন। কিংবা কোথাও ভ্রমণে যাবেন। এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না।
কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।
আজ ১২ শ্রাবণ, ২৯ জুলাই -
সূর্যোদয়- সকাল ৫টা ৯ মিনিট
সূর্যাস্ত- সন্ধে ৬ টে ১৯ মিনিট
কালবেলাদি- ৬:৪৮, মধ্যে ১:২৩ গতে ৩:১ মধ্যে ও ৪:৪০ গতে ৬:১৯ মধ্যে
কালরাত্রি- ৭:৪০, মধ্যে ৩:৪৮ গতে ৫:৯ মধ্যে
যাত্রা- নেই
শুভকাজ- নেই
(তথ্যসূত্র : বেণীমাধব শীল)
একনজরে আজকের রাশিফল
মেষ- আজ পরিবারের থেকে প্রচণ্ড পরিমাণে সমর্থন আশা করতে পারেন। পারিবারিক ব্যবসায় উন্নতির আশআ রয়েছে। সামাজিক স্তরেও বিশেষ নাম করবে এই ব্যবসা। বাড়িতে সদস্য সংখ্যা বাড়ানোর কথাও ভাবতে পারেন, অর্থাৎ সন্তানের পরিকল্পনা করতে পারেন। এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে বাঁধন আরও দৃঢ় হবে। ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য স্কলারশিপের চেষ্টা করতে পারেন।
বৃষ- আপনার মধ্যে আজ আধ্যাত্মিক প্রবণতা দেখা যেতে পারে। সেই সঙ্গে পুরনো একাধিক বিনিয়োগ থেকে লাভজনক ফল পেতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ভাল সম্পর্ক প্রোমোশানের ক্ষেত্রে সহায় হতে পারে। সহোদর সহোদরার থেকে সুখবর পেতে পারেন। তবে ব্যক্তিগত ও প্রেম জীবনে নেতিবাচক প্রভাব থেকে বাঁচতে খারাপ শব্দ ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
মিথুন- আজ ঘুমের অভাব হতে পারে। যার ফলে সারাদিন ক্লান্ত লাগতে পারে, যা ভিতরের শক্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। কাজের ক্ষেত্রে নার্ভাস লাগতে পারে। যেকোনও প্রজেক্টে বিনিয়োগ না করাই শ্রেয়। মশলাদার খাবার এড়িয়ে যাওয়া ভাল, সাবধানে গাড়ি চালান।
কর্কট- আজ খুশির দিন হতে চলেছে আপনার জন্য। বাড়িতে শান্তি বজায় থাকবে। সঙ্গীর সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত উপভোগ করুন। গুরুত্বপূর্ণ প্রফেশনাল সিদ্ধান্তের ক্ষেত্রে পরিবারের পরামর্শ নিন। ব্যবসা বা কাজের ক্ষেত্রে নতুন দিগন্তের খোঁজ পেতে পারেন।
সিংহ- আজ পজিটিভ এনার্জি কাজ করবে যার ফলে শান্তিতে কাটবে দিন। প্রত্যেক পরিস্থিতিতে নিজের ধৈর্য্য ধরুন, কর্মক্ষেত্রে দুর্দান্ত পারফর্ম্যান্সের ফলে ইনসেন্টিভ বা পুরস্কার পাবেন। পরিবারের স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে। চাকরির খোঁজ করছেন যাঁরা তাঁরা সুখবর পেতে পারেন।
কন্যা- খুব বেশি অবাস্তব প্রত্যাশা না রাখাই ভাল আজ। যাঁদের থেকে হতাশ হতে পারেন তাঁদের এড়িয়ে চলাই ভাল। নিজেকে নতুন করে চেনার চেষ্টা করুন, বিশ্লেষণ করুন, নেতিবাচকতা ঝেড়ে ফেলুন। এর ফলে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আসন্ন সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে বল পাবেন।
তুলা- হতাশা আজ আপনাকে গ্রাস করতে পারে। যার ফলে বর্তমানে আনন্দ পেতে অসুবিধা হতে পারে আপনার। অধৈর্য্য হলে তা আপনার কর্মদক্ষতায় প্রভাব ফেলবে এবং বোকা বোকা ভুল করে ফেলবেন তখন। ধর্মীয় স্থানে যেতে পারেন, মেডিটেশন বা যোগাভ্যাস করতে পারেন, মন শান্ত হবে।
বৃশ্চিক- আজ বাড়তি এনার্জি পাবেন, কাজের মন বসবে দারুণ। আপনার কঠিন পরিশ্রমের যোগ্য ফল পাবেন, সাফল্য আসবে। সহকর্মীদের থেকে সহযোগিতা পাবেন এবং কাজের জন্য ছোট্ট ট্রিপেও যেতে হতে পারে। ভাইবোনের থেকে সুখবর পেতে পারেন।
ধনু- পরিবারের সমস্যা আজ আপনার সারাদিনের সময় অধিকার করবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। ঝগড়া ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন নয়তো বাড়ির শান্তি নষ্ট হবে। বিকেলের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। ব্যবসায় বিনিয়োগের আগে ভাল করে ভেবে নিন।
মকর- হাতের বাইরে বেরিয়ে যাওয়া পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। মনে শান্তি পাবেন। খরচ ও আয়ের মধ্যে সমতা বজায় রাখতে পারার ফলে আর্থিক স্বাস্থ্য ভাল হবে আপনার। বেশি ভ্রমণ বা বেশি কাজ, দুটোই এড়িয়ে চলা উচিত নয়তো স্বাস্থ্যের ক্ষতি হবে। পড়ুয়াদের নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় এসে গেছে।
কুম্ভ- কম ঘুম ও মানসিক অসুস্থতার জন্য শারীরিক সমস্যা দেখা দিতে পারে। দৈনিক কাজের থেকে মন সরতে পারে। ক্লান্তি আসতে পারে। জোরে গাড়ি চালানো বা কোনও অ্যাডভেঞ্চারাস কাজে আজ না যাওয়াই ভাল। অপ্রয়োজনীয় জিনিসে টাকা খরচ এড়িয়ে চলাই ভাল।
মীন- পুরনো বন্ধুদের সঙ্গে ফের দেখা করুন, সময় কাটান। ভাল নেটওয়ার্ক তৈরি করা ভবিষ্যতের জন্য ফলপ্রসূ হবে। আমদানি-রফতানি, গ্ল্যামার বা শিল্পের সঙ্গে জড়িতদের পারফর্ম্যান্স আরও ভাল হবে। পড়ুয়াদের জন্য আরও ভাল সময়। প্রেমিক-প্রেমিকাদের জন্য ভাল দিন।