শনি বক্রী: কর্মের দাতা শনিদেব শনিবার থেকে অর্থাৎ ২৯ জুন থেকেই বিপরীতমুখী হয়েছেন। শনি ১৫ নভেম্বর ২০২৪ পর্যন্ত পিছিয়ে যাবে। শনির এই পিছিয়ে যাওয়া গতি ৫টি রাশির জাতকদের সমস্যায় ফেলতে পারে, তাই আগামী সাড়ে ৪ মাস তাদের কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। 


বৃষ রাশি- 


এই ব্যক্তিদের জন্য, শনির বিপরীত গতি নেতিবাচক ফলাফল দিতে পারে। তবে ধৈর্য ধরে সময় নিলে ক্ষতি এড়ানো যায়। আপনার শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। ব্যবসায়ী শ্রেণীর আর্থিক ক্ষতি হতে পারে। জীবনে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হতে পারে। 


মিথুন রাশি- 


জীবনে অনেক পরিবর্তন আসবে। এর মধ্যে কিছু থাকবে যা আপনাকে সমস্যা দিতে পারে। আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। অতএব, ব্যয় নিয়ন্ত্রণ করুন এবং সঞ্চয়ের দিকে মনোনিবেশ করুন।


কর্কট রাশি- 


আপনার লক্ষ্যগুলিতে মনোনিবেশ করুন অন্যথায় আপনার কেরিয়ার লাইনচ্যুত হতে বেশি সময় লাগবে না। যারা ব্যবসা করছেন তাদের কৌশলগতভাবে এগিয়ে যেতে হবে। আর্থিক বিষয়ে ঝুঁকি নেবেন না।


বৃশ্চিক রাশি-  


এই সময়টাকে আপনার পেশাগত জীবনের জন্য ভালো বলা যাবে না। আপনার মন একাগ্র থাকবে না। নিজেকে অনুপ্রাণিত রাখার চেষ্টা করা ভাল। ব্যক্তিগত জীবনে সমস্যা হতে পারে।                                                             


কুম্ভ রাশি-  


শনির বিপরীতমুখী গতি আপনার জন্য অনেক সমস্যার কারণ হতে পারে। একদিকে উন্নতির সুযোগ থাকবে অন্যদিকে যানবাহনের কারণে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ও আঘাতের সম্ভাবনা থাকবে। কিছু অনাকাঙ্ক্ষিত সমস্যা আসতে পারে।                             


আরও পড়ুন, শিবের আশীর্বাদ রাশিচক্রে, কোন জাতকদের রক্ষা করবেন মহাদেব? সতর্ক থাকতে হবে কাদের?


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে