Astrology : বিপজ্জনক গ্রহণ-যোগ, আগামী ২ দিন সাবধানে থাকতে হবে এই রাশিকে !
Libra : এই বিপজ্জনক গ্রহণ-যোগ আজ অর্থাৎ ২৫ জুলাই তুলা রাশিতে দুপুর ১১টা ১৩ মিনিটে গঠিত হয়েছে।
কলকাতা : বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহ ও নক্ষত্রের অবস্থান পরিবর্তনের ফলে অনেক ধরনের শুভ ও অশুভ যোগ তৈরি হয়। এই যোগ সরাসরি সবাইকে প্রভাবিত করে। শুভ যোগ গঠিত হলে- একজন ব্যক্তি সুখে বসবাস করেন। বিপরীতে দিকে, কুণ্ডলীতে অশুভ যোগ গঠনের কারণে, ব্যক্তি সারা জীবন অস্থির থাকেন। এই অশুভ যোগগুলির মধ্যে একটি হল "গ্রহণ যোগ"। এটি জ্যোতিষশাস্ত্রে খুবই অশুভ বলে বিবেচিত হয়।
এই বিপজ্জনক গ্রহণ-যোগ আজ অর্থাৎ ২৫ জুলাই তুলা রাশিতে দুপুর ১১টা ১৩ মিনিটে গঠিত হয়েছে। এই যোগ শেষ হবে ২৭ জুলাই সন্ধ্যা ৭.২৮ মিনিটে। এই অশুভ যোগের কারণে আগামী দুই দিন বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, রাহু-কেতু ও চন্দ্র বিশেষ গ্রহ। রাশিতে রাহু বা কেতু ও চন্দ্রের যোগ থাকলে গ্রহণ যোগ হয়। বর্তমানে কেতু তুলা রাশিতে অবস্থান করছে। মঙ্গলবার থেকে এখানে চাঁদের রাশি পরিবর্তন হচ্ছে। যে কারণে তুলা রাশিতে গ্রহণ যোগের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহণ যোগের প্রভাব এত বেশি হতে পারে যে সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতিব্যস্ত হয়ে উঠতে পারেন।
গ্রহণ-যোগের ক্ষতি
জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহণ যোগের প্রভাব একজন ব্যক্তির মন ও মস্তিষ্কে পড়ে। এই কারণে, সংশ্লিষ্ট রাশির জাতকদের চাপ, অতিরিক্ত চিন্তা, আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়। গ্রহণ যোগের কারণে স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে হয়। শিক্ষা ও খেলাধুলোর ক্ষেত্রে দেখা যায় নানান উত্থান-পতন। এই ত্রুটির কারণে ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দেয়। গ্রহণ যোগের কারণে একজন ব্যক্তি সর্বক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে থাকেন। শত্রুরা আপনাকে বিরক্ত করতে শুরু করবে। এই ত্রুটি মায়ের স্বাস্থ্যের উপরও খারাপ প্রভাব ফেলে।
জ্যোতিষশাস্ত্রে গ্রহণ যোগের প্রভাব কমাতে কিছু ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। গ্রহণ যোগ তৈরি হলে মন্দিরে গিয়ে শিবলিঙ্গের জলাভিষেক করতে হবে। যদি বুধবার হয়, তবে গণেশের পুজো করা উচিত। গণেশের আরাধনা করলে কেতু গ্রহের সৃষ্ট দোষ-ত্রুটি দূর হয়। বুধবার গরুর সেবা করে এবং গরিবদের সাহায্য ও দান করলেও এই ত্রুটি দূর হয়ে যায়।
ডিসক্লেমার : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন