Baba Vanga Prediction: একটা মহাদেশ জুড়ে 'রাজ করবে' ইসলাম, খ্রিষ্টধর্ম নিয়েও বড় ইঙ্গিত, ৫টি ঘুম ওড়ানো ভবিষ্যদ্বাণী বাবা ভাঙ্গার
Baba Vanga Prediction Over Islam And Christianity: বাবা ভাঙ্গা ইসলাম এবং খ্রিস্টধর্মের ভবিষ্যতের বিষয়েও অনেক ধরনের ভবিষ্যদ্বাণী করেছেন বলে জানা যায়।

বাবা ভাঙ্গা কি সত্যিই ভবিষ্যৎ দেখতে পেতেন ? নস্ত্রাদামুসের মতো এই বুলগেরিয়ান ভবিষ্যৎদ্রষ্টার কথাও অনেকে ভরসা করেন। দাবি, তিনি অনেক ঘটনার একদম ঠিকঠাক ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি ইসলাম এবং খ্রিস্টধর্মের ভবিষ্যতের বিষয়েও অনেক ধরনের ভবিষ্যদ্বাণী করেছেন বলে জানা যায়।
বাবা ভাঙ্গার মতে ৩৮৭৮ সালে গির্জা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সমাজে। গির্জাগুলিই হারিয়ে যাওয়া বৈজ্ঞানিক তত্ত্বগুলি সম্পর্কে মানুষকে জানাবে। এই ভবিষ্যদ্বাণী অনেককেই অবাক করে দিয়েছে। বাবা ভাঙ্গা ভবিষ্যদ্বাণী থেকে ইঙ্গিত, শুধু ধর্মচর্চা নয়, বিজ্ঞানচর্চারও কেন্দ্র হতে পারে চার্চ।
ইসলাম এবং খ্রিস্টধর্মের সাথে জড়িত বাবা ভাঙ্গার ৫টি বড় ভবিষ্যদ্বাণী
- ইসলাম ধর্মাবলম্বীরা ২০৪৩ সালে ইউরোপে বিরাট আধিপত্য বিস্তার করবে।
- ইউরোপে খ্রিস্টধর্মাবলম্বীদের সংখ্যা বেশি। যদিও আগামী বছরগুলিতে তা হ্রাস পেতে পারে।
- জার্মানিতে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা বৃদ্ধি পাবে। জার্মানিতে খ্রিস্টানদের সংখ্যা কমে যেতে পারে। বর্তমানে সে-দেশে ক্রমবর্ধমান মুসলিম জনসংখ্যারই ফলশ্রুতি হবে ।
- ২২৯৯ সালে ফ্রান্সের মানুষ ইসলামের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ করবে।
জার্মানিতে মুসলিম শাসন?
বাবা ভাঙ্গা তার ভবিষ্যদ্বাণীতে উল্লেখ করেছিলেন জার্মানিতে ইরানের মুসলিমরা আগামীদিনে ছড়ি ঘোরাবে। যদিও,এই ভবিষ্যদ্বাণীগুলো মানুষেরই ব্যাখ্যা। সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়। বাবা ভাঙ্গার অনুসারীদের বিশ্বাস , এই ভবিষ্যদ্বাণী ভবিষ্যতের প্রতিফলন দেখা যাবে। আগামীতে জার্মানি এবং ইউরোপের বিভিন্ন দেশে ধর্মীয় এবং রাজনৈতিক পরিস্থিতিতে বড় প্রভাব ফেলতে পারে।
বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর বৈধতা
বাবা ভাঙ্গা অনেক এমন ভবিষ্যদ্বাণী করেছিলেন যা তাঁর অনুসারীরা সঠিক বলে মনে করেছিলেন। তবুও, তাঁর ভবিষ্যদ্বাণী নিয়ে সমালোচনাও হয়েছে বিস্তর। বিশেষ করে সেইসব ভবিষ্যদ্বাণী নিয়ে যেগুলি অস্পষ্ট, সেগুলি তো মানুষই ব্যাখ্যা করেছে নিজেদের মতো করে । ১৯৯৬ সালে তাঁর মৃত্যুর পরেও, তাঁর অনুসারীরা আজও তাঁর ভবিষ্যদ্বাণীর বিশ্লেষণ করে। সেগুলিকে ভবিষ্যতের ইঙ্গিত হিসাবে দেখে।
বাবা ভাঙ্গা সোভিয়েত ইউনিয়নের পতনেরও ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা ১৯৯১ সালে সত্যি হয়েছিল। ১৯৮৬ সালে চেরনোবিল দুর্ঘটনার আগে, ভাঙ্গা একটি পারমাণবিক দুর্ঘটনার পূর্বাভাস দিয়েছিলেন। বাবা ভাঙ্গার সবচেয়ে বিখ্যাত ভবিষ্যদ্বাণীগুলির মধ্যে একটি ছিল ১১ সেপ্টেম্বরের ঘটনা। তিনি বলেছিলেন একটি "স্টিলের পাখি" হামলা করবে। পরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিমান হামলার পর আলোচনায় উঠে এসেছিল বাবা ভাঙ্গার এই ভবিষ্যদ্বাণী ।
ডিসক্লেমার : কার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
