এক্সপ্লোর
Advertisement
Bajrangbali : হাজারো সমস্যায় জীবন জর্জরিত, মঙ্গলবার হনুমানজীকে এইভাবে পুজো করলেই সমাধান !
Jai Bajrangbali : আসুন জেনে নিই মঙ্গলবার কোন কোন উপায় অবলম্বন করলে উপকার পাবেন।
কলকাতা : ধর্মীয় বিশ্বাস অনুসারে, মঙ্গলবার ভগবান হনুমানকে উৎসর্গ করা হয় । সপ্তাগের এই দিনে তাঁকে সম্পূর্ণ মনযোগ দিয়ে নিবেদন করা দরকার। কথিত আছে যে, যে ভক্ত হনুমানজির আশীর্বাদপ্রাপ্ত হন, তাকে কোনএ কষ্ট বা সংকট স্পর্শ করতে পারে না।
- মঙ্গলবারের পূজার পাশাপাশি জ্যোতিষশাস্ত্রে এমন কিছু ব্যবস্থার কথা বলা হয়েছে, যা মানুষের জীবনে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। আপনি যদি জীবনে কোনও সমস্যার সম্মুখীন হন বা আপনার কোনও গুরুত্বপূর্ণ কাজের অগ্রগতি ব্যাহত হয়, তবে অবশ্যই মঙ্গলবার কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করুন। আসুন জেনে নিই মঙ্গলবার কোন কোন উপায় অবলম্বন করলে উপকার পাবেন।
মঙ্গলবার কী কী করবেন - যদি কোনও ব্যক্তির কুণ্ডলীতে শনির মহাদশা চলে, তবে শনির অশুভ দৃষ্টির কারণে তার কাজ আটকে যায়। এমন অবস্থায় মঙ্গলবার তুলসীর ১০৮ টি পাতা নিয়ে হলুদ চন্দন দিয়ে তাতে রাম লিখুন। তারপর এই পাতার মালা বানিয়ে হনুমান জিকে পরান। এর ফলে শনিদোষের প্রভাব অনেকাংশে কমে যায়।
- অনেক সময় একজন ব্যক্তি কোনও কারণ ছাড়াই সমস্যায় জর্জরিত থাকেন। চাইলেও তা থেকে মুক্তি পেতে পারে না। এর জন্য মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে স্নান করে তারপর হনুমানজির মন্দিরে গিয়ে পুজো করুন। এই দিন হনুমানজীকে ফুলের মালা অর্পণ করুন এবং জুঁই তেলের প্রদীপ জ্বালান। মন্দিরে বসে হনুমান চালিসা পাঠ করুন। এতে আপনার জীবনে আসা ঝামেলা দূর হবে।
- অকাল মৃত্যুর ভয় এড়াতে মঙ্গলবার হনুমানজির মন্দিরে যান এবং সিঁদুর লাগান। তারপর তাঁকে গোলাপের মালা অর্পণ করুন এবং সুন্দরকাণ্ড পাঠ করুন। ১১টি মঙ্গলবার পর্যন্ত এই প্রতিকার অবলম্বন করলে অকালমৃত্যুর ভয় দূর হয়।
- যদি কোনও ব্যক্তি আর্থিক সংকটে ভোগেন এবং হাজার চেষ্টা করেও যদি তা থেকে মুক্তি না পান তবে তার উচিত মঙ্গলবার বানরকে কলা, গুড়, ছোলা এবং চিনাবাদাম খাওয়ানো। মঙ্গলবার পথে কোন ভিক্ষুক পেলে তাঁকে খাওয়াতে হবে।
- ডিসক্লেইমার (Disclaimer): এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই প্রকার কোনও ধরনের বিশ্বাস, তথ্যে এবিপি লাইভের কোনও সম্পাদকীয় মতামত নেই। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
আরও পড়ুন :আর চিন্তা নেই, এই লক্ষণগুলিই বলে দেবে শনি আপনার অনুকূলে কি না !
জ্যোতিষ (Astro) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement