(Source: ECI/ABP News/ABP Majha)
Budh Gochor 2024: পুজোর মধ্যেই বুধ-গোচর! হাতে 'চাঁদ' পাবে এই ৩ রাশি
Lucky Zodiac Sign: পাল্টে যাবে জীবন। যে কোনও কিছুতে মিলবে সাফল্য। বুধ তুলায় যেতেই আশীর্বাদ-ধন্য হবে এই ৩ রাশি
কলকাতা: ১০ অক্টোবর তুলা রাশিতে প্রবেশ করবে বুধ। এই গমনের প্রভাব পড়বে সব রাশির জাতকদের উপর। কিন্তু বুধের এই গমনে যে জ্যোতিষ পরিস্থিতি তৈরি হবে তার জন্য বিশেষভাবে উপকৃত হবে ৩টি রাশি।
জ্যোতিষশাস্ত্রে বুধকে গ্রহের রাজকুমার বলা হয়। বুধ প্রায় প্রতি ১ মাসে তার রাশিচক্র পরিবর্তন করে। বুধ গণিত, যুক্তিবিদ্যা, ব্যবসা, একাগ্রতা এবং বাগ্মীতা জন্য দায়ী গ্রহ। শুক্র এবং সূর্য-এর সঙ্গে এর ইতিবাচক সম্পর্ক রয়েছে আর উল্টোদিকে মঙ্গল এবং চাঁদ এর শত্রু। অক্টোবরে বুধের গমনে কোন কোন রাশি বেশি উপকৃত হবে?
মকর রাশি:
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য, বুধের গমন ব্যবসা এবং কর্মজীবনের জন্য খুব ভাগ্যবান প্রমাণিত হতে পারে। মকর রাশির জাতক-জাতিকাদের কর্ম ঘরে বুধ গমন করবে। এই কারণে,এই রাশির জাতক-জাতিকারা ব্যবসায় লাভের মুখ দেখতে পারেন। যাঁরা কর্মরত, বিশেষ করে চাকরি করছেন, এই সময় সাফল্য নিজে এসে ধরা দেবে তাঁদের কাছে। কর্মক্ষেত্রে তাঁরা নতুন দায়িত্বও পেতে পারেন। যাঁরা এখনও চাকরি খুঁজছেন তাঁরা চাকরির অফার পেতে পারেন।
কুম্ভ রাশি:
বুধের গমন শনিদেবের রাশি কুম্ভ রাশির জাতকদের জন্যও সৌভাগ্য নিয়ে আসবে। কারণ বুধ এই রাশির জাতকদের নবম ঘরে প্রবেশ করবে। এই কারণে ভাগ্য আপনার পাশে থাকবে। অমীমাংসিত কাজ শেষ হবে। যাঁরা বিনিয়োগ করতে চান তাঁরা বিশেষ সুবিধা পাবেন। এই সময়টা এই রাশির জাতকদের ব্যবসার জন্য কোথাও যেতে হতে পারে। ব্য়বসার কাজে যে কোনও যাত্রা ফলপ্রসূ হবে। আপনি শুভ বা ধর্মীয় কাজে আগ্রহী হতে পারেন।
কন্যা রাশি:
বুধ কন্যা রাশির অধিপতি। তাই বুধের গমন এই রাশির জাতকদের জন্য উপকার বয়ে আনবে। বুধ আপনার অর্থ ঘরে গমন করবে। এই রাশির জাতকরা এই সময়ের মধ্যে অগ্রগতি করবেন। নতুন চাকরির অফার পেতে পারেন, অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে। কোথাও টাকা আটকে থাকলে সেটাও হাতে ফিরে পেতে পারেন। একটি ব্যবসায়িক চুক্তিও আপনার হাতে আসতে পারে, যা ভবিষ্যতে আপনার উপকারে আসবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: কলকাতায় জরুরি অবতরণ চিনগামী বিমানের! তবুও মৃত্যু অসুস্থ কিশোরীর