Daily Astrology: প্রাপ্তি যোগের সম্ভাবনা, প্রেমে নয়া মোড়, কেমন যাবে রবিবার ?
Daily Astrological Prediction: ১৯ নভেম্বর অনুযায়ী কী বলছে আপনার রাশি ? কেমন যাবে রবিবার ?
কলকাতা: রাত পোহালেই রবিবার। ছুটির দিনটা কেমন যাবে ? ১৯ নভেম্বর অনুযায়ী কী বলছে আপনার রাশি ? দিগন্ত জুড়ে সাফল্য নাকি আচমকাই ছন্দপতন ? গ্রহ- নক্ষত্ররা কেমন প্রভাব ফেলবে ? সপ্তাহের এই দিনটি কেমন যাবে ? (Daily Horoscope) কী বলছে আপনার রাশি ? চলুন জেনে নেওয়া যাক।
মেষ- দীর্ঘ দিনের আশা পূর্ণ হতে চলেছে।নিজের শরীরের প্রতি যত্ন নিলে ভাল হয়। ঘরে চুরি যাওয়ার আশঙ্কা রয়েছে।আর্থিক চাপ বাড়তে পারে। শরীর নিয়ে সতর্ক থাকলে ভাল হয়। পুরনো সম্পত্তি থেকে বড় অঙ্ক আসতে পারে। বিয়ের আলোচনা হতে পারে। পিতার শরীর নিয়ে সতর্ক থাকুন। নতুন কাজের খবর পেতে পারেন।
বৃষ- নতুন কোনও কাজে উন্নতির সম্ভাবনা।ভ্রমণে গেলে জরুরি নথি সাবধানে রাখুন। কর্মস্থান পরিবর্তন নিয়ে চিন্তা বাড়তে পারে।মতবিরোধের আশঙ্কা রয়েছে। কাজের চাপ বাড়তে পারে। শরীর নিয়ে সতর্ক হলে ভাল হয়। আর্থিক উন্নতির যোগ রয়েছে। ডায়েট নিয়ন্ত্রণে রাখলে ভাল হয়। ব্যবসায় মন্দা যেতে পারে।
মিথুন-প্রেমে নয়া মোড় আসতে পারে। প্রাপ্তি যোগের সম্ভাবনা রয়েছে।সমস্যায় পড়লে সাহায্য পেতে পারেন। প্রেমে জটিলতা দেখা দিতে পারে।সম্পত্তি নিয়ে বিবাদ বাড়তে পারে। অশান্তি মিটে যেতে পারে। কর্মস্থানে বড় সুযোগের সম্ভাবনা। সম্পত্তি কেনাবেচায় সফল হবেন।
কর্কট-বাড়িতে অতিথি আসতে পারে। প্রিয়জনের সঙ্গে ভ্রমণের সুযোগের সম্ভাবনা। সম্পত্তি নিয়ে বিবাদ বাড়তে পারে। নের্তৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে ভোগান্তি হতে পারে।বিনিয়োগে সাফল্য আসতে পারে। আর্থিক স্বাচ্ছন্দ্য ফিরতে চলেছে।
সিংহ- বাইরে বের হলে সতর্ক থাকুন।মত বিরোধ হওয়ার আশঙ্কা রয়েছে।হলুদ রঙ জীবনে সাফল্য বয়ে আনতে পারে।কর্মস্থানে সুনাম বৃদ্ধির সম্ভাবনা। কঠোর পরিশ্রমে পদোন্নতির সম্ভাবনা। মেডিটেশনে উপকার পাবেন। শত্রুরা ক্ষতি করতে পারবে না।বুঝে বিনিয়োগ করলে ভাল হয়। বাড়ি নিয়ে খরচা বাড়তে পারে।
কন্যা-সম্পত্তি নিয়ে আয়ে আইনি পদক্ষেপ নিতে হতে পারে।ভাল সুযোগ আসতে পারে আজ। আজ বিনিয়োগে সাফল্যের সম্ভাবনা রয়েছে।শিক্ষার্থীদের জন্য শুভ সময় আসছে। শরীর নিয়ে সতর্ক হলে ভাল হয়।পরিবারের সঙ্গে সময় কাটালে ভাল হয়। কাজের সূত্রে ভ্রমণে যেতে পারেন। কাজে সাফল্য আসতে চলেছে। নতুন কাজের যোগাযোগের সম্ভাবনা।
তুলা- প্রেমে নিঃসঙ্গ বোধ করতে পারেন।অতীতের বিনিয়োগে মোটা টাকা ফিরতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। নতুন চাকরির সুযোগের সম্ভাবনা। শত্রু থেকে খুব সতর্ক থাকুন। পুজোয় বাড়তি খরচ চিন্তা বাড়াতে পারে। সম্পত্তি ক্রয়ের সুযোগ হারাতে পারেন।নতুন কিছু শিখলে ভাল হয়।
বৃশ্চিক-প্রাপ্তি যোগ রয়েছে।কাজে পরিশ্রম বাড়ালে সাফল্যের সম্ভাবনা। বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। বাড়িতে অতিথি আসতে পারে। অসুস্থতা দ্রুত কেটে যাবে।ভ্রমণের সুযোগ আসতে পারে। ব্যবসা নিয়ে সতর্ক থাকলে ভাল হয়।
ধনু- আর্থিক চাপ বাড়তে পারে।ভ্রমণের আলোচনা ভেস্তে যেতে পারে।বসতবাড়িতে ভাল কিছু ঘটতে পারে। বুঝে কথা বললে ভাল হবে। বন্ধুর সঙ্গে খুব ভাল দিন কাটবে আজ। বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটবে। বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সম্পত্তি ক্রয়ের সুযোগ আসছে। ঋণ নিয়ে আলোচনা হতে পারে।
মকর-পরিশ্রমের ফল পেতে পারেন আজ।নতুন কাজের সুযোগের সম্ভাবনা। ব্যবসায় ভাল সুযোগ আসতে পারে।প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। শরীরচর্চায় মন দিলে ভাল হয়। অতিথি আসার প্রবল সম্ভাবনা রয়েছে।প্রেমের সম্পর্কে আজ শুভদিন।আর্থিক উন্নতি আসতে চলেছে।
কুম্ভ- অতিরিক্ত কথায় বিপদে পড়তে পারেন।আঘাত পাওয়ার আশঙ্কা রয়েছে।প্রিয়জনের পুরো সমর্থন মিলতে পারে। বন্ধুর সঙ্গে ভাল দিন কাটবে। আলোচনা করে এগোলে ভাল হয়।পরিবারের পুরো সমর্থন পাবেন।ঋণ নিতে হতে পারে। আর্থিক লেনদেন নিয়ে বিবাদের আশঙ্কা। কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা কম।
মীন-বাড়িতে চুরির আশঙ্কা রয়েছে।বাইরে বের হলে সতর্ক থাকলে ভাল হয়।পরিবারকে অতিরিক্ত সময় দিলে ভাল হয়।ভ্রমণের পরিকল্পনা আসতে পারে। ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। কাজ গুছিয়ে রাখলে উপকৃত হতে পারেন।অশান্তির জন্য মনঃকষ্ট পেতে পারেন।
ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
- আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y