কলকাতা: কেমন যাবে আজকের দিন, আপনার রাশিফল দেখে নিন।

মেষ- এদিন হাসিখুশি থাকুন। আর্থিক দিক থেকে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন। গ্রহের অবস্থানের কারণে এদিন উপার্জনের সুযোগ ভাল থাকবে। আটতে থাকা কাজগুলি এদিন হয়ে যেতে পারে। নতুন কিছু শিখতে পারেন।    বৃষ- কোনও কারণে ভয় পেলে, আপনার আকাঙ্খাকে প্রভাবিত হতে পারে। দীর্ঘমেয়াদি আর্থিক লাভের জন্য স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডে লগ্নি করতে পারেন। পরিবারের সদস্যদের চাহিদার উপর নজর দিন। কাজের অগ্রগতি ধীরে হলেও চিন্তা করবেন না।

মিথুন- গর্ভবতীরা সাবধানে থাকুন। হাঁটাহাঁটির সময় সতর্ক থাকুন। ব্য়বসায়ীরা বিনিয়োগের সিদ্ধান্ত সাবধানে নেবেন। বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটবে। ছুটির পরিকল্পনা করতে পারেন। দিবাস্বপ্ন দেখবেন না। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে।

কর্কট- জীবনসঙ্গীর সাহায্য়ে সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। দিনের প্রথম ভাগে অর্থক্ষতি হতে পারে। গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করুন। প্রেম সংক্রান্ত সিদ্ধান্ত নিজেই নিন। পুরনো কোনও কাজ আটকে থাকলে সেগুলি শেষ করুন।

সিংহ- নিজের শ্রমেই নিজের কাজ শেষ করতে পারবেন। পুরনো কোনও বড়সড় খরচের ধাক্কা আরও কিছুদিন সামলাতে হবে। পরিবারে কোনও মহিলা সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে। সহকর্মীদের সঙ্গে ঝামেলায় জড়াবেন না। ব্য়স্ততার ফাঁকে নিজের জন্য সময় বের করুন। 

কন্যা- অবসর সময় কাটান। প্রয়োজনে সঞ্চিত অর্থ কাজে আসতে পারে। সঞ্চয়ের দিকে আরও খেয়াল রাখুন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে রাখুন। বাইরে গেলে আচরণের দিকে খেয়াল রাখুন। নতুন কোনও পরিকল্পনা করতে পারেন আজকের জন্য। 

তুলা- স্বাস্থ্য়ের খেয়াল নিন। ব্যস্ততার ফাঁকেও শরীরের খেয়াল রাখতে ভুলবেন না। কাউকে টাকা ধার দিয়ে থাকলে তা এদিন ফেরত পেতে পারেন। সন্তানের পড়াশোনার দিকে খেয়াল রাখতে হবে। ঘনিষ্ঠ কারও সঙ্গে রূঢ় ব্যবহার করবেন না।

বৃশ্চিক- এদিন শরীরচর্চা, খেলাধুলোয় সময় কাটাতে পারেন। এদিনে সন্ধের পরে আর্থিক লাভের মুখ দেখতে পারেন। হাতে টাকা আসতে পারে। আপনার জ্ঞানের মাধ্যমে কারও উপকার হতে পারে। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে। কর্মক্ষেত্রে যাঁকে শত্রু মনে করতেন, তাঁকে এবার শুভাকাঙ্খী হিসেবে পেতে পারেন। এদিন একাধিক জায়গা থেকে প্রশংসা পাবেন।

ধনু- হাসিখুশি থাকুন। মন ভাল থাকবে। নিজের ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করুন। অর্থ সঞ্চয় করার লক্ষ্যে আজ কাজ করতে পারেন। জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন।

মকর- পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হতে পারে। তাঁদের সঙ্গে ভাল সময় কাটাতে পারেন। নতুন কোনও প্রকল্পের জন্য অর্থ সংস্থান হতে পারে। কোনও ঋণের প্রয়োজন থাকলে তা পেতে পারেন। তৃতীয় কোনও পক্ষের কারণে কোনও সম্পর্কে সমস্যা তৈরি হতে পারে।

কুম্ভ- আপনার হাসিখুশি ভাব বাকিদের জীবনেও আনন্দ বয়ে আনবে। ঘনিষ্ঠ কোনও ব্যক্তির সাহায্যে ব্যবসায়ে অগ্রগতি হবে। বিদেশে থাকা কোনও আত্মীয়ের কাছ থেকে উপহার পেতে পারেন। কর্মক্ষেত্রে কিছুটা ধীরগতির জন্য বিরক্ত বোধ করতে পারেন। 

মীন- এদিন কোনওভাবেই তর্কবিতর্কে জড়াবেন না। সঞ্চয় এবং বিনিয়োগের কারণে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। অপ্রত্যাশিত উপহার মিলতে পারে। ব্যবসায়ে নতুন কোনও পদক্ষেপ নিতে পারেন।

আরও পড়ুন: এক বছরে অর্ডার ৭.৬ কোটি প্লেট বিরিয়ানি! টেক্কা বাকি সবাইকে