কলকাতা: আজ ৭ জুলাই, বৃহস্পতিবার। কেমন যাবে আজকের দিন, আপনার রাশিফল দেখে নিন।

মেষ-  খাওয়া-দাওয়ায় লাগাম দিন। কাউকে দেওয়া ঋণ ফেরত পাবেন। নতুন কোনও প্রকল্পে নজর রাখতে পারেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে সন্তুষ্ট হতে পারেন। এদিন ঘরের জমে থাকা কাজ করে ফেলতে পারেন। 

বৃষ- আপনার সত্যি কথা আপনার কোনও ঘনিষ্ঠ ব্যক্তিকে আঘাত দিতে পারে। ঘনিষ্ঠ কোনও ব্যক্তির সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক থাকলে এদিন সতর্কতা অবলম্বন করুন। নয়তো আর্থিক ক্ষতির মুখে পড়তে পারবেন। ঘরে ছোটখাট কোনও পার্টি হতে পারে। কাজের চাপ বাড়বে, এদিনটি আপনার জন্য ভাল যাবে। 

মিথুন- স্বামী বা স্ত্রীর বিষয়ে অযথা হস্তক্ষেপ করবেন না। নিজের লক্ষ্যে স্থির থাকুন। ভবিষ্যতে আর্থিক স্থিতিশীলতা চাইলে আজ থেকে অর্থ সঞ্চয় করুন। সঙ্গীর অপ্রত্যাশিত আচরণ আপনার খারাপ লাগতে পারে। ব্যবসায়ীরা সতর্ক থাকুন। অবসর সময় কোনও সিনেমা দেখতে পারেন

কর্কট- নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। পুরনো ধারণা ধরে বসে থাকবেন না। এদিনটি অনুকূল নয়, নিজের আর্থিক পরিস্থিতির দিকে খেয়াল রাখুন। খরচ সামাল দেবেন। আপনার উদার মনোভাব থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারেন অনেকে। প্রতারণা এড়াতে আত্মসংযম করুন। অপ্রয়োজনীয় তর্ক-বিতর্ক এড়িয়ে চলুন।

সিংহ- যোগব্যায়ামের মাধ্যমে দিন শুরু করতে পারেন। দিনের শেষভাবে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গীর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ হতে পারে। প্রেমের দিক থেকে ভাল কিছু ঘটতে পারে। আপনার সঙ্গী আপনার পুরনো কোনও ইচ্ছেপূরণ করবেন। সহকর্মীদের সঙ্গে বোঝাপড়া আরও ভাল হবে। 

কন্যা- মেজাজ খারাপ করবেন না। তর্ক এবং দ্বন্দ্ব এড়িয়ে চলুন। অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় করার কথা বিবেচনা করুন। পারিবারিক কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারেন। কর্মক্ষেত্রে চারিদিকে নজর রাখুন। কেউ আপনার কাজের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করতে পারে। আধ্যাত্মিক কোনও অনুষ্ঠানেও যোগ দিতে পারেন।

তুলা- সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন। এতে আত্মবিশ্বাস বাড়বে। নেতিবাচক ভাবনা এড়িয়ে চলুন। আত্মীয়দের টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন। পরিবারের দিকে মনোযোগ দিন। আপনার আচরণ আপনার সঙ্গীর উপর প্রভাব ফেলবে। সৃজনশীল কোনও কাজে মানসিক শান্তি পাবেন। 

বৃশ্চিক- অবসর সময় কাজে লাগান। রিয়েল এস্টেট থেকে লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয়দের সঙ্গে দেখা করতে পারেন। উত্তেজনা এড়িয়ে চলুন। আপনার কথা অন্য কাউকে উৎসাহ দিতে পারে। বিবাহিত জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হতে পারে এই দিনটি।

ধনু-নিজের ভাল নিজে ভাবুন। ব্যস্ত সময়সূচি থাকলেও ক্লান্তি আপনাকে গ্রাস করবে না। অর্থের মূল্য আপনি চেনেন। তাই সঞ্চয় নিয়ে সবদিক ভেবে সিদ্ধান্ত নেবেন। সন্তানকে সময় দিন, পরিবারের সঙ্গে সময় কাটান। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে ধৈর্য ধরুন আপনি। কোনও সেমিনার এবং প্রদর্শনীতে যোগ দিতে পারেন।

মকর- দিনটি আনন্দে কাটাবেন। উপভোগ  করতে পারবেন। ক্রমবর্ধমান পারিবারিক দায়িত্ব আপনার মনে চাপ তৈরি করতে পারে। যদিও সবটাই আপনি সামলে নিতে পারবেন। নতুন যোগাযোগের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি হতে পারে। 

কুম্ভ- দিনভর আর্থিক লেনদেন দেখতে পারবেন। দিনের শেষে আপনার যথেষ্ট সঞ্চয় হবে। পরিবারে নতুন সদস্যের আগমনের কারণে আনন্দ পাবেন। সহকর্মী এবং অধস্তনদের জন্য উদ্বেগে পড়তে হতে পারে। অন্যদের সাহায্ করতেই পারেন, কিন্তু অপ্রাসঙ্গিক বিষয়গুলি এড়িয়ে চলুন। 

মীন- হঠাৎ করে কাল অনেক খরচ হতে পারে। পুরনো কোনও বন্ধুর জন্য় আনন্দিত হবেন। আপনি যাকে ভালোবাসেন তাঁর প্রতি রুক্ষ ব্যবহার করবেন না। আপনি পরিশ্রমের জন্য কর্মক্ষেত্রে স্বীকৃতি পাবেন। আত্মীয়দের থেকে দূরে থাকুন আজ। সঙ্গীর আচরণ নিয়ে সতর্ক থাকুন।

আরও পড়ুন- স্বাস্থ্যসাথী কার্ডের জন্য কীভাবে আবেদন করবেন? জরুরি তথ্যগুলো জেনে রাখুন