কলকাতা:  আজ ৯ জুন, রবিবার। কেমন যেতে পারে আজকের দিন ? (Daily Horoscope) চলুন দিন শুরু করার আগে, বাইরে বেরোনোর আগে  কী বলছে আপনার রাশি ? চলুন জেনে নেওয়া যাক।


মেষ- বিপদে বন্ধুর সাহায্য পাবেন।মতবিরোধ কেটে যাবে। সুসংবাদ আসতে পারে।  আজ তর্ক এড়িয়ে যান। কাজ নিয়ে ক্ষোভ তৈরি হতে পারে।  কথা বুঝে বলুন। নইলে অসুবিধায় পড়তে পারেন। 


বৃষ- কাজের জায়গায় চাপ বাড়বে।মামলায় জড়ানোর আশঙ্কা।  শরীরের দিকে নজর রাখুন। কর্মক্ষেত্রে আজ শুভ দিন। তেমন কোনও সাহায্য পাওয়ার আশা রাখবেন না। খরচ কমানোর চিন্তাভাবনা করতে পারেন। 


মিথুন- আইনি কাজে খরচ বাড়বে। কারও প্রতি দুর্বলতা বাড়তে পারে। ব্যবসা নিয়ে সতর্ক থাকুন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। খারাপ কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে।নতুন চাকরির সম্ভাবনা। বিবাদ থেকে বিরত থাকুন। 


কর্কট-লটারি থেকে আয়ের সম্ভাবনা। রাস্তাঘাটে সতর্ক থাকুন। খরচ বাড়তে পারে, সাবধান।  ব্যবসায় ক্ষতির আশঙ্কা।  কাজের চাপ বাড়বে। বাড়ি থেকে দূরে ভ্রমণের সম্ভাবনা রয়েছে।  


সিংহ-  কাজে বাধা থাকবে না। ঝামেলায় জড়ানোর আশঙ্কা।  আর্থিক চাপ বাড়তে পারে।  বাড়িতে অতিথি আসতে পারে। শরীর নিয়ে সতর্ক থাকুন।  


কন্যা-  জল থেকে সাবধান থাকুন।ব্যবসায় লাভের সম্ভাবনা। টাকাপয়সা চুরি হতে পারে। মানসিক চাপ বাড়তে পারে। ভাল খবর আসতে পারে। অর্থ সঞ্চয় করুন। প্রেমে বিরহের সম্ভাবনা রয়েছে। দাম্পত্যে অশান্তি বয়ে আসতে পারে। 


তুলা- পরিবারের ভালবাসা পাবেন।ভ্রমণের সম্ভাবনা রয়েছে।শিল্পীদের জন্য ভাল দিন।কাজে উন্নতি আসবে। বড় সুযোগ আসার সম্ভাবনা।  বিপদের আশঙ্কা রয়েছে। শত্রু নিয়ে সতর্ক হন। কাজের সূত্রে বিদেশ ভ্রমণ।  


বৃশ্চিক- হারানো জিনিস ফিরে পাবেন।চিকিৎসায় খরচ বাড়তে পারে।অতিরিক্ত কথায় বিবাদ। কাজে উন্নতি আসবে।আইনি সমস্যায় পড়ার আশঙ্কা।চাকরিতে পদোন্নতির সম্ভাবনা। ইচ্ছেপূরণ হবে আজ।  


ধনু-ভ্রমণের সম্ভাবনা রয়েছে।রাজনৈতিক চাপ বাড়তে পারে। বাড়িতে অতিথি আসতে পারে।অপ্রিয় সত্য আঘাত হানতে পারে। বিনিয়োগে ভাল ফল মিলবে।  


মকর- শরীর নিয়ে সতর্ক থাকুন।অতিথি আসতে পারে।সমাজে প্রতিষ্ঠিত হবেন।জীবনসঙ্গী খুঁজে পাবেন।ঋণের পরিমাণ বাড়তে পারে। আর্থিক চাপ বাড়তে পারে। আয়ের দিক থেকে আজকের দিনটি ভাল যেতে পারে।


কুম্ভ-কাজের জায়গায় উন্নতি। প্রতারিত হওয়ার আশঙ্কা। পরিবারকে সময় দিন। বিনিয়োগের জন্য শুভ দিন। ভাল ব্যবহারের সুনাম পাবেন। শত্রু থেকে সাবধান থাকুন।বিয়ের আলোচনা হতে পারে। 


মীন-কর্মক্ষেত্রে কথা বুঝে বলুন।ব্যবসায় জটিলতা কেটে যাবে।বন্ধুর সঙ্গে বুঝে কথা বলুন।কর্মসূত্রে বিদেশ ভ্রমণ।উত্তেজনায় বিপদের আশঙ্কা।সম্পর্কের জটিলতা কাটবে।