কলকাতা: কেমন যাবে আজকের দিন, আপনার রাশিফল জেনে নিন

মেষ রাশি: স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। তাহলে দাম্পত্য সম্পর্কে ফাটল ধরতে পারে। অসম্মান করলে সম্পর্কে ক্ষতি হবে। কোনও জমি বিক্রির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করলে সেই চেষ্টা এবার সফল হবে। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তায় থাকতে পারেন। 

বৃষ রাশি: আপনার ভাল ব্যবহারেই আপনি সবার মন জয় করতে পারবেন। পরিবারে খুশির মুহূর্ত তৈরি হবে। সৃজনশীল ক্ষমতার জন্য আয়ের সুযোগ তৈরি হবে। কোনও উপহার-সংক্রান্ত বিষয় নিয়ে সঙ্গীর সঙ্গে মতান্তর হতে পারে। যেকোনও অংশীদারি কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে ভাল করে ভেবে দেখবেন।

মিথুন রাশি: যে কোনও পরিবেশে আপনি মানিয়ে নিতে পারেন। আপনার উপস্থিতি যে কোনও পরিবেশকে হালকা করে দিতে পারে। আগে কোথাও বিনিয়োগ করে থাকলে সেখান থেকে ভাল লাভ মিলতে পারে। পরিবারে সময় দিন। বাড়ির লোকের সঙ্গে অবসর সময় কাটান। যে কোনও চাহিদাকে গুরুত্ব দেবেন না।

কর্কট রাশি: নিজের উপর অতিরিক্ত চাপ তৈরি করতে দেবেন না। বিশ্রামকে গুরুত্ব দিন। ঠিকমতো বিশ্রাম না হলে শরীর খারাপ হতে পারে। পারিবারিক কোনও বিবাদে মীমাংসা করতে হবে পারে। আপনার সিদ্ধান্ত সবাই মেনে নেবে। সবার সমস্যা মন দিয়ে শুনুন, তাহলেই সমস্যার সমাধান করতে সুবিধা হবে।

সিংহ রাশি: এদিন কাজের চাপ থাকবে। পরিশ্রম হলেও স্বাস্থ্য়ে প্রভাব পড়বে না। আর্থিক দিক থেকে মিশ্র দিন হবে। পরিশ্রমের কারণেই এদিন হাতে টাকা আসবে। সন্ধের দিকে আত্মীয় সমাগম হতে পারে। সঙ্গীর সঙ্গে ছোটখাট বিষয়ে সমস্যা হতে পারে। কর্মক্ষেত্রে নিজেকে ফের প্রমাণ করতে পারে।

কন্যা রাশি: নিজের মন ভাল করার জন্য কোনও পছন্দের কাজে ব্যস্ত থাকতে পারেন আপনি। সামাজিক কোনও কাজে যোগ দিন। নতুন কোনও কাজে বিনিয়োগের সুযোগ আসতে পারে। কোনও নতুন প্রকল্পে হাত দেওয়ার আগে ভাল করে সবকিছু যাচাই করে নিন। পরিবারের দায়িত্বও পালন করতে হবে। নয়তো সমস্যা হতে পারে।

তুলা রাশি: রাগ নিয়ন্ত্রণে রাখুন। নয়তো কাছের লোকের সঙ্গেও দূরত্ব তৈরি হবে, জটিলতা বাড়বে। টাকা কীভাবে সামলাতে হয় তা ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন। ঘনিষ্ঠ কারও জন্য সময় বের করুন। তাহলে তাঁদের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় হবে। নতুন কোনও ব্যবসার কথা ভেবে থাকলে এদিন আপনার সামনে সুযোগ আসতে পারে, এল তা ব্যবহার করুন।

বৃশ্চিক রাশি: আপনার ইতিবাচক মানসিকতার জন্য কোনও বাধা টিকবে না। হাতে টাকা আসবে, কিন্তু যতটা ভেবেছিলেন ততটা আসবে না। সামাজিক জীবন উপেক্ষা করবেন না। কাজের ফাঁকেই পারিবারিক কোনও অনুষ্ঠানের জন্য সময় বের করুন। এতে আপনার স্ট্রেসও কমবে। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। আগে করা কোনও কাজের জন্য পুরস্কার জুটতে পারে। পদোন্নতিও হতে পারে। 

ধনু রাশি: যোগ ও শরীরচর্চায় মন দিন। আপনার মানসিক শক্তি বৃদ্ধি করতেও সাহায্য করবে এই অভ্যাস। ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয়ের দিকে মন দিন। কীভাবে বিনিয়োগ করবেন, কীভাবে সঞ্চয় করবেন তা নিয়ে স্থির সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। হাতে ফাঁকা সময় থাকলে বাড়ির সদস্যদের ঘরের কাজে সাহায্য করুন।

মকর রাশি: হাতে জমে থাকা কাজ সহজেই শেষ করতে পারবেন। সময় ঠিকমতো ব্যবহার করায় সময়ের আগেই কাজ শেষ হবে। ফলে অবসর সময় পাবেন। সম্পত্তি নিয়ে সতর্ক হোন। বাড়ির পরিবেশ হাসিখুশি থাকবে, ফলে আপনারও মন ভাল থাকবে।

কুম্ভ রাশি: বিনিয়োগের জন্য হাতে টাকা আসবে। কিন্তু বিনিয়োগের আগে ঠিক জায়গা থেকে পরামর্শ নেবেন। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে। কাজের জায়গায় অগ্রগতি হবে। তবে হঠাৎ চাপ আসতে পারে। তার জন্য অতিরিক্ত সময় দিতে হতে পারে কাজের জায়গায়। 

মীন রাশি: সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটবে। বাড়িঘর সংক্রান্ত কোনও সুখবর মিলতে পারে। স্বামী বা স্ত্রীর কোনও কাজে খুশি হবেন। আইটি- ক্ষেত্রে যুক্তরা নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন। ফোকাস ধরে রাখতে হবে, তাহলেই সাফল্য মিলবে। কোনও পরিকল্পনা নষ্ট হতে পারে এদিন।

আরও পড়ুন:ভিটামিন সি-তে ভরপুর লিচু, ভাল রাখে লিভার, সমাধান করে আরও অনেক সমস্যার