কলকাতা: ৪ আগস্ট দিনটি কেমন যাবে? আপনার রাশিফল দেখে নিন

মেষ রাশি: কোনও কিছু নিয়ে চিন্তিত হতে পারেন। সমস্যার পড়ে ভুল সিদ্ধান্ত নিতে পারেন, সতর্ক থাকুন। দাম্পত্য জীবন সুখের হবে। বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। 

বৃষ রাশি: আর্থিক সমস্যা মিটে যাবে। সন্তানের কারণে মন ভাল থাকতে পারে। পরিবারের সঙ্গে কাছেপিঠে কোথাও ঘোরার সুযোগ আসতে পারে। মনের কথা যে কারও সঙ্গে শেয়ার করবেন না। 

মিথুন রাশি: ইতিবাচক থাকুন সবসময়। বিদেশে চাকরি বা পড়াশোনার সুযোগ খুঁজলে পেতে পারেন। তবে তার জন্য আপনাকেও পরিশ্রম করতে হবে। সন্তানের উপর কোনও দায়িত্ব দিলে সেই দায়িত্ব ঠিকমতোই পালিত হবে।

কর্কট রাশি: ভাল-মন্দয় মিশিয়ে- যাবে দিনটি। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাহায্য পাবেন। পরিবারের কোনও ছোট সদস্যের মনের ইচ্ছেপূরণ করতে পারেন আপনি। তবে সেই কারণে কিছুটা আর্থিক টানাটানি হতেও পারে। যাঁরা রাজনীতির সঙ্গে যুক্ত, এই দিনটি তাঁদের জন্য ভাল হতে পারে। 

সিংহ রাশি: আর্থিক অবস্থা খুবই মজবুত হবে। কোনও আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। ব্যবসায়ীরা তাঁদের ব্য়বসার জন্য নতুন সুযোগ পেতে পারেন। এর জন্য় ভবিষ্যতে ভাল ফল পেতে পারেন। কাউকে টাকা ধার দিলে তা ফেরত পেতে পারেন।

কন্যা রাশি: সন্তানের লেখাপড়া সংক্রান্ত সমস্যা মিটে যেতে পারে। পরিবারের কারও বিয়ে নিয়ে কথা চললে তা এদিন স্থির হতে পারে। চাকরিরতদের কেউ কেউ পদোন্নতি পেতে পারেন। ঘরে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে।

তুলা রাশি: দিনটি মিশ্র হবে। কোনও হারিয়ে যাওয়া জিনিস ফেরত পেতে পারেন। বন্ধুর কাছ থেকে শেয়ার মার্কেট সংক্রান্ত ভাল তথ্য পেতে পারেন, যাতে আপনার লাভ হতে পারে। পড়ুয়ারা শিক্ষার ভাল সুযোগ পাবেন। এদিন কাউকে টাকা ধার দেওয়া এড়িয়ে চলুন।

বৃশ্চিক রাশি: খরচ বাড়তে পারে। কোনও কিছু নিয়ে সমস্যায় ভুগলে তার সমাধান এদিন বের হতে পারে। কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না। নয়তো আপনার খুব গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হতে পারে। এদিন ইচ্ছের বিরুদ্ধে খরচ করতে হতে পারে আপনাকে।

ধনু রাশি:  আয়ের নতুন সুযোগ পেতে পারেন আপনি। কর্মক্ষেত্রে সব বাধা কেটে যাবে। যে কোনও পরিকল্পনা সফল হবে। আপনার উপদেশ মেনে পরিবারের কোনও সদস্যের লাভ হতে পারে। 

মকর রাশি: কিছু কিছু জিনিস নিয়ে এদিন উদ্বিগ্ন থাকতে পারেন। কিন্তু আপনার সমস্যা কারও কাছে প্রকাশ করবেন না। নতুন ধরনের কোনও ব্য়বসা শুরু করতে চাইলে এটা ভাল দিন। যা শুনবেন সেটাই বিশ্বাস করবেন না।

কুম্ভ রাশি: ব্যবসা বা বিনিয়োগের ক্ষেত্রে যে কোনও জায়গার কথা বিশ্বাস করবেন না। তাহলে ক্ষতির মুখে পড়তে হতে পারে। কোনও লেনদেন নিয়ে সমস্যা থাকলে এদিন আলোচনার মাধ্য়মে মিটিয়ে নিন। মেজাজ হারাবেন না।

মীন রাশি: স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে পারেন। কাজের জায়গায় চাপ বাড়বে। তবে মাথা ঠান্ডা রেখে কাজ করলে সব সমস্যার সমাধান হবে। সময়ের মধ্যেই কাজ শেষ করতে পারে। বাড়িতে অতিথির আগমন হতে পারে।

আরও পড়ুন: মানলে এই সময়সূচি, সাফল্য পাবে আপনার কর্মসূচি