ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: ৬ টি আগ্নেয়াস্ত্র ও ৩টি কার্তুজ উদ্ধার। গ্রেফতার এক। শেখ রমজান নামের এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র বিক্রি করবে। গোপন সূত্রে খবর পেয়ে গঠিত হয় পুলিশের বিশেষ দল। জেলার চারটি জায়গায় নাকা চেকিং শুরু হয়।  বোলপুর থানার সিয়ান গ্রামের কাছে বাইকে চেপে যাওয়ার  সময় শেখ রমজানকে গ্রেপ্তার করা হয়। তার কাছে থেকে উদ্ধার করা হয় ৬টি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি। ধৃতের বাড়ি দুবরাজপুরে। পুলিশর দাবি ওই আগ্নেয়াস্ত্রগুলি মুঙ্গের থেকে আনা হয়েছিল। এই ব্যবসার সঙ্গে কে বা কারা যুক্ত  বা কাকে এই অস্ত্র বিক্রি করা হচ্ছিল, তা জানতে ধৃতকে জেরা শুরু করেছে পুলিশ ।


সম্প্রতি দীপাবলির আগে শহর শিলিগুড়িতে উদ্ধার চারটি আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শহর শিলিগুড়িতে (Siliguri)। এই ঘটনায় কাউকে গ্রেফতার করা না হলেও সিসিটিভি ফুটেজ  খতিয়ে দেখে অভিযুক্তের সন্ধানে তদন্ত চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। জানা গিয়েছে, শিলিগুড়ি জংশনের বাস স্ট্যান্ডে বিহারগামী বাসে স্ট্যান্ডের সামনে দুটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও ওউ ব্যাগ দুটি কেউ নিতে আসে না। ফলে মালিকহীন ব্যাগ দুটি ঘিরে সন্দেহ দানা বাঁধতে থাকে স্থানীয়দের। খবর দেওয়া হয় জংশনের ট্রাফিক গার্ডে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ব্যাগ দুটিকে উদ্ধার করে। ব্যাগ খুলে ব্যাগের ভেতর থেকে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী টেলিফোনে জানান, দুটি ব্যাগ উদ্ধার হয়েছে। ব্যাগ থেকে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে। এদিকে পুলিশ সুত্রে জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ব্যাগ দুটির মালিকে সন্ধানে খোঁজ চালানো হয়।


আরও পড়ুন, মাথার পিছনে আঘাত, সিঁথিতে ছেলের হাতে বাবা 'খুন'


বাইশের শুরুতে ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়াতে বিশেষ উদ্যোগ নেয় বারাসাত পুলিশ জেলা। সীমান্তবর্তী আমডাঙা, গোবরডাঙা, হাবড়া, দেগঙ্গা-সহ ১৬টি জায়গায় ৩৪টি সিসি ক্যামেরা বসানোর কথা প্রকাশ্যে আসে। ব্যারাকপুর কমিশনারেট, বনগাঁ পুলিশ জেলা ও বারাসাত পুলিশ জেলার অন্তর্গত সীমান্তবর্তী এলাকায় সিসি ক্যামেরা বসিয়ে চলবে নজরদারি। পুলিশের পদস্থ আধিকারিকদের মোবাইল ফোনে থাকবে এই সব সিসি ক্যামেরার লিঙ্ক। দুষ্কৃতীরা যাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যেতে না পারে, তার জন্যই এই বিশেষ ব্যবস্থা। সম্প্রতি আমডাঙার করুণাময়ী কালী মন্দিরে চুরির ঘটনায় বিশেষভাবে কাজে লাগে সিসি ক্যামেরার ফুটেজ। তারপরই এই উদ্যোগ নেয় বারাসাত জেলা পুলিশ।