কলকাতা: আজ ৩০ অগাস্ট, বুধবার। সপ্তাহের এই দিনটি কেমন যাবে? কী বলছে আপনার রাশি? চলুন জেনে নেওয়া যাক। তবে জেনে নেওয়ার আগে মনে রাখবেন, দিন-রাতের মতোই আলো-অন্ধকার রয়েছে আমাদের ভাগ্যচক্রেও। তাই একঢালা কারও ভালোও যায় না,আবার সারা জীবন কারও খারাপও কাটতে পারে না। কেই বা বলতে পারে , আজকের দিনটি শুধুই আপনার। তবে এবার জানুন রাশি চক্র অনুযায়ী কেমন যাবে আজকের দিন।
মেষ- বাড়ি তৈরির পরিকল্পনা ভেস্তে যেতে পারে। শরীর নিয়ে সাবধান হন। দাম্পত্যে কলহ। সন্তানের চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। বাড়তি কথা থেকে বিরত থাকুন। পারিবারিক অশান্তি দেখা যেতে পারে। কাজের জায়গায় দায়িত্ব বাড়তে পারে। তবে নতুন কাজের সুযোগ আসতে পারে।
বৃষ- শরীরে আঘাত লাগতে পারে। বিবাহের যোগ রয়েছে। বাড়তি খরচে অশান্তি। দাম্পত্য কলহ থেকে মুক্তি পাবেন। চাকরি বা ব্যবসায় এই রাশিদের আর্থিক উপার্জনের যোগ রয়েছে। আইন সংক্রান্ত ঝামেলা দেখা দিতে পারে। বাড়তি খরচ দেখা দিতে পারে।
মিথুন- আপনি বন্ধুদের থেকে সাহায্য পাবেন। চাকরি স্থানে ঝামেলা হতে পারে। তাই সতর্ক থাকবেন। মানসিক অবসাদ আসতে পারে, সাবধান থাকবেন। ব্যবসায় সময় ভাল যাবে। প্রেমে জট খুলবে।
কর্কট- ভূল কাজে ক্ষতি, বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ বাড়তে পারে। এই রাশিদের ক্ষেত্রে আয় বাড়লেও খরচের যোগ রয়েছ। ফেলে আসা জীবনের কারও সঙ্গে দেখা হতে পারে। টাকা পয়সা নিয়ে সতর্ক থাকুন। মামলায় জয়।
সিংহ- অতিরিক্ত আবেগে ক্ষতি। দাঁতে যন্ত্রনা বাড়বে। বহু দিনের ইচ্ছে পূরণ হয়ে যেতে পারে। চাকরি জীবনে অফিসের শীর্ষকর্তাদের থেকে সাহায্য পেতে পারেন। প্রেমের বিষয়ে জটিলতা আরও বাড়তে পারে।
কন্যা- পরিবারে সঙ্গে ঘুরতে যাবার দারুন সুযোগ আসতে পারে। মানুষের কাছেই জমি সংক্রান্ত কারণে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আপনার পরিবারের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন।
তুলা- টাকা পয়সা চুরি যেতে পারে। পরিবারে ঝামেলা হতে পারে। দূরতে ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে। চাকরি জীবিদের ক্ষেত্রে আধিকারিকদের কারণে উদ্বেগ বাড়বে। তবে সমস্যা এলেও তা পরে কেটে যাবে।
বৃশ্চিক- সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা পদক্ষেপ নিতে হতে পারে। ব্যবসা করলে আপনার জীবনে সাফলতা আসবে।পুরোনো বন্ধু সঙ্গে দেখা হয়ে ভাল লাগবে।চাকরিজীবি সাফল্য পেতে চলেছেন।
ধনু- কাজে মিশ্রফল। রক্তচাপ বাড়তে পারে। এই রাশির ব্য়াক্তিরা প্রেমে জটিলতায় পড়তে পারেন। চাকরি এবং ব্যবসা যাই করুন না কেন, সতর্ক থাকুন। কোনও অচেনা ব্যাক্তি আপনার জীবনে আসতে পারে। সেক্ষেত্রে সফলতা আসার সম্ভাবনা রয়েছে। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিন।
মকর- বন্ধুকে ফিরে পাবেন। শরীরে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। রাস্তাঘাট দেখে পার হন। সতর্ক থাকুন। পরিবারের কারও শরীর খারাপ হতে পারে। পারিবারিক বা আত্মীয়দের সঙ্গে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে।
কুম্ভ- ব্যবসায়চাপ বাড়বে। এই রাশির ক্ষেত্রে চাকরিতে সফলতা আসতে চলেছে। কৃষিকাজে যুক্ত থাকলেও সাফল্য আসবে। পরিবারের সঙ্গে ভাল কাটাবেন।
মীন- সতর্ক না থাকলে কর্মস্থলে সম্মনাহানি হবে। এই রাশির ক্ষেত্রে রক্তচাপ বাড়তে পারে। ভ্রমণের প্ল্যান ভেস্তে যেতে পারে। অফিসে সহকর্মীদের জন্য বাধা আসতে পারে। এই রাশির জাতকদের সামাজিক প্রতিষ্ঠা লাভ হবে। দাম্পত্যে সুখের ফিরছে।