কলকাতা: ৮ আগস্ট দিনটি কেমন যাবে? আপনার রাশিফল দেখে নিন
মেষ রাশি: স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখুন। প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে আলোচনা করুন। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন। দুর্ঘটনা এড়ানোর জন্য সাবধান থাকতে হবে।
বৃষ রাশি: আদালত সংক্রান্ত কাজ নিয়ে এদিন ব্যস্ত থাকতে হতে পারে। আর্থিক সঙ্কট সংক্রান্ত সমস্যা হতে পারে। পারিবারিক বিবাদ এড়িয়ে চলতে শিখুন। আপাতত নতুন কোনও কাজে হাত দেবেন না।
মিথুন রাশি: এদিন উত্থান-পতনের দিন হতে পারে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। ব্যবসায়ীদের জন্য ভাল দিন হতে পারে। প্রয়োজনে বাড়ির লোক আপনার পাশে দাঁড়াবে। সন্তানের বিয়ে নিয়ে দুশ্চিন্তা হতে পারে।
কর্কট রাশি: যে কোনও পরিকল্পনা সফল হতে পারে। পরিবারের আর্থিক অবস্থা ভাল হতে পারে। ভিন্ন মতকে গুরুত্ব দিন, তাহলে সমস্যা হবে না। হাতে হঠাৎ অর্থ আসতে পারে। কোনও নতুন ব্যবসায় সাফল্য মিলতে পারে।
সিংহ রাশি: পথেঘাটে যাতায়াতের সময় সতর্ক থাকতে হবে। সাবধানে না চললে দুর্ঘটনার আশঙ্কা থাকতে পারে। এদিন কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না। টাকা আটকে যেতে পারে। অপরিচিত ব্যক্তির সঙ্গে লেনদেনে জড়াবেন না।
কন্যা রাশি: দিনটি ভাল যেতে পারে। কাছাকাছি কোথাও ঘুরতে যেতে পারেন। নতুন অংশীদারি ব্যবসা চালু করতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে। যদিও সেটা দ্রুত মিটে যাবে।
তুলা রাশি: জমি বা সম্পত্তি সংক্রান্ত যেকোনও সমস্যার সমাধান হতে পারে এদিন। আর্থিক ভাবে লাভবান হতে পারেন। নতুন গাড়ি কেনার পরিকল্পনা থাকলে তা এদিন ফলপ্রসূ হতে পারে। সঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিন।
বৃশ্চিক রাশি: পরিবারে কোনও শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। অতিথির সমাগম হতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি হতে পারে আপনার। নতুন কোনও কাজের প্রস্তাব আসতে পারে। তা গ্রহণ করতে পারেন। পরিবারে সুখ ও শান্তি থাকবে।
ধনু রাশি: ধর্মসংক্রান্ত কোনও কাজে ব্যস্ত থাকতে পারেন আপনি। এলাকায় কোনও বিবাদ হলে তা থেকে যতটা সম্ভব দূরে থাকুন। কাজের সূত্রে ভ্রমণের যোগ আসছে। পরিশ্রম হলেও তাতে কাজ হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যাঁরা নিচ্ছেন তাঁদের জন্য ভাল দিন।
মকর রাশি: গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। অংশীদারি ব্যবসায় সঙ্গীর দিকে সতর্ক নজর দিন। পারিবারিক ব্যবসা থেকে থাকলে পরিবারে তা নিয়ে মতান্তর ও তার জেরে টানাপড়েন হতে পারে। হাত বা পিঠের ব্যথা নিয়ে সমস্যা হতেও পারে।
কুম্ভ রাশি: আটকে থাকা পুরনো কাজ মিটে যাবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। সম্পত্তি সংক্রান্ত মামলার জন্য আরও সময় লাগবে। বিশেষ কোনও ব্যক্তির সঙ্গে আপনার দেখা হতে পারে।
মীন রাশি: পরিবারে নতুন অতিথি আসতে পারে। দিনটি ভাল কাটবে। পুরনো বিবাদের অবসান হতে পারে। অংশীদারি কোনও কাজে লাভ পেতে পারেন। সন্তানের কোনও একটি বিষয় নিয়ে চিন্তায় থাকতে পারেন।