Daily Horoscope: না দেখে সই করবেন না কাগজে, শব্দের ব্যবহারে সতর্ক হোন, আর কী বলছে আপনার রাশিফল!
Horoscope Today: আজকের দিনটি আপনার কেমন যাবে জেনে নিন।
কলকাতা: পঞ্চাঙ্গ অনুসারে ৪ জুন, শনিবার জৈষ্ঠ্য মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি পড়ছে। আজকের দিনটি আপনার কেমন যাবে জেনে নিন।
মেষ: গ্রহের অবস্থান বলছে আজ জ্ঞান অর্জন করবেন। কাজের জায়গায় ঊর্ধ্বতন মহিলা আধিকারিকের সঙ্গে সুসম্পর্ক রেখে চলুন। সহকর্মীদের সঙ্গে বিবাদে না জড়ানই ভাল।সম্পত্তি কেনাববেচার সঙ্গে যুক্ত থাকলে আজ বিনিয়োগের জন্য ভাল দিন।ত্বকের সমস্যা দেখা দিতে পারে। যে কোনও প্রসাধনী না ব্যবহার করাই ভাল।
বৃষ: অযথা ভয় পাবেন না। কাজ নিয়ে দুশ্চিন্তা না করে, লক্ষ্যপূরণে মন দিন।সহকর্মীকে বিদ্রুপ করবেন না।ব্যবসার সঙ্গে যুক্ত যাঁরা, সতর্ক থাকুন। কোথাও সই করার আগে খুঁটিয়ে পড়ে নিন কী লেখা রয়েছে কাগজে। প্লাস্টিকের ব্যবসায় লাভের সম্ভাবনা। দুর্ঘটনা এড়াতে সতর্ক থাকুন। কুসঙ্গে পড়ে বড় দাদা বিপথগামী হতে পারেন, সম্পর্ক স্বাভাবিক রাখুন।
মিথুন: গ্রহের ফেরে হতাশা গ্রাস করতে পারে। মনে ধন্দ থাকলে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না নেওয়াই ভাল। চাকরিক্ষেত্রে দৌড়ঝাঁপ করতে হতে পারে। ব্যবসায়ীরা শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন, তাতে লাভের সম্ভাবনা রয়েছে। ডাক্তার যে নিয়ম মেনে চলতে বলেছেন, তা অবশ্যই মেনে চলুন।ঘুরে বেড়িয়ে সময় নষ্ট করবেন না। পারিবারিক সহযোগে কার্যসিদ্ধির সম্ভাবনা।
কর্কট: আজ শেয়ার বাজারে বিনিয়োগ না করাই ভাল। চড়া সুদে টাকা ধার নেওয়া থেকে বাঁচুন। অফিসে সকলের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। আটকে থাকা টাকা আজ ফিরে পেতে পারেন ব্যবসায়ীরা। অসুস্থ বোধ করতে পারেন। মাথা ঢেকে বাড়ি থেকে বেরোন। পৈতৃক সম্পত্তি নিয়ে আইনি জটিলতা। মীমাংসার পথে হাঁটুন এ ক্ষেত্রে।
সিংহ: গুরুজনের দেখানো পথে হাঁটুন। মনে শুভ চিন্তা-ভাবনা থাক। জমিয়ে রাখা কাজ আগে সেরে ফেলুন। ব্যবসায়িক সাফল্যের সম্ভাবনা। বৈদ্যুতিন সরঞ্জামের ব্যবসায়ী লাভের সম্ভাবনা।পড়াশোনার জন্য ভাল দিন। দুশ্চিন্তা উৎসাহের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। রাগের মাথায় সিদ্ধান্ত নেবেন না। হালকা খাবার খান।
কন্যা: মন প্রসন্ন থাকবে। আটকে থাকা কাজ মিটবে। মনে ধৈর্য রাখুন। কাজকর্ম নিয়ে সতর্ক থাকুন। পরনিন্দা পরচর্চায় না যাওয়াই ভাল। প্রসাধনী ব্যবসায় লাভ। শ্বাসকষ্টের সমস্যা থাকলে ওষুধ খাওয়া ত্যাগ করবেন না। একই সঙ্গে ব্যায়াম করুন। বিবাহযোগ্যদের বিয়ে পাকা হওয়ার সম্ভাবনা।
তুলা: তীর্থযাত্রার পরিকল্পনা করতে পারেন। চেষ্টা করলে তবেই কার্যসিদ্ধির সম্ভাবনা। কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না। ব্যবসায়ীদের কর্মীদের সঙ্গে ভাল ব্যবহার করতে হবে। তেল-মশলাযুক্ত খাবার এড়ান। খরচের তালিকায় দীর্ঘতর হতে পারে। তাই বুঝেশুনে খরচ করুন।
বৃশ্চিক: অলসতায় কাজে মন বসবে না। কাছের মানুষের সঙ্গে ঝগড়া না করাই ভাল। কাজ এগোবে স্বাভাবিক গতিতেই। গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত হলে লাভের মুখ দেখবেন, একই সঙ্গে নতুন বরাতও মিলবে। ঠান্ডা খাবার, পানীয় এড়ান। কথা বলার সময় শব্দের ব্যবহারে সতর্ক হোন।
ধনু: ভবিষ্যতের কথা ভেবে বিনিয়োগ করুন। অফিসে উঁচু পদে থাকলে শৃঙ্খলারক্ষার দিকে নজর দিন। আচমকা সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচুন। ব্যবসায়ীরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ নিন। গ্রহের অবস্থানে মনে ধন্দ দেখা দিতে পারে। ক্লান্ত এবং দুর্বল বোধ করবেন। পারিবারিক সমস্যা দেখা দিতে পারে।
মকর: অর্থনৈতি পরিস্থিতির উন্নতি। আটকে থাকা টাকা আজ হাতে আসতে পারে। পরিশ্রমের জন্য বসের প্রশংসা পেতে পারেন। ধনলাভে হালে পানি পাবেন ব্যবসায়ীরা। অনলাইন ব্যবসায় নিযুক্ত থাকলে পণ্যের গুণমানের দিকে নজর দিন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে হলে আরও পরিশ্রম করতে হবে। স্বাস্থ্যের খেয়াল রাখুন। হালকা, সহজপাচ্য খাবার খান। জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ দেখা দিতে পারে।
কুম্ভ: সহজেই কার্যোদ্ধারের সম্ভাবনা। ভুলের পুনরাবৃত্তি না হওয়াই ভাল। কাজের জায়গায় পড়তে হতে পারে সমালোচনার মুখে। লক্ষ্যপূরণে আরও সক্রিয় হতে হবে তরুণ-তরুণীদের। কোনও কারণে কাজের উপর প্রভাব পড়তে পারে। আঘাত পাওয়ার সম্ভাবনাও রয়েছে। মা-বাবা কিছু চাইলে অবশ্যই দিন।
মীন: বিনিয়োগের উপর জোর দিন। কেউ সাহায্য চাইলে সাধ্যমতো চেষ্টা করুন। সফ্টওয়্যার সংস্থায় চাকরি করলে, দায়িত্ব বাড়তে পারে। লোহার ব্যবসায় লাভের সম্ভাবনা। পড়াশোনার প্রতি আরও যত্নবান হতে হবে। বিদেশযাত্রার পরিকল্পনা থাকলে, তা সফল হওয়ার সম্ভাবনা। গুরুতর রোগ থাকলে, আরও সতর্ক হন। অনিয়ম করা চলবে না একেবারেই। কাছের লোকজনের কাছ থেকে সুখবর মিলবে।