কলকাতা: আজ হনুমান জয়ন্তী। এদিকে সামনেই আবার বাংলা নববর্ষ। এদিকে কিছুতেই সময় ভাল যাচ্ছে না ? অর্থ কষ্ট পাচ্ছেন ? উপার্জন ভাল হচ্ছে না ? বাস্তু (Vastu Rules) মতে এগিয়ে গেলে, এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসা সম্ভব। কিন্তু কীভাবে, চলুন তাহলে জেনে নেওয়া যাক।


আজ হনুমান জয়ন্তীর দিনে আপনার আর্থিক উন্নতি করতে ঘরে নিয়ে আসুন বাস্তুমতে কুবের যন্ত্র। এটিকে রাখুন ঘরে উত্তরপূর্ব দিকে। মনের যাবতীয় নেঘেটিভ এনার্জি বেরিয়ে যাবে। যদি প্রচুর অর্থের মালিক হতে চান, তাহলে বাড়িতে লকার রাখুন দক্ষিণ-পশ্চিম কোণে। এটি উপেক্ষা করতে অর্থের অপচয় হবে।বাড়ির উত্তরদিকে এলাকাটি পরিষ্কার রাখুন। ওয়াশিং মেশিন, মিক্সার, গ্রিন্ডার, ডাস্টবিন এই দিকে রাখবেন না।


আপনার বাড়ির প্রবেশদ্বার এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এবং দরজার লকিং সিস্টেমও এক্ষেত্রে বড় ভূমিকা রাখে। বাড়িতে আসা ব্যাক্তির নেঘেটিভ এনার্জি থেকে আপনার পরিবারের আর্থিক অবস্থা সুরক্ষিত রাখে।বাড়িতে আর্থিক ভাগ্য ঠিক করে অ্য়াকোরিয়ামও। তবে ঘরে অ্য়াকোরিয়াম রাখলে সঠিক দিকে না বসানো হলে উল্টে সমস্যা হতে পারে। তাই উত্তর পূর্ব দিকে এটিকে বসান। আপনার অর্থ ভাগ্য ঠিক করুন।


বাড়িতে দক্ষিণ পূর্ব বা উত্তর পূর্ব কোণে কখনই জলের ট্য়াঙ্ক রাখবেন না। তাহলে আর্থিক চাপের মুখোমুখি হতে পারেন। তবে সঠিক জায়গায় বসালে আপনার অর্থ ভাগ্য ভাল হবে। বাড়ির বাথরুম, রান্নাঘর বা অন্যান্য এলাকা থেকে জলের ছিদ্রগুলি ঠিক রাখা উচিত। বাড়িতে অযথা জলের লাইন খুলে রাখবেন না।না হলে আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারেন। দক্ষিণ পূর্ব কোণে আপনার রান্নাঘর থাকলে অর্থের ভারসাম্য বজায় থাকবে। রান্নাঘরে অগ্নিদেবতার মুখও একই দিকে রাখুন। যদি এই সুযোগ না থাকে, তাহলে রান্নাঘরে দক্ষিণ পূর্ব কোণে লাল আলো জ্বালিয়ে রাখুন।


আরও পড়ুন, কাল হনুমান জয়ন্তী, কারা পেতে চলেছেন ভগবানের আশীর্বাদ ?


প্রসঙ্গত, টানা কোভিড বর্ষের পর অনেকেই চাকরি হারিয়েছেন। অনেকেই ব্যাঙ্কের টাকা ভাঙাতে ভাঙাতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। কিছুতেই ভাল দিনের দেখা নেই। তবে বাস্তু মেনে চললে সবার আগে নেঘেটিভ এনার্জিগুলি বাইরে বেরিয়ে যায়। তৈরি হয় নতুন সম্ভাবনা। তবে বাস্তু মতে আপনি ঘরে এভাবে সাজালে, কিংবা নেগেটিভ জিনিস দূরে রাখলে সাফল্য আসবেই। দেরি হলেও আসবে। সুতরাং দেরি কেন, আজ থেকেই খেয়াল রাখুন, ঘরবাড়ির খুঁটিনাটি বিষয়গুলিতে।