Daily Astrology: দীর্ঘ সময় পরে ফিরছে এমন দিন, আগামীকাল এই রাশির জাতকদের জীবন বদলে যেতে পারে পুরো..
Daily Astrology Prediction: আগামীকাল কী অপেক্ষা করছে ? কারা সতর্ক হবেন ? কাদের জীবন বদলাতে চলেছে ? দেখুন একনজরে

কলকাতা: আগামীকাল কেমন কাটবে দিন ? গ্রহের ফের কাদের রয়েছে ? কাদের সাবধান থাকতে হবে ? যদি ভাল কোনও খবর থাকে আপনার জন্য তাহলে আবেগে ভাসবেন না। এবং কোনও সতর্কতা থাকলে অযথা চিন্তা করবেন না। বরং সতর্ক হওয়াই মঙ্গলজনক হবে। দেখুন শনিবারের রাশিফল।
মেষ রাশি: আগামীকাল ভাল যাবে দিন। ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সন্তানের থেকে ভাল খবর পাবেন। সোমবার পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। কথায় লাগাম রাখতে হবে। দাম্পত্য জীবন সুখের হবে। হারানো জিনিস ফিরে পেতে পারেন আগামীকাল।
বৃষ রাশি: আগামীকাল পরিশ্রমের মধ্যে কাটবে দিন। কর্মস্থলে কোনও বাধা এলে, তা এবার পার করতে পারবেন। পরিবারের পূর্ণ সমর্থন পাবেন। তবে ঝুঁকি নিয়ে কাজ করবেন না। ব্যবসা ভাল যাবে। ছেলে মেয়ের থেকে ভাল কোনও খবর পাবেন। ওরা আপনার আশাপূরণ করবে। শত্রুদের থেকে দূরে থাকুন। কারও কথায় প্রাভাবিত হবেন না।
মিথুন রাশি: আগামীকাল ভাল যাবে দিন। কর্মস্থলে উন্নতি হবে আপনার। তবে কাজের জায়গায় আপানার বিরোধীতা করতে পারে কেউ। সাবধান থাকবেন। কাজ নিয়ে প্ল্যান করবেন। জীবনসঙ্গীর কোনও কাজে আপনার খারাপ লাগতে পারে। বন্ধুদের সঙ্গে ভাল যাবে দিন।
কর্কট রাশি: আগামীকাল আর্থিক দিক থেকে ভাল যাবে দিন।ব্যবসায় মুনাফা আসতে পারে। পরিবারে সুখের খবর বয়ে আসবে। কর্মস্থলে বুঝে মিশুন। কারও নামের সঙ্গে আপনার নাম জড়িয়ে সম্পর্কের সমীকরণ তৈরি করা হতে পারে। জল গড়াতে পারে অনেকদূর। অতীতের ভূল থেকে শিক্ষা নিন।
সিংহ রাশি: আগামীকাল বুঝে খরচ করবেন। কারণ আয়ের থেকে ব্যয় বেশি হতে পারে। বাবা-মায়ের পূর্ণ আশীর্বাদ রয়েছে আপনার উপর। সব বাধা দূর হবে। নতুন কোনও কাজ শুরু করতে পারেন। যদি টাকা ধার লাগে, তাহলে তা পাবেন।
কন্যা রাশিফল: আগামীকাল খুব ভাল যাবে দিন। কারও কথা শুনেই প্রভাবিত হবেন না। কোনও আটকে থাকা চুক্তিপত্র আগামীকাল বাধা মুক্ত হবে। কথাবাত্রায় নিয়ন্ত্রণ করুন। আয়ের পরিমাণ বাড়তে পারে।
তুলা রাশি: আগামীকাল একাধিক সুখবর পেতে পারেন। ছাত্র ছাত্রীদের উচ্চশিক্ষার ইচ্ছে থাকলে তা পূরণ হবে। অপরিচিত ব্যক্তির থেকে দূরে থাকবেন। ছেলে মেয়ে কোনও কাজে ভুল করতে পারে। তার সঙ্গে খোলামেলা আলোচনা করুন। ধৈয্য দিয়ে সমস্যার সমাধান করুন।
বৃশ্চিক রাশি: আগামীকাল ভাল মন্দে মিশে যাবে দিন। স্ত্রীর পরামর্শ শুনে চললে মঙ্গল হবে। বুঝে খরচ করতে হবে। পরিবারের কারও কথায় মনখারাপ হতে পারে। তবে বুঝে কথা বলবেন। কাজে ভুলের আশঙ্কা রয়েছে।
ধনু রাশি: আগামীকাল লাভের মুখ দেখবেন। সহকর্মীদের থেকে পূর্ণ সমর্থন দেবেন। সম্পত্তি নিয়ে জটিলতা থাকলে, তা থেকে মুক্তি পাবেন। অতীতের ভুল থেকে শিক্ষা নেবেন। সাহায্য চাইলে পাবেন।
মকর রাশি: আগামীকাল মিলিয়ে মিশিয়ে যাবে। কাজে মন দিন। আয়ের পরিমাণ বাড়বে। সম্পর্ক ভাল যাবে। পারিবারিক সমস্যা বাড়ির বাইরে আসতে দেবেন না। কর্মক্ষেত্রে পুরস্কার পেতে পারেন।
কুম্ভ রাশি: সোমবার মিলিয়ে মিশিয়ে আপনার দিন যাবে। সঙ্গী বা স্ত্রীর সঙ্গে তর্কে জড়াতে পারেন। খোলামেলা আলোচনায় সমস্যা থেকে বেরিয়ে আসুন। আগামীকাল কোনও সুখবর আসতে পারে।
মীন রাশি: এই রাশির জাতকদের আগামীকাল সতর্ক থাকতে হবে। স্বাস্থ্য নিয়ে সাবধান। নতুন চাকরির খোঁজে থাকলে, সেই ইচ্ছেপূরণ হবে। মা-বাবার পুরো সমর্থন পাবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















