কলকাতা: আগামীকাল কেমন কাটবে দিন ? গ্রহের ফের কাদের রয়েছে ? কাদের সাবধান থাকতে হবে ? যদি ভাল কোনও খবর থাকে আপনার জন্য তাহলে আবেগে ভাসবেন না। এবং কোনও সতর্কতা থাকলে অযথা চিন্তা করবেন না। বরং সতর্ক হওয়াই মঙ্গলজনক হবে। দেখুন শুক্রবারের রাশিফল।
মেষ রাশি: আগামীকাল এই রাশির জাতকদের বাড়িতে কোনও অতিথি আসতে পারে। সকলের সঙ্গে বুঝে কথা বলবেন। নইলে আপনার ভাবমূর্তি খারাপ হবে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় মন দিতে হবে। সন্তানের চাকরির জন্য ছুটোছুটি করতে হবে। বলা কথায় অন্ধভাবে বিশ্বাস না করে, যাচাই করে নিন। কোনও প্ল্যানিং থাকলে, আগামীকাল তা সম্পূর্ণতা পাবে।
বৃষ রাশি: আগামীকাল তর্ক এড়িয়ে চলুন, নইলে বিপদে পড়তে পারেন এই রাশির জাতকরা। ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা থেকে বিরত থাকলে ভাল হয়। জীবনের বাধাগুলি এবার সরে যাবে। পরিবারের থেকে পুরোপুরি সমর্থন পাবেন। ছেলে-মেয়ে যদি কিছু চায়, সাধ্যের মধ্যে হলে তা দিতে পারেন।
মিথুন রাশি: আগামীকাল এই রাশির জাতকদের একটু সতর্ক থাকা উচিত। ব্যবসায় ক্ষতির মুখোমুখী হতে পারেন। আর্থিক অবস্থায় প্রভাত পড়তে পারে। এমনকি অর্থের অভাবে, কিছু কাজও বন্ধ হয়ে যেতে পারে। অতিরিক্ত চিন্তা করা থেকে বিরত থাকুন। লেনদেন সম্পর্কিত সমস্যা মিটে যাবে। বহু পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
কর্কট রাশি: আগামীকাল এই রাশির জাতকদের ভাল-মন্দে মিলিয়ে মিশিয়ে যাবে দিন। চাকরির প্রস্তাব পেতে পারেন। নতুন কোনও কাজ শুরু করতে চাইলে, পরামর্শ নিয়ে তবে এগোবেন। মায়ের দিক থেকে, আপনাকে কোনও দায়িত্ব করার নির্দেশ আসতে পারে।
সিংহ রাশি: আগামীকাল এই রাশির জাতকদের ভাল যাবে দিন। নতুন গাড়ি কিনতে চাইলে, আপনার জন্য ভাল হবে। সন্তানের পড়াশোনায় কোনও জটিলতা থাকলে কেটে যাবে। পরিবারও প্রিয়জনের থেকে পুরো সমর্থন পাবেন।
কন্যা রাশি : আগামীকাল আইনি কোনও বিষয়ে ক্ষতির সম্মুখীন হতে পারে এই রাশির জাতকদের। ব্যবসায় কোনওমতেই কোনও ঝুঁকি নেবেন না। তা বিপদ ডেকে আনতে পারে। বুঝে এগোন। অংশীদারি ব্যবসায় সতর্ক থাকুন। প্রতারণা হতে পারে আপনার সঙ্গে।
তুলা রাশি: ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। চিন্তা বাড়তে পারে। তবে নিরাশ হবেন না। খারাপ পরিস্থিতি পার করতে পারবেন আপনি নিজেই। সন্তানদের থেকে ভাল খবর পেতে পারেন। পুরনো লেনদেন মিটে যাবে। মন অস্থির থাকতে পারে।
বৃশ্চিক রাশি: আগামীকাল এই রাশির জাতকদের জন্য ভাল যাবে দিন। আলোচনায় বাধা দূর হবে। ভাল কারও সঙ্গে দেখা হতে পারে। রাজনীতিতে যুক্ত ব্যক্তিদের সভা করার সুযোগ আসতে পারে।
ধনু রাশি : নতুন বাড়ি কিংবা গাড়ি কিনতে চাইলে আগামীকাল ভাল দিন। বাবার কথা মেনে চললে ভাল যাবে দিন। আয়ের উৎস বাড়বে। সঙ্গীর সঙ্গে তর্ক জড়াবেন না।
মকর রাশি: আগামীকাল এই রাশির জাতকদের আর্থিক অবস্থা ভাল থাকবে। কর্মক্ষেত্রে ঝুঁকি নিতে যাবেন না। ছাত্রছাত্রীদের পড়াশোনায় আরও ভাল করে পড়াশোনা করতে হবে।
কুম্ভ রাশি : আগামীকাল এই রাশির জাতকদের পুরনো কাজ নষ্ট হতে পারে। কথা বুঝে বলবেন , নইলে ক্ষতির আশঙ্কা থাকবে। বাইরে বের হলে, যানবাহনে সাবধানে চড়বেন।
মীন রাশি: ব্যবসা ভাল যাবে। স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকবেন। মা-বাবার যত্ন নেবেন। ছেলে-মেয়ের জন্য ছুটোছুটি করতে হতে পারে। পারিবারিক কোনও সমস্যার মুখোমুখী হতে পারেন।
আরও পড়ুন, বাড়বে চোখের সমস্যা, সম্পর্কে ফাটলের আশঙ্কা; লক্ষ্মীবারে কার লাভ?
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।