Daily Astrology: পদোন্নতির আশা করেও পাননি ? ভেঙেছে সম্পর্ক ? আগামীকাল এই রাশির জাতকরা সব ফেরৎ পেতে পারেন !
Daily Astrology Prediction: আগামীকাল এই রাশির জাতকদের জীবন বদলাতে চলেছে পুরো, কাদের সাবধানে থাকতে হবে ? দেখুন একনজরে

কলকাতা: আগামীকাল কেমন কাটবে দিন ? গ্রহের ফের কাদের রয়েছে ? কাদের সাবধান থাকতে হবে ? যদি ভাল কোনও খবর থাকে আপনার জন্য তাহলে আবেগে ভাসবেন না। এবং কোনও সতর্কতা থাকলে অযথা চিন্তা করবেন না। বরং সতর্ক হওয়াই মঙ্গলজনক হবে। দেখুন শুক্রবারের রাশিফল।
মেষ রাশি: আগামীকাল এই রাশির জাতকদের মোটের উপর ঠিক যাবে। কোনও কাজ নিয়ে যদি এগোতে চান, পারবেন। কর্মস্থলে সিনিয়ররা আপনার দিকে সাহায্যের হাত বাড়াবে। অফিসে পরিস্থিতি অনুকূল থাকবে।
বৃষ রাশি: এই রাশির জাতকদের বুদ্ধি নিয়ে এগোতে হবে। তবেই সাফল্য মিলবে। তাই কোনওভাবেই অসাবধান হবেন না। বিলাসবহুল জিনিস কিনে ব্যয় বাড়তে পারে। কাজের সূত্রে কোথাও ঘুরে আসার সুযোগ হতে পারে।
মিথুন রাশি: আগামীকাল ভাল যাবে দিন। বন্ধুদের সঙ্গে ভাল সম্পর্ক থাকবে। পুরনো কারও সঙ্গে দেখা হতে পারে। পরিবারে সকলের সমর্থন পাবেন। বাইরেও আপনার পক্ষেই সকলে থাকবে। কর্মস্থলে শত্রুপক্ষ কোনও ক্ষতি করতে সক্ষম হবে না।
কর্কট রাশি: আগামীকাল এই রাশির জাতকদের মিলিয়ে মিশিয়ে যাবে দিন। যেকোনও কাজে আপনাকে একটু ছুটোছুটি করতে হতে পারে। আত্মীয়দের থেকে বেশি কিছু আশা রাখবেন না। সমর্থন নাও পেতে পারেন। এসময় বিনিয়োগ এড়িয়ে যাওয়াই ভাল হবে।
সিংহ রাশি: আগামীকাল মিলিয়ে মিশিয়ে যাবে দিন। প্রিয়জনের সঙ্গে কোনও ইস্যুতে মন কষাকষি হয়ে থাকলে, এবার সেটা মিটে যাবে। কর্মস্থলে যদি কোনও সমস্যা থাকে, তা থেকে এবার মুক্তি পাবেন। ব্যবসায়ীরা সাফল্যের মুখ দেখবেন এবার।
কন্যা রাশি: রাগ কমিয়ে আনুন। অন্যথা ক্ষতির আশঙ্কা। মিলিয়ে মিশিয়ে যাবে দিন। ভুল সিদ্ধান্তে অসুবিধায় পড়বেন। ভেবে চিন্তে এগোন। সহজে আয়ের আশা ছাড়ুন। পরিশ্রমে সাফল্য পাবেন।
ধনু রাশি: আগামীকাল কর্মসূত্রে আপনাকে ঘুরতে হতে পারে। কর্মক্ষেত্রে কিছু কাজ আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে। বিরোধীদের থেকে কাজে বাধা পেতে পারেন। শীর্ষকর্তাদেরকে বোঝার চেষ্টা করুন, তার আপনার থেকে ঠিক কী চাইছে, তাহলেই যেকোনও পরীক্ষা পার করতে পারবেন।
মকর রাশি: প্রেমের সম্পর্ক নিয়ে যত্নবাণ হন। বিলাসবহুল বিষয়ে আপনার খরচ বাড়তে পারে। ঋণ নেওয়ার আগে ভেবে এগোন। ধার দেওয়া থেকে বিরত থাকুন এই মুহূর্তে। চাকরি বদলের কথা ভাবলে ভুল হবে না। আবেগপ্লুত হয়ে কোনও সিদ্ধান্ত নেবেন না।
কুম্ভ রাশি: আগামীকাল এই রাশির জাতকদের মিলিয়ে মিশিয়ে যাবে দিন। কর্মসূত্রে ভ্রমণের সুযোগ আসতে পারে। কাজে বাধা আসতে পারে। কেউ আপনাকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করতে পারে। তাই সতর্ক থাকবেন।
মীন রাশি: এই রাশির জাতকদের অপেক্ষাকৃত ভাল যাবে দিন। কর্মস্থলে সিনিয়রদের থেকে সম্মান পাবেন। পদোন্নতির আশা করে এতদিন পাননি ? যোগ্য হলে তা এবার মিলবে। ব্যবসার বহর এবার বাড়াতে সক্ষম হবেন। বন্ধু ও পরিবারের থেকে পুরো সমর্থন পাবেন।
আরও পড়ুন, ফেব্রুয়ারিই 'গোল্ডেন মানথ', ৪ গ্রহের বড় পরিবর্তন, রকেটগতিতে আকাশ ছোঁবে ৩ রাশির ভাগ্য
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















