কলকাতা: রাশিফল ​​অনুসারে, আগামীকাল অর্থাৎ ১ মার্চ ২০২৪, শনিবার, রাশিফলের দিক থেকে আগামীকাল মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন রাশির জাতক জাতিকারা হতে পারে। এই দিনে গ্রহের গতিবিধি কিছু রাশির আর্থিক অবস্থার উন্নতি করবে। জেনে নিন আপনার আগামীকালের রাশিফল


মেষ রাশি (Aries)- চাকরিজীবীদের জন্য উত্তেজক দিন হবে এটি। কর্মক্ষেত্রে সব বাধা কাটিয়ে উঠতে সমর্থ হবেন। কাজের জায়গায় আপনার উদ্যম দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুশি হবেন। ব্যবসায় আর্থিক বিষয় নিয়ে সতর্ক থাকতে হবে আপনাকে নয়তো অপ্রয়োজনীয় খরচের কারণে আর্থিক সঙ্কটের মুখে পড়তে হতে পারে। যাঁরা সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত, তাঁরা শাস্ত্রীয় সঙ্গীতের দিকে বেশি মনোযোগ দিতে পারেন।     


বৃষ রাশি (Taurus)- ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য খুব ভাল দিন। বড় কোনও হোটেল বা রেস্তরাঁয় বা কোনও সংস্থায় চাকরির জন্য আবেদন করতে পারেন। যাঁরা মুদির ব্যবসা করেন তাঁদের গ্রাহকের সংখ্যা বাড়তে পারে। পণ্যের বিক্রি বেশি হবে আর্থিক উন্নতিও হতে পারে। তরুণরা তাঁদের কেরিয়ারের জন্য নতুন পথ খুঁজে বের করতে পারেন। মাথাব্য়থার সমস্যায় ভুগতে পারেন। 


মিথুন রাশি (Gemini) - এদিন কোনও ঝামেলার মুখোমুখি হতে পারেন। অফিসে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। তবে সব সমস্যার মোকাবিলা করে আপনার কাজ শেষ করতে পারবেন। পারিবারিক কলহের কারণে আগামীকাল কোনও সিদ্ধান্ত না নিলেই ভাল হবে। বাইরের খাবার এড়িয়ে চলুন।


কর্কট রাশি (Cancer)-  অফিসে এদিন কাজের ক্ষেত্রে ঘাটতি হতে পারে। কঠোর পরিশ্রমের পরেও কাঙ্খিত ফল নাও পেতে পারেন। যাঁরা পরিবহন সংক্রান্ত ব্যবসা করেন, তাঁরা একসঙ্গে অনেক অর্ডার পেতে পারেন। যার জন্য সমস্যা হলেও হতে পারে। যদিও ব্যবসার ঊর্ধ্বগতি আপনাকে সুবিধা দেবেন। বন্ধু বা প্রেমের সম্পর্কে কোনও অবিশ্বাসের জায়গা দেবেন না। জীবনসঙ্গীর সঙ্গে সমস্যা থাকলে বসে কথা বলে মেটান।


সিংহ রাশি  (Leo)- অন্য়ের সমর্থন পাবেন, তার জেরে এবং কঠোর পরিশ্রমে আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা সম্প্রসারণের জন্য আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। যোগাযোগের ব্যবধানের কারণে কারও সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেলে দূরত্ব কমানোর চেষ্টা করুন। এদিন জন্মদিন থাকলে দাতব্য কাজে সময় দিতে পারেন।


কন্যা রাশি (Virgo)- কর্মক্ষেত্রে আপনার কাজের দক্ষতা বাড়াতে পারেন। একটি কাজ শেষ হতে না হতেই আপনি অন্য কাজের দায়িত্ব পেতেন পারেন। যা শেষ করতে আপনার অনেকটা সময়  লাগতে পারে। ব্য়বসায় অংশীদারের মধ্যে তিক্ততা আসতে পারে, আগে সতর্ক হোন। তরুণরা ধৈর্য ধরুন এবং যে কোনও ভুল কাজ থেকে বিরত থাকুন। নয়তো কোনও সমস্যায় জড়িয়ে যাবেন।


তুলা রাশি (Libra) - অফিসে যাতে আপনার কাজে কোনও ভুল না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। সময়ের মধ্যে কাজ শেষ করার চেষ্টা করুন। ব্য়বসায়ী শ্রেণি স্বচ্ছন্দে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন। পরিবারের সঙ্গে ধর্মীয় কোনও কাজে যোগ দিতে পারেন। অভিভাবকরা সন্তানের বিষয়ে সতর্ক হোন, প্রয়োজন হলে সন্তানের সঙ্গে খোলাখুলি আলোচনা করুন। চর্মরোগে ভুগতে পারেন। 


বৃশ্চিক রাশি (Scorpio)- কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব ঠিকমতো সম্পন্ন করতে পারবেন। পরিবারের জন্য কোনও প্রোগ্রাম করে থাকলে সেটা বাতিল করতে হবে। ব্যবসা এদিন স্বাভাবিক যাবে। চিন্তার প্রয়োজন নেই, ব্যবসা এগিয়ে যাবে। কারও মিষ্টি কথায় বিভ্রান্ত হয়ে কোনও পদক্ষেপ নিয়ে ফেলবেন না। তাহলে ফাঁদে পড়তে পারেন। প্রয়োজন হলে পরিবারের সঙ্গে মিলে সংকট সমাধানের চেষ্টা করবেন।


ধনু রাশি (Sagittarius) - দিনটি ভাল যাবে। যাঁরা তথ্য সংক্রান্ত কাজ করে থাকেন তাঁরা সতর্ক থাকুন। তথ্যের সুরক্ষা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করুন। ব্যবসায়ীরা অর্থ উপার্জনের জন্য কোনওরকম অন্যায় করবেন না। অনেক কথা শুনে বিভ্রান্ত হয়ে কোনওরকম পদক্ষেপ নেবেন না এদিন। পেট নিয়ে ভুগতে হতে পারে এদিন। 


মকর রাশি (Capricorn) - ব্যাঙ্কের সঙ্গে ব্যক্তিদের তাঁদের লক্ষ্য়পূরণের জন্য কঠোর লড়াই করতে হতে পারে। কঠোর পরিশ্রম করে লক্ষ্যপূরণে সফল হবেন আপনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার উপর খুশি হবে। ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কঠোর পরিশ্রম করুন। এখন আরাম করার সময় নয়। গ্রহের অবস্থানের কারণে বাড়ির পরিবেশ ভাল থাকবে।   


কুম্ভ রাশি (Aquarius) - বিদেশি সংস্থায় কাজ করছেন এমন জাতকরা চাকরি ছাড়তে পারেন। তার বদলে আপনি দেশের সংস্থাতেই ভাল কোনও চাকরি পেতে পারেন, যেখানে বেতন ও পদ দুটোই বেশি পেতে পারেন। ব্যবসায়ীরা সতর্ক থাকুন, কর্মচারীদের সঙ্গে দ্বন্দ্বের ঝুঁকি রয়েছে। এদিন কোনওরকমের তর্ক এড়িয়ে চলুন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। এদিন অবাঞ্ছিত কিছু নিয়ে রাজি হবেন না। 


মীন রাশি (Pisces) -এদিন অফিসে কাজ করার সময় ভাল করে চেক করে নিন, গ্রহের নেতিবাচক প্রভাবে ভুল হলেও হতে পারে। এদিন ব্য়বসায়ীরা কোনওরকম ঝুঁকি নেবেন না। নয়তো ব্যবসায় ক্ষতি হতে পারে। বিনিয়োগ করলে সবদিক ভেবে ভাল করে কাজ করুন। পুরনো শিক্ষকের সঙ্গে দেখা করতে পারেন। স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।


তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আরও পড়ুন: 'দলের নেতা বিজেপির লোক', দলীয় পদ ছেড়ে 'বিস্ফোরক' কুণাল