Daily Astrology : কঠিন সময় কাটবে কার? কোন ব্যবসায়ীরা সতর্ক হবেন বিনিয়োগে? কী আছে শুক্রবারের রাশিফলে
Horoscope Tomorrow : শুক্রবার কাল। বড়দের সমঝে চলুন কর্কট রাশির জাতক-জাতিকারা। বেশ কয়েকটি রাশির ব্যবসায়ীদের ভেবে পদক্ষেপ করতে হবে। বাকি রাশিদের কেমন কাটবে দিন ? রাশিফলে দেখে নিন।
মেষ থেকে মীন, কেমন কাটবে কালকের দিন ? রাশিফলে দেখে নিন
মেষ রাশি: পড়ুয়াদের জন্য এই দিনটি ভাল। যাঁরা অফিসে কর্মরত তাঁরা কাজের উৎসাহে ঘাটতি হতে পারে। তাই চেষ্টা করুন মনোনিবেশ করার। ব্যবসায়ীরা আজ মানবিক হন। এতে আপনারা আর্থিকভাবে লাভবান হবেন। পারিবারিক কোনও সুখবর আসার সম্ভাবনা রয়েছে। অ্যালার্জিজনিত কোনও সমস্যা হতে পারে। যাঁদের সিওপিডি-র সমস্যা রয়েছে তাঁরা সাবধান থাকুন।
বৃষ রাশি: যাঁরা কর্মক্ষেত্রে নিয়ে সমস্যায় রয়েছে। এদিন সমাধান পেতে পারেন। ব্যবসায় পরিবর্তনের কথা যাঁরা ভাবছেন দিনটা তাঁদের জন্য ভাল। তবে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। যুবক-যুবতীরা কাছের মানুষের থেকে আঘাত পেতে পারেন। কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। ভেবেচিন্তে পদক্ষেপ করুন। গুরুজনদের সম্মান দিন।
মিথুন রাশি: আপনার জন্য শুক্রবার দিনটা ভাল। সহকর্মীদের সঙ্গে সহযোগিতায় ভাল ফল মিলবে। ট্রেডিং-এর সঙ্গে যুক্ত যাঁরা আজ তাঁরা একটু সমস্যায় পড়তে পারেন। ক্ষতির আশঙ্কা রয়েছে। এদিন থেকেই আপনার পরিবারের মহিলা সদস্যদের যত্ন নিন। এতে আপনার ভবিষ্যত সুন্দর হবে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। কোনও অপারেশনের কথা থাকলে চিকিৎসকরে পরামর্শ মত তৈরি হন। পরিবারের সদস্য কম থাকার কারণে আপনাকে আজ কোনও বড় দায়িত্ব নিতে হতে পারে।
কর্কট রাশি: সামরিক বাহিনীতে রয়েছে এমন জাতকদের জন্য আজকের দিনটি ভাল। পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রেডিং-এর সঙ্গে যুক্ত জাতকরা লাভবান হবেন। বড়দের সঙ্গে কথা বলার সময় সতর্ক হন। মন দিয়ে তাঁদের কথা শুনে তবেই উত্তর দিন। নাহলে সমস্যা হতে পারে। জাতক-জাতিকারা আজ সঙ্গীর সঙ্গে বসে আলোচনা করুন। অনেক সমস্যার সমাধান এখান থেকেই পেতে পারেন। পেটের খেয়াল রাখতে হবে আজ। সামাজিক কাজকর্ম বাড়তে পারে আজ।
সিংহ রাশি: অফিসে আজ সতর্ক থাকুন। নিয়ম মেনে চলুন। কোনও ভুল আজ না করাই ভাল। আজ অন্যদের ঝামেলা এড়িয়ে চলুন। অন্যথায় তর্কাতর্কিতে ফেঁসে যেতে পারেন। ব্যবসায়ীরা ধৈর্য্য রাখুন। আজকে আপনি ভাল এবং খারাপ দুইয়েরই সাক্ষী থাকতে পারেন। কথা বলায় সতর্ক হন। নাহলে ক্ষতি হতে পারে। যদিও আপনার নরম স্বভাবের জন্য খারাপ সময় স্থায়ী হবে না। যুবক যুবতীরা নমনীয় হন। পরিবারে ছোটখাট ঝামেলার মুখোমুখি হতে পারেন আজ। আপনার দোষেই পুরনো কোনও রোগ ফের ফিরে আসতে পারে। পড়ুয়াদের জন্য দিনটি ভাল। উন্নতির যোগ রয়েছে।
কন্যা রাশি : যাঁরা অফিসে কাজ করেন, আজ কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভাল। নতুন কোনও বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন। পরবর্তীতে এটি ভাল ফল দেবে। যুবক যুবতীদের কাজ শেষ করতে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। আজ দাম্পত্য জীবন নিয়ে মানসিক অশান্তিতে ভুগতে পারেন এই রাশির জাতক জাতিকারা। শান্ত থাকুন। আজ মন্দিরে যেতে পারেন। শান্তি মিলবে। ডায়েটে নজর দিন। অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলুন। বিবাহিত জীবনে কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন।
তুলা রাশি : দিনটি ভালই কাটবে। যাঁরা অফিসে কর্মরত তাঁরা সহকর্মীদের সঙ্গে মিলেমিশে কাজ করুন। ট্রেডিং-এর সঙ্গে যুক্তরা আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারেন। ব্যবসায় সাময়িক ক্ষতি হলেও তা কাটিয়ে উঠতে পারবেন। শাশুড়ি ও বৌ-এর মধ্যে মনোমালিন্য হতে পারে। কাল প্রচুর কাজে ব্যস্ত থাকলেও পরিবারের জন্য সময় বের করার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি : সহকর্মীদের সঙ্গে কোনও বিষয়ে বিবাদে জড়াবেন না। সমস্যা জটিল হয়ে যেতে পারে। ব্যবসায়ীদের পরিচয় বৃদ্ধি পেতে পারে। এই রাশির জাতক-জাতিকারা আজ কাজের পরিকল্পনা করতে করতে রেগে যেতে পারেন। যুবক-যুবতীরা অযথা টাকা অপচয় করবেন না। এখনই এই বিষয়টি নিয়ে সতর্ক না হলে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। শরীর নিয়ে আজ এই রাশির জাতক-জাতিকাদের গুরুতর কোনও সমস্যা হবে না।
ধনু রাশি : কাজ নিয়ে ঘেঁটে থাকতে পারেন অনেকে। জরুরি কাজগুলোয় বেশি করে মন দিন। ব্যবসা সংক্রান্ত লেনদেন নিয়ে আজ সতর্ক থাকুন। অন্যথায় সমস্যায় পড়তে পারেন। সেনাবাহিনীতে যোগ দিতে চাইছেন যাঁরা তাঁদের জন্য দিনটি তুলনামূলক কঠিন হতে পারে। যুবক যুবতীরা দিনটা উৎসাহের সঙ্গে শুরু করুন। নেতিবাচক চিন্তাধারা থেকে দূরে থাকুন আজ। পশুর সংস্পর্শে এসে অ্যালার্জির সমস্যা হতে পারে আজ। চিকিৎসকরে পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাবেন না। আজ যেকোও কাজে পরিবারের সহযোগিতা পাবেন।
মকর রাশি : কর্মসূত্রে আজ বিদেশ ভ্রমণের কথাবার্তা হতে পারে অফিসে। কম কর্মী থাকার কারণে এই দিন অফিসে আপনাকে অতিরিক্ত চাপ নিতে হতে পারে। রেস্তরাঁর ব্যবসা থাকলে সেটার পরিষ্কারে বিশেষ যত্ন নিন। নচেৎ কাস্টমার অখুশি হতে পারেন। যুবক-যুবতীরা আজ নিজেদের সমস্যা সামলে উঠতে পারবেন।
কুম্ভ রাশি: এই দিন মোটামুটি ভালই কাটবে। যাঁরা অফিসে কর্মরত তাঁরা কাজের জন্য ভাল একটা পরিবেশ পাবেন। ফেলে রাখা কাজ এবার শেষ করে ফেলুন। নিশ্চিন্ত হবেন। ব্যবসায়ীরা ব্যবসা বাড়ানোয় মন দিন। ক্রেতাদের চাহিদা বুঝে জিনিস জোগান দেওয়ার চেষ্টা করুন। আজ বাচ্চার ছোট কোনও বায়নাকে প্রশ্রয় দিতে পারেন। পরিবারে কারও অসুস্থতার খবর পেতে পারেন। দীর্ঘদিন ধরে ভুগতে থাকা কোনও পেটের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
মীন রাশি: দিনটা খুব একটা খারাপ যাবে না। তবে কাজের চাপের জন্য ক্লান্তি অনুভব করতে পারেন। যাঁরা ব্যবসা করছেন তাঁরা লাভের দিকে মন দিন। কাজ শেষ করুন। হার্ডওয়্যারের ব্যবসা থাকলে লাভ পাবেন এদিন। নতুন কিছু শুরু করার পরিকল্পনা থাকলে একটু সতর্ক হন। এদিন ভাল ভাল মিষ্টি খাওয়ার সুযোগ মিলবে। এদিন শরীরে ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।