কলকাতা: শনিবার কেমন যাবে? কোন রাশির জাতকের জন্য কী বলছে ভাগ্য়?


মেষ রাশি(aries):  কাজের সূত্রে কোথাও যেতে হতে পারে। শিক্ষার্থীরা নিজের মনোবল নামতে দেবেন না। পরিবারের কারও সঙ্গে এমন কিছু করবেন না যাতে সম্পর্ক খারাপ হতে পারে বা আপনাকে অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে পারে। ফুসফুস সংক্রান্ত সমস্যা নিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। ব্যবসায়ীরা নিজেদের কাজের পরিধি বৃদ্ধি করলে সাফল্য মিলতে পারে। ব্যবসার স্বার্থে সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারেন।    


বৃষ রাশি(taurus): যাঁদের চাকরি সংক্রান্ত কোনও সমস্যা রয়েছে তাঁরা সেগুলি সমাধান করতে পারবেন। শিক্ষার্থীরা তাদের কোনও সমস্যার জন্য় শিক্ষক বা ভাই-বোনের সমর্থন পাবেন। বাবা কোনও বিষয়ে আপনার উপর রাগ করলে তাঁকে বোঝানোর চেষ্টা করুন। আলস্য দূর করলেই কাঙ্খিত ফল পাবেন। ব্যবসায়ী দ্রুত তাঁদের ঋণ মিটিয়ে ফেলার চেষ্টা করুন। আর্থিক সাহায্যের প্রয়োজন হলে পরিবারের কারও কাছ থেকে টাকা ধার করবেন না। 


মিথুন রাশি(gemini): আজ অফিসে কোনও কাজ করতে গেলে আপনাকে তার নেতৃত্ব দিতে হবে। প্রয়োজনে সহকর্মীদের কাউকে কাউকে ট্রেনিং দিয়ে নিতে হবে। জীবনসঙ্গীর আপনাকে প্রয়োজন হতে পারে, তেমন হলে এগিয়ে আসতে হবে আপনাকে। স্বাস্থ্য ভাল রাখতে গেলে আপনাকে দৈনন্দিন রুটিন ঠিক রাখতে হবে। কাজের মাঝে বিশ্রামও নিতে হবে।     


কর্কট রাশি(cancer): এদিন কঠিন পরিস্থিতি হলেও অফিসে মন শান্ত রাখুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কোনও কারণে অসন্তুষ্ট হলেও তাঁর সঙ্গে বিতর্কে জড়াবেন না। বরং আপনার কাজের দক্ষতা দেখিয়ে তাঁদের মন জিতুন। হাঁপানির সমস্যা থাকলে এদিন সাবধানে থাকুন। ব্যবসায়ীদের দিনটি লাভ-ক্ষতির মধ্যে দিয়েই যাবে। খরচ নিয়ন্ত্রণ করে সঞ্চয়ে মন দেওয়া উচিত। 


সিংহ রাশি(leo): এদিন কর্মক্ষেত্রে ঝামেলা হতে পারে। সমন্বয় বজায় রেখে কাজ করা কঠিন হতে পারে। সতর্ক থাকুন, কেউ আপনার ক্ষতি করার চেষ্টাও করতে পারে। তরুণরা এদিন জীবনের কোনও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চটজলদি সিদ্ধান্ত নেবেন না। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। সময়মতো ওষুধ খেয়ে নেবেন। ব্য়বসায়ীদের এদিন বড় আর্থিক লেনদেন হতে পারে। অনলাইন মাধ্যমে কাজের নতুন আযের উৎসের খোঁজ পেতে পারেন।


কন্যা রাশি(virgo): এদিন কর্মক্ষেত্রে সম্মানিত বেন আপনি। সময়মতো কাজ শেষ করলে আনরা কাজে অগ্রগতি হবে। ঊর্ধ্বতনরাও আপনার কাজে খুশি হবেন। কোনও কাজ শেষ না হলেও উদ্বিগ্ন হবেন না। কোনওরকম মানসিক চাপ নেবেন না, নয়তো আপনার স্বাস্থ্যে প্রভাব পড়বে। গ্রাহকের চাহিদা অনুযায়ী কাজ করলেই ব্য়বসায় উন্নতি হবে।


তুলা রাশি(libra): এদিন আপনার কঠোর পরিশ্রম, নিষ্ঠা প্রশংসিত হবে। সেই কারণে কর্মক্ষেত্রের সঙ্গে নিজেকে বেশি একাত্ম বোধ করবেন এদিন। আনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে খুশি হবেন। তরুণেরা কোনও বড় কাজের জন্য নিজের মনে উদ্যম ও শক্তি বজায় রাখবেন। বাড়ি থেকে দুরে যাঁরা রয়েছেন, তাঁরা পরিবারের সঙ্গে ফোনালাপের মাধ্যমে সময় কাটাতে পারেন এদিন। স্বাস্থ্য ভাল থাকবে আপনার। কাজের পদ্ধতিতে কিছু পরিবর্তন আনলে ব্যবসায় ক্ষতি এড়াতে পারবেন। পারিবারিক ব্যবসা ভাল চলার জন্য় পরিবারের মধ্যে বন্ধন দৃঢ় হওয়া প্রয়োজন। 


বৃশ্চিক রাশি(scorpio): এদিন আপনার ভাল যাবে। অফিসে বড় কোনও সমস্যা থেকে মুক্তি পাবেন। ঊর্ধ্বতন ও আপনার সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভাল হবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান এদিন। বেশি তেল ও মশলাদার খাবার খাওয়ার থেকে বিরত থাকুন, নয়তো সমস্যায় পড়বেন। ব্য়বসায় অর্থ বিনিয়োগ করার জন্য সময়টা অনুকূল। তবে আপনাকের পণ্য় ও বাজার সম্পর্কে ভালভাবে গবেষণা করতে হবে। 


ধনু রাশি(sagittarius): কাজের ঝামেলা হলেও চিন্তা করবেন না। কেরিয়ার নিয়ে চিন্তা করবেন না। সাফল্য়ে কিছু বিলম্ব হলেও আপনি সফল হবেনই। গুরুস্থানীয় কারও নির্দেশে জীবনে সাফল্য অর্জন করতে পারেন। পরিবারের সঙ্গে এদিন ভাল সময় কাটাবেন। ব্যবসায়ীরা নতুন কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বাজার ভালভাবে দেখে নেবেন। স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। 


মকর রাশি(capricorn):সাবধানতার সঙ্গে চলাচল করুন এদিন। যত্ন নিয়ে অফিসের কাজ করুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত নিয়ে কাজ এগোন। বাবা-মায়ের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। তাঁদের সেবা করার জন্য় প্রস্তুত থাকুন। ব্য়ায়াম শুরু করা আপনার স্বাস্থ্যের জন্য ভাল হতে পারে। বাড়ির কাজকেও প্রাধান্য দিন। তাহলে সময়ে সব কাজ শেষ হবে। নতুন প্রযুক্তি ব্য়বহার করলে আপনার ব্য়বসায় গতি আসতে পারে।


কুম্ভ রাশি(aquarius): মন শান্ত রাখুন। অফিসে পুরনো ফাইল এবং কম্পিউটারের তথ্য সুরক্ষিত রাখুন। প্রয়োজনে সেগুলি কপি করে অন্যত্র সরিয়ে রাখতে পারেন। ভবিষ্যতে প্রয়োজন হতে পারে। পরিবারের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হতে পারে, আপনার মেজাজ ঠান্ডা রাখুন, কথাবার্তা নিয়ন্ত্রণ করতে হবে। আলোচনার মাধ্যমে মতবিরোধ এড়িয়ে চলতে পারেন। অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলাই ভাল।


মীন রাশি(pisces): দিনটি ভাল যাবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে সমর্থন মিলতে পারে। কাজের মান বাড়ানোর দিকেও মনোযোগ দিন। উন্নতি চাইলে আলস্য কাটাতে হবে। বাড়ির পরিবেশের দিকে মনোযোগ দিতে হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা হতে পারে। ব্যবসায়ীরা অংশীদারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। অধস্তন কর্মচারীদের সঙ্গেও ভাল ব্যবহার করুন এদিন। 


তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আরও পড়ুন: এই বছর ৩ বার গতি বদলাবেন শনি, ৩ রাশির মিলবে সাড়ে সাতি থেকে মুক্তি