কলকাতা: রাশিফল ​​অনুসারে, আগামীকাল অর্থাৎ ৩ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার (Saturday Astrology) একটি গুরুত্বপূর্ণ দিন। গ্রহের গতিবিধি অনুসারে, মিথুন রাশির জাতক জাতিকারা গতকাল তাদের অফিসে কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন, আগামীকাল তারা তার ফল পেতে পারেন। যদি কন্যা রাশির জাতক জাতিকারা আগামীকাল ভ্রমণে যাওয়ার সুযোগ পান, তাহলে পিছিয়ে থাকবেন না। সব রাশির জাতকদের জন্য শনিবার কেমন যাবে? আসুন জেনে নিই আগামীকালের ১২টি রাশির রাশিফল ​​


মেষ রাশি - দিনটি ভাল যাবে। কর্মক্ষেত্রে ঘনিষ্ঠ কেউ আপনার সঙ্গে তাঁর ব্যক্তিগত সমস্যার কথা ভাগ করে নিতে পারেন। প্রয়োজনে ভেবেচিন্তে তাঁকে পরামর্শ দিতে পারেন। আপনাকে বিশ্বাস করবে অনেকে। ব্যবসায়ীরা পরিশ্রম করলে আয় বৃদ্ধির ভাল সুযোগ পেতে পারেন। প্রেমের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ানোর কথা হতে পারে এদিন। স্বাস্থ্যের দিকে নজর দেবেন।


বৃষ রাশি - কর্মক্ষেত্রে চাপ থাকতে পারে। নতুন সহকর্মীকে প্রশিক্ষণ দিতে হতে পারে আপনাকে। ব্যবসা ভাল চললেও ভবিষ্যতের কথা ভেবে কোনও সিদ্ধান্ত নিতে পারেন আজ। আপনার চরিত্র কারও কারও উপর প্রভাব বিস্তার করতে পারে। রাতের খাবার যতটা হালকা খাওয়া যায় ততটাই ভাল।  


মিথুন রাশি - যদি গতকাল অফিসে কোনও গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন তাহলে আগামীকাল তার ফল পেতে পারেন আপনি। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা আপনি অনেক বেশি প্রশংসিত হবেন।  ব্যবসা সম্প্রসারণের কথা ভাবতে পারেন তবে কাউকে ক্ষতি করে নয়। তেমন করলে ভবিষ্যতে আর্থিক সংকটে পড়তে হতেও পারে, ব্যবসা টালমাটাল হতে পারে। তরুণেরা পরিশ্রম করে যান, সাফল্যের দেখা মিলবেই। খালি পেটে থাকবে না, তা নাহলে অম্লজনিত সমস্যায় ভুগতে হতে পারে।


কর্কট রাশি - মহিলা সহকর্মীদের অসম্মান করবেন না। নয়তো আপনি নিজেই সমস্যায় পড়বেন। যা আপনার চাকরিকেও প্রভাবিত করতে পারে। ব্য়বসায়ীরা দীর্ঘ সময়ের জন্য ব্যবসায় যদি অর্থ বিনিয়োগ করতে চান তাহলে লাভ পেতে পারেন। শেয়ার বাজারে বিনিয়োগ করলেও দীর্ঘমেয়াদের কথা ভেবেই বিনিয়োগ করুন। আলস্য ত্যাগ করতে হবে। দানধ্যান করতে পারেন এদিন। 


সিংহ রাশি  -  সতর্কতার সঙ্গে দিনটি কাটালে ভাল হয়। কর্মক্ষেত্রে অভূতপূর্ব পরিস্থিতি হতে পারে। যাঁরা আপনার বিরোধিতা করে তাঁরাই আপনাকে সমর্থন করতে পারে কোনও বিষয়ে। বিদেশি কোনও সংস্থার তরফে কাজের সুযোগ পেলে আগে ভাল করে যাচাই করে তবেই যোগ দেবেন। অন্যদিকে ব্যবসায়ীরা যদি বিদেশি কোনও সংস্থার সঙ্গে ব্যবসার সুযোগ পান, তাহলে তা দ্রুত গ্রহণ করতে পারেন। 


কন্যা রাশি- শ্রমজীবীরা তাঁদের কাঙ্খিত অগ্রগতি পেতে পারেন এদিন। বিজ্ঞান ক্ষেত্রে কাজ করে থাকলে এদিন আপনি কোনও বিষয়ে সাফল্য পেতে পারেন। ব্যবসা সম্প্রসারণের জন্য সতর্ক হয়ে কাজ করবেন তাহলেই ব্যবসায় লাভের মুখ দেখবেন। এদিন ভ্রমণের সুযোগ পেলে তা গ্রহণ করুন। বাড়িতে কোনও বিবাদ হলে পারস্পরিক বোঝাপড়ার মাধ্য়মে বিবাদ মেটানোর চেষ্টা করুন। তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে এবং তাড়াতাড়ি ঘুমোতে গেলে শরীর ভাল থাকবে। 


তুলা রাশি - কম্পিউটার বা সফটঅয়্যার সংক্রান্ত কোনও কাজ করলে উন্নতির সুযোগ মিলতে পারে। কারও কারও বেতন বৃদ্ধির সুযোগও রয়েছে। নিষ্ঠার সঙ্গে কাজ করুন। অর্থ ও ফ্যাশন ব্যবসার সঙ্গে যাঁরা জড়িত তাঁদের কঠোর পরিশ্রম আগামীকাল ফল দেবে। আর্থিক সুবিধা পেতে পারেন। ভুল মানুষের থেকে দূরে থাকুন। জীবনসঙ্গীর কাজে সাহায্য করুন। পেট ব্যথার সমস্যায় ভুগলে খাবারের দিকে ধ্যান দিন।


বৃশ্চিক রাশি- দিনটি ভাল যাবে। সময়ের মধ্যে অফিসের কাজ শেষ করে ফেলুন। দিনের শুরু থেকেই ঘড়ি ধরে কাজ করলে সন্ধের মধ্যেই শেষ করতে পারবেন। এদিনটি ব্যবসায়ীদের জন্য় শুভ হবে। নতুন বিনিয়োগ করার কথা ভাবলে তা করতে পারেন, তবে তার আগে বাজার ভাল করে বুঝে নেবেন। যে কোনও কাজ করার আগে ভাল করে ভাবনাচিন্তা করে গুছিয়ে কাজ করতে হবে। 


ধনু রাশি - একাধিক মিটিংয়ে অংশ নিতে হতে পারে আজ। তার জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। ব্য়বসায়ীরা লাভের মুখ দেখতে পারেন। নতুন চাকরির সন্ধান মিলতে পারে আপনার, তার জন্য় আয়ের সুযোগও বাড়তে পারে। খাবার ও পানীয়তে চিনির পরিমাণ কমিয়ে আনুন। নয়তো স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। 


মকর রাশি - মনোযোগ দিয়ে অফিসের কাজ করতে হবে। নয়তো ভুল হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিরস্কার মিলতে পারে। ব্যবসা সংক্রান্ত যে কোনও পদক্ষেপ অত্যন্ত হিসেব করে তবেই নেবেন। নয়তো আইনি সমস্যায় পড়তে হতে পারে। ব্যবসা নিয়ে বাইরের কারও পরামর্শ না শোনাই ভাল। পরিবারের মধ্যে কোনও বিবাদ চললে আলোচনা মাধ্য়মে তা মিটিয়ে ফেলুন।  


কুম্ভ রাশি - সোশ্য়াল মিডিয়ায় নেটওয়ার্ক বৃদ্ধি করলে আপনার কাজে লাগবে। ইতিবাচক বিষয়ে গুরুত্ব দিন। সোশ্যাল মিডিয়ার মাধ্য়মে ব্যবসা সম্প্রসারণের চেষ্টা করলে তা কাজে লাগতে পারে। গ্রাহকদের সঙ্গে নতুন সম্পর্কও তৈরি হবে। কোনও জ্ঞানী ব্যক্তির সংস্পর্শে আসতে পারেন। বাড়ির বাচ্চারা ছোট হলে তাদের খেলাধুলোর সময় সতর্ক নজর রাখুন। 


মীন রাশি - সাবধানে দিনটি কাটাবেন। অফিসে কারও কথায় খুব বেশি বিশ্বাস করবেন না। কারও কথায় প্রভাবিত হবেন না। নয়তো সেই ব্যক্তি আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। ব্যবসার বৃদ্ধি করতে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। মেধাকে কাজে লাগালে কেরিয়ারে উন্নতির সুযোগ মিলবে। পরিবারের সুখের পরিবেশ থাকবে। উদ্বেগ ও চিন্তা এড়িয়ে চললে স্বাস্থ্য ভাল থাকবে।  


তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আরও পড়ুন : আর্থিক ক্ষতি, কাজে বাধা শনির ; চলতি মাসে খারাপ সময় এদের