কলকাতা: রাশিফল ​​অনুসারে, আগামীকাল অর্থাৎ ৬ ফেব্রুয়ারি ২০২৪, মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ দিন। গ্রহের গতিবিধি অনুসারে, বৃষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য আগামীকাল কিছুটা খারাপ হতে পারে।সিংহ রাশির জাতক জাতিকাদের আগামীকাল তাদের কথাবার্তা নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় কারো সাথে ঝগড়া হতে পারে। সব রাশির মানুষের জন্য মঙ্গলবার কেমন যাবে? আসুন জেনে নিই আগামীকালের ১২টি রাশির রাশিফল ​​(আগামীকাল রাশিফল)-


মেষ রাশি - কর্মক্ষেত্রে সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে হবে। নতুন চিন্তাভাবনা করতে পারেন। সেই মতো কাজও করতে পারেন। গাড়ির ব্যবসা যাঁরা করেন তাঁদের জন্য ভাল দিন হতে পারে। অভিজ্ঞ কারও পরামর্শ নিয়ে কাজ করুন। সন্তানের বিয়ের যোগ আসতে পারে। স্বাস্থ্য নিয়ে ছোটখাট সমস্যা হলেও আতঙ্কিত হবেন না।


বৃষ রাশি - অফিসে উচ্চপদে থাকলে অধস্তন কর্মচারীদের প্রতি রাগ দেখাবেন না। তাঁদের সঙ্গে সম্মানের সঙ্গে আচরণ করুন। সব কাজ ঠিকমতো হবে। যাঁরা ব্যবসায়ী তাঁরা সরকারি নিয়ম লঙ্ঘন করে কাজ করবেন না। নয়তো আইনের ফাঁদে পড়ে আপনার ব্য়বসায় প্রচুর ক্ষতিও হতে পারে। বড় ভাইয়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। 


মিথুন রাশি - অফিসে শুভাকাঙ্খীদের কাছ থেকে এমন তথ্য পেতে পারেন, যা আপনার কাজে লাগবে। সেই তথ্যের মাধ্যমে আপনার কাজ হাসিল হতে পারে। ব্যবসায়ীরা যা যা ঋণ নিয়েছেন তা ফেরত দেওয়া শুরু করতে পারেন। 


কর্কট রাশি - পূর্ণ শক্তির সঙ্গে কাজ করুন। সময় বাঁচানোর জন্য কাজ করতে পারেন। আপনার কাজে কর্মকর্তারা খুশি হবেন। গ্রাহকের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখুন তাতে আপনার ব্য়বসায় লাভ হবেই। গ্রাহকদের সঙ্গে ভাল আচরণ বজায় রাখুন। পড়াশোনায় সময় দিতে হবে শিক্ষার্থীদের। বাবা-মায়ের নির্দেশ মেনে চলার চেষ্টা করুন।


সিংহ রাশি  - এদিন চাপ থাকবে না খুব একটা। যে স্ট্রেসের কারণে এতদিন সমস্যায় ছিলেন, তা এদিন কেটে যেতে পারে। মনে শান্তি পাবেন। আপনার বক্তৃতা ও আচরণের কারণে নজরে পড়তে পারেন। কোনও বড় চুক্তি হতে পারে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। 


কন্যা রাশি- কাজের প্রতি নিবেদিতপ্রাণ হবেন আপনি। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার এই কাজ দেখে খুশি হবে। প্রতিষ্ঠিত ব্যবসায় খুব বেশি বদল করার দরকার নেই। বদল করলে এখন ক্ষতির সম্মুখীন হতে হবে আপনাকে। ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাঁরা রয়েছেন তাঁরা সাফল্য় দেখতে পারেন। তর্কবিতর্ক এড়িয়ে চলুন।  


তুলা রাশি - দিনটি ভাল যাবে। অফিসে গুরুত্বপূর্ণ কোনও কাজের দায়িত্ব পেতে পারেন। সতর্ক হয়ে সেই কাজ শেষ করতে হবে আপনাকে। ব্যবসায়ী আশা অনুয়ায়ী মুনাফা না পেলেও হতাশ হবেন না। কঠোর পরিশ্রম করে যান, ফল মিলবেই। বিনোদনের পাশাপাশি পড়াশোনাতেও মন দিতে হবে। সন্তানের স্বাস্থ্যের দিকে নজর রাখুন, সর্দি-কাশির দিকে খেয়াল রাখতে হবে। 


বৃশ্চিক রাশি- যদি আপনি পুরনো চাকরি নিয়ে সমস্যায় থাকেন, যদি নতুন চাকরি খুঁজতে থাকেন। তাহলে কারও সুপারিশে নতুন চাকরি পেতে পারেন। যাঁরা ব্য়বসা করছেন, তাঁদের মধ্যে যাঁরা হস্তশিল্পের সঙ্গে জড়িত তাঁরা বড় সুযোগ পেতে পারেন। মন শান্ত রাখুন, কর্মজীবনে নতুন কিছু আবিষ্কার করা শুরু করুন, সাফল্য আসবেই। খরচে সামাল দিতে হবে।       


ধনু রাশি - লাভজনক হবে দিনটি। উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সুবিধা মিলতে পারে। তাঁদের সঙ্গে সখ্য বজায় রাখুন। আপনার বেতনও বাড়তে পারে। যাঁরা ব্য়বসায়ী তাঁরা হঠাৎ নতুন কোনও আইডিয়া পেতে পারেন। তার জন্য লাভ মিলতে পারে আপনার। ল্যাপটপের তথ্যের ব্য়াকআপ নিয়ে রাখুন। পারিবারিক বিবাদের মীমাংসা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন আপনি।  


মকর রাশি - সামরিক বিভাগে কর্মরত ব্যক্তিরা তাঁদের কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্মুখীন হতে পারেন। কোথাও বদলি হতে পারেন। কীটনাশক বা নার্সারি সংক্রান্ত ব্য়বসা যাঁরা করেন তাঁরা লাভ পেতে পারেন। বিতর্কিত বিষয়গুলি থেকে দূরে যাবেন। পরিবারের সদস্যদের সম্পূর্ণ যত্ন নিন। রান্নাঘরে আগুন থেকে দূরে থাকুন।  


কুম্ভ রাশি - অফিসে সবস্তরের কর্মচারীদের থেকে ভালবাসা পাবেন। সবার সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। আপনার আচরণই আপনাকে সম্মান এনে দেবে। ব্যবসায়ীরা কারবারে প্রচুর লাভ পেতে পারেন। তরুণেরা নিজেদের কেরিয়ারের জন্য নেটওয়ার্ক তৈরি করুন। বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। বিবাহিত জীবনে উত্থান-পতন হতে পারে।


মীন রাশি - অফিসে নানা ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সব কাজে সাফল্য পাবেন আপনি। ব্যবসায়ীরা তাঁদের লক্ষ্যের দিকে স্থির থাকুন। কঠোর পরিশ্রমই সাফল্য এনে দেবে আপনাকে। শিক্ষার্থীরা তাঁদের পড়াশোনার নিয়ম বজায় রাখুন। আতিথেয়তায় সময় কাটতে পারে এদিন। স্বাস্থ্যের যত্ন নিন।


তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আরও পড়ুন: আধার কার্ডে প্রায় এই ভুলগুলি করি আমরা,জানেন কোনটা করণীয়, কী করবেন না