Rahu Astrology : রাহুর রাশি বদল, স্বাস্থ্য হানি, অর্থসঙ্কট থেকে পারিবারিক বিবাদ, জর্জরিত করতে পারে এই রাশিকে
Rahu Rashi Parivartan Affect : রাহুর পরবর্তী যাত্রা হবে ১৮ মে তারিখে। রাহু পরবর্তীতে কুম্ভ রাশিতে যাত্রা করবে।
Rahu Gochar: প্রতিটি গ্রহ কিছু সময়ের পরে তার রাশিচক্রে পরিবর্তন আনে। রাহু ১৮ মাস বা দেড় বছর টানা কোনও রাশিতে থাকে। তারপরে এটি অন্য রাশিতে প্রবেশ করে। রাহুকে ছায়া গ্রহ বলা হয়। রাহু খুব ধীরে চলে। রাহুর গ্রহ পরিবর্তন করতে তার প্রভাব ১২ টি রাশির উপরই প্রভাব পড়ে।
রাহু বর্তমানে মীন রাশিতে অবস্থান করছে। ৩০ অক্টোবর শেষবার রাহু রাশি পরিবর্তন করেছিল। এবার রাহুর পরবর্তী যাত্রা হবে ১৮ মে তারিখে। রাহু পরবর্তীতে কুম্ভ রাশিতে যাত্রা করবে। রাহু এবং কেতু উভয়ই বিপরীতমুখী গ্রহ। রাহুকে পাপ-গ্রহ বলা হয়। রাহুর নেতিবাচক প্রভাবে মানুষের জীবন সমস্যায় ভরে যায়। রাহুর প্রভাবে রাতারাতি কেউ রাজা থেকে হত দরিদ্র হয়ে যেতে পারে।
রাহুর ক্রোধের ফলে একটি রাশির জাতককে ২০২৫ সালে সতর্ক থাকতে হবে। রাহুর স্থানান্তর কোনো কোনও কোনও ক্ষেত্রে শুভ ফলদায়কও হয়। শনি ও রাহুর খারাপ প্রভাব প্রেম এবং বন্ধুত্বে ব্যর্থতার ডেকে আনে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে সমস্যা হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর রাহুর যাত্রার প্রভাব দেখা যাবে।
কুম্ভ রাশির রাশিফল
কুম্ভ রাশির জাতক জাতিকাদের ২০২৫ সালে রাহুর গমন সম্পর্কে সতর্ক থাকতে হবে। ২০২৫ সালে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে উত্থান-পতন দেখা যেতে পারে। ব্যবসায় এই রাশির জাতকদের আরও কঠোর পরিশ্রম করতে হবে, যার ফল পেতে দেরি হবে। টেনশন এবং চাপ আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে। স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে। মানসিক অসুস্থতা এবং অনিদ্রার মতো রোগে ভুগতে পারেন এই রাশির জাতকরা।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
আরও পড়ুন :
তৃতীয়বারও রইলেন নির্মলা, মোদির মন্ত্রিসভায় এবার মহিলা কতজন জানুন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে