Jagannath Dev Rath Yartra : সঙ্কটে রক্ষা করবেন জগন্নাথ, কোনও শক্তিই পারবে না কাবু করতে, রথযাত্রায় কপাল খুলছে ৪ রাশির
জ্যোতিষশাস্ত্র অনুসারে, ১২ টির রাশির মধ্যে কয়েকটি রাশিকে বিশেষভাবে মহাপ্রভুর আশীর্বাদধন্য বলে মনে করা হয়।

রথযাত্রা এসেই গেল। আগামী ২৭ জুন পুরী সহ সারা ভারতেই রথযাত্রা উৎসব পালিত হবে। দিকে দিকে শুরু হয়ে গিয়েছে উদ্যোগ।ভগবান জগন্নাথ জগতের নাথ। তিনি কোনও বৈষম্য ছাড়াই সকলের উপর তাঁর আশীর্বাদ বর্ষণ করেন। তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে, ১২ টির রাশির মধ্যে কয়েকটি রাশিকে বিশেষভাবে মহাপ্রভুর আশীর্বাদধন্য বলে মনে করা হয়। এই রাশির জাতকদের জীবনে জগন্নাথদেবের আশীর্বাদে কিছু ইতিবাচক পরিবর্তন আসে। এই আশিসে মানসিক, সামাজিক এবং আর্থিকভাবে শক্তিশালী হয়ে ওঠেন জাতক - জাতিকারা। তবে এ কথা ঠিক, সৎ, পরিশ্রমী, প্রকৃত ভক্তকে ফেরান না জগন্নাথ দেব।
বৃষ রাশি
এই রাশির জাতক জাতিকারা ধৈর্যশীল, পরিশ্রমী এবং সরল জীবনযাপন পছন্দ করেন। ভগবান জগন্নাথের বিশেষ কৃপায় তাদের জীবনে স্থিতিশীলতা আসে। সব ক্ষেত্রে ভারসাম্য বজায় থাকে। তাঁরা কঠোর পরিশ্রমের ফল সময়মতো পান। বাড়িতে এবং পরিবারে শান্তিপূর্ণ পরিবেশ থাকে । এঁদের মধ্যে একটি গভীর আধ্যাত্মিক শক্তি থাকে। কঠিন সময়েও তাঁদের ভেঙে পড়তে দেন না জগন্নাথ দেব।
কর্কট রাশি
জাতক জাতিকারা আধ্যাত্মিক, আবেগপ্রবণ। ভগবান জগন্নাথের কৃপা তাঁদের মনকে সর্বদা প্রশান্তিতে ভরিয়ে রাখে। পরিবারের ভাসবাসা পান এঁরা। সম্পর্কের ক্ষেত্রে তাঁরা ভালোবাসা এবং সমর্থন পান। জীবনে যখন সমস্যা আসে, তখন ঈশ্বরকে স্মরণ করে তাঁরা ফল পান। ঈশ্বরের প্রতি বিশ্বাস তাঁদের ভেতর থেকে শক্তিশালী করে তোলে।
সিংহ রাশি
এই রাশির জাতক-জাতিকারা আত্মবিশ্বাসে পরিপূর্ণ। ভগবান জগন্নাথের আশীর্বাদে তাঁদের জীবনে নেতৃত্ব দানের সুযোগ আসে। যখন তাঁরা কোনও চ্যালেঞ্জের সম্মুখীন হন, তখন তাঁরা তা পার করতে পারেন সহজেই। সমাজে তাঁদের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি হয়। মানুষ তাঁদের কথার মূল্য দেয়।
তুলা রাশি
ভগবান জগন্নাথের কৃপায় এই জাতকদের জীবন কখনও বেসুরো হয় না। তাঁরা সহজেই অন্যদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। ভগবানের আশীর্বাদে সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকে। যখন তাঁরা ভক্তির পথে এগিয়ে যান, তখন মানসিক স্বচ্ছতা এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা তাঁদের সঙ্গী হয়।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি
















