Shani Astrology : শনির গতিতে বিরাট পরিবর্তন, টাকা পয়সা নিজে থেকেই আসবে ৫ রাশির ঝুলিতে
Shani Vakri 2024 : শনির বিপরীতমুখী অগাধ সৌভাগ্য নিয়ে আসবে। শনির এই গতিতে আগামী ৫ মাস আমূল বদলে যাবে এই ৫ রাশির ভবিষ্যৎ।
![Shani Astrology : শনির গতিতে বিরাট পরিবর্তন, টাকা পয়সা নিজে থেকেই আসবে ৫ রাশির ঝুলিতে Shani Astrology Shani Vakri 2024 May Blessing For Five zodiac signs Shani Astrology : শনির গতিতে বিরাট পরিবর্তন, টাকা পয়সা নিজে থেকেই আসবে ৫ রাশির ঝুলিতে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/17/9928db1eba46fa13dd2274e951d5d718171859259434153_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
৩০ জুন থেকে শনিদেব পরবর্তী ৫ মাস গতি পরিবর্তন করবেন। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত পিছন দিকে হাঁটবেন শনি। শনির এই গতি বদলে উপকৃত হবেন ৫ টি রাশি। শনি বক্রীর ফলে কোন কোন রাশির বাধা হবে দূর, অর্থ নিজ পায়ে আসবে হেঁটে।
বৃষ রাশি -
বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য শনির বিপরীতমুখী অগাধ সৌভাগ্য নিয়ে আসবে। শনির এই গতিতে আগামী ৫ মাস আমূল বদলে যাবে এই রাশির ভবিষ্যৎ। এর ফলে চাকরিতে পদোন্নতি পেতে পারেন। আপনি যদি দীর্ঘ সময়ের জন্য সম্পত্তি কিনতে চান তবে কথাবার্তা এগোতে পারেন। এই সময় আর্থক ক্ষতি এড়িয়ে চলতে পারবেন।
কন্যা রাশি -
শনির এই বক্রী কন্যা রাশির জাতকদের জন্য খুব সুখকর হবে। জাতক জাতিকারা এই সময়ে আর্থিক সুবিধা পেতে পারেন। নতুন আয়ের উৎসর সন্ধান পাবেন। আগামী ৫ মাস এই রাশির জাতক জাতিকাদের জীবনে নানা শুভ খবর আসবে। নানা আটকে যাওয়া কাজ সহজে হয়ে যাবে । ব্যবসা করলে নতুন চুক্তি হতে পারে। সব মিলিয়ে আর্থিক দিক থেকে সময়টা ভাল।
তুলা রাশি-
তুলা রাশির জাতক জাতিকারা শনির বিপরীতমুখী হওয়ার কারণে নানা দিক থেকে শুভ ফল পাবেন। এই সময়ের মধ্যে, আপনি আপনার আটকে থাকা কাজগুলি পূর্ণ করার সুযোগ পাবেন। আর্থিক লাভের পূর্ণ সম্ভাবনা রয়েছে। আর্থিক সংকট কেটে যাবে। আটকে থাকা টাকা ফেরত পাবেন। আপনি যদি কোনও প্রেমের সম্পর্কে থাকেন, তবে আপনি আপনার সঙ্গীর থেকে একটি চমক পেতে পারেন।
ধনু রাশি-
শনির পশ্চাদপদ গতি ধনু রাশির জাতকদের জন্য শুভ ফল বয়ে আনবে। এই সময়ে, এই সব রাশির আটকে থাকা কাজ আবার শুরু হতে পারে। কাজে গতি আসবে। ধর্মীয় বিষয়ে মনোনিবেশ করুন এবং অন্যের উপকারের জন্য কাজ করুন। এই রাশির উপর শনিদেবের আশীর্বাদ সবসময় আপনার উপর থাকবে।
মকর রাশি-
এই রাশির জাতক জাতিকাদের জন্য শনির পশ্চাৎমুখী গতি শুভ হবে। আগামী ৫ মাসে আপনার কাজের পথে আসা নানারকম বাধা দূর হতে পারে। নতুন কোনও কাজ শুরু করতে চাইলে ভালভাবে পরিকল্পনা করুন। আর্থিক সমস্যা কেটে যাবে।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)