Shani Astrology : আজ থেকে ১০১ দিনেই হবে কেল্লাফতে ,শনির সুনজরে ৩ রাশি, টাকা-পয়সায় ভরে যাবে ঝুলি
২৮ মার্চ পর্যন্ত কুম্ভ রাশিতে থেকে পরে শনি মীন রাশিতে প্রবেশ করবে শনি।
জ্যোতিষশাস্ত্রে শনির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। শনি কর্মের দাতা এবং ন্যায়ের দেবতা হিসেবে পূজিত হন শনি। তিনি কোনও অন্যায়কে মেনে নেন না বলেই সকলে শনিদেবকে ভয় পান। তাই জ্যোতিষশাস্ত্রবিদদের একাংশ মনে করেন, যাঁরা ভালো কাজ করে তাঁদের কষ্ট দেন না বড়ঠাকুর বা শনিদেব। সর্বদা আশীর্বাদই করেন।
শনিদেব তাঁদের শাস্তি দেন, যারা অহেতুক অন্যকে কষ্ট দেয়, খারাপ কাজ করে, অবলা প্রাণীদের নির্যাতন করে। এ ধরনের ভুলের কোনও ক্ষমা নেই শনিদেবের কাছে। শনি বর্তমানে তার ত্রিভুজ রাশি কুম্ভতে অবস্থান করছে। আগামী ২৮ মার্চ পর্যন্ত এখানেই অবস্থান করবেন বড়ঠাকুর।
২৮ মার্চ পর্যন্ত কুম্ভ রাশিতে থেকে পরে শনি মীন রাশিতে প্রবেশ করবে শনি। শনি মীন রাশিতে প্রবেশ করা পর্যন্ত ১০১ দিন সময়টা খুবই গুরুত্বপূর্ণ। কয়েকটি রাশির ক্ষেত্রে এই সময়টা এতটাই ভাল যে, ৩ রাশির জাতক জাতিকারা অগাধ ধন সম্পত্তি , খ্যাতি যশ পাবে।
শনির কৃপায় ৩ টি রাশি প্রচুর সাফল্য পাবে। প্রচুর অর্থ আসবে তিন রাশির জাতক জাতিকাদের। এরা কারা ?
মেষ রাশি: মেষ রাশির জন্য শনির অবস্থান বিশেষ ফলদায়ক হবে। আগামী ১০১ দিন এই রাশির জন্য আনন্দের হবে। এই সময়ের মধ্যে, আপনার অনেক দিন ধরে আটকে থাকা কাজ শেষ হবে। সমাজে সম্মান বাড়বে। আপনার পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। আপনার আর্থিক উদ্বেগ দূর হবে এবং আয়ের নতুন পথ খোলা হবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। চাকরিপ্রার্থীরা কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। প্রেমের সম্পর্ক সুখের হবে।
সিংহ রাশি: কুম্ভ রাশিতে শনির অবস্থান সিংহ রাশির জাতকদের জন্য খুব উপকারী প্রমাণিত হবে। এই সময়ে আপনি আপনার বাবা মায়ের থেকে সমর্থন পাবেন। আর্থিক স্থিতিশীলতা লাভ হবে। ১০১ দিনের এই সময়কালে, আপনার জীবন সুখ এবং সমৃদ্ধিতে পূর্ণ হবে। এই সময়ে বিনিয়োগ করলে লাভ হবে। তবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। সেগুলো থেকে সাবধানে থাকুন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারাও সাফল্য পেতে পারেন। এই সময়টা শিক্ষার্থীদের জন্যও ভালো।
তুলা রাশি: কুম্ভ রাশিতে শনির উপস্থিতি তুলা রাশির জাতকদের জন্য উপকারী হবে। আগামী ১০১ দিনের এই সময়টি তুলা রাশির জাতকদের জন্য অনেকটা সৌভাগ্য নিয়ে আসবে। এই সময়ে শুধু আপনার স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। আর্থিক অবস্থা আগের চেয়ে শক্তিশালী হবে। ব্যবসার পরিকল্পনা আগামী বছরে সফল হবে। হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে। আয়ের ভালো উপায় পেয়ে যেতে পারেন। সঙ্গীর সঙ্গে সম্পর্কের মাধুর্য বাড়বে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।