Mahalaya Shani Effect : দেবীপক্ষ জুড়ে শনির কালো ছায়া, কোজাগরী পূর্ণিমা অবধি সামলে চলতে হবে এই ৫ রাশিকে
Mahalaya 2024 : ৫টি রাশির জাতকদের জন্য এটি খুবই অশুভ প্রমাণিত হতে পারে অমাবস্যার প্রভাব। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এই ব্যক্তিদের এই পক্ষটা খুব সাবধানে থাকা উচিত।
পিতৃপক্ষের সমাপ্তি, দেবীপক্ষের সূচনা। মহালয়া তিথি। অমাবস্যা। এদিনই সূর্যগ্রহণ। ২ অক্টোবর পিতৃপক্ষের অবসনান, দেবীপক্ষের সূচনা। অনেকের মতেই অমাবস্যার দিনে সূর্যগ্রহণ হওয়া অশুভ। এই দিনে সূর্য ও শনির ষড়ষ্টক যোগও তৈরি হচ্ছে। এর ফলে, ৫ টি রাশির কঠিন সময় শুরু হয়ে যাচ্ছে। আগামী ১৫ টা দিন তাঁদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাঁদের খুব মেপে পা ফেলতে হবে কোজাগরী পূর্ণিমা অবধি। এই ষড়ষ্টক যোগ সব রাশির উপর প্রভাব ফেলবে। কিন্তু ৫টি রাশির জাতকদের জন্য এটি খুবই অশুভ প্রমাণিত হতে পারে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এই ব্যক্তিদের এই পক্ষটা খুব সাবধানে থাকা উচিত।
মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের উপর আগামী ১৫ দিন গ্রহণের অশুভ ছায়া থাকবে। এই রাশির জাতকদের আর্থিক ক্ষতি হতে পারে। তাই ভেবেচিন্তে টাকা লেনদেন করুন। বিনিয়োগ খুবই ভেবে করুন। এই সময় নতুন বিনিয়োগ না করাই শ্রেয়। কোনও রোগে ভুগতে পারেন। দুর্ঘটনার শিকার হতে পারেন।
মিথুন রাশি
সূর্যগ্রহণ এবং শনি ও সূর্যের ষড়ষ্টক যোগ মিথুন রাশির জাতকদের সমস্যা বাড়িয়ে দেবে। কর্মক্ষেত্রে কারও সঙ্গে ঝগড়া হতে পারে। তাই কম কথা বলুন। রাগ নিয়ন্ত্রণে রাখুন। শুধু কথার জন্যই প্রচণ্ড বিরোধ বাঁধতে পারে।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকা হলে আগামী ১৫ টা দিন খুব সাবধানেই থাকতে হবে। গ্রহণের দিন থেকে আগামী ১৫ দিন সতর্ক থাকতে হবে। এই সময়ের মধ্যে ধার নেওয়া বা দেওয়াই ভালো। অন্যথায় অর্থের ক্ষতি হতে পারে।
কন্যা রাশি
সূর্যগ্রহণের পরের ১৫ দিন কন্যা রাশির জাতকদের জন্য একটু কঠিন হতে পারে। আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। ব্যবসায়ীদের এমন কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যাতে ঝুঁকি থাকে । এই সময় কোনও নতুন চুক্তি বা বিনিয়োগ পরে ক্ষতি ডেকে আনতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও পড়ুন, রাজ্যের ৭ জেলায় হলুদ সতর্কতা, পুজোর মাসেও ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায় ? আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?