Shukra Gochar : শুরু হয়ে গিয়েছে শুক্রের চরম প্রভাব, তিন রাশিকে তুলবে উন্নতির শীর্ষে, স্বপ্নাতীত সময়
২০ জুলাই, রবিবার শুক্রের গতি পরিবর্তন হয়েছে । গতকাল দুপুর ১:০২ মিনিটে, শুক্র মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করেছে ।

জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহের একটি বিশেষ স্থান রয়েছে। শুক্রকে দেবারিদের গুরু বলা হয়। শুক্রের প্রভাবে জীবনে প্রেম, সৌন্দর্য, রোমান্স এবং সম্পদ ইত্যাদির সুখ আসে । সেই কারণেই শুক্রের গোচর বা নক্ষত্র পরিবর্তনকে বিশেষ বলে মনে করা হয়। ২০ জুলাই, রবিবার শুক্রের গতি পরিবর্তন হয়েছে । গতকাল দুপুর ১:০২ মিনিটে, শুক্র মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করেছে ।
এই মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র । গ্রহদের সেনাপতি বলা হয়ে থাকে মঙ্গলকে। মঙ্গলের নক্ষত্রে শুক্রের গোচরে প্রায় সব রাশিই কম-বেশি প্রভাবিত হতে শুরু করেছে। তবে কয়েকটি রাশি আছে যারা এই গোচর থেকে অনেক সুবিধা পেতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই সৌভাগ্যবান রাশিগুলি সম্পর্কে।
মিথুন - শুক্রের নক্ষত্র পরিবর্তনের সুফল মিথুন রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। জমি ও সম্পত্তির সুখ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আর্থিক অবস্থাও মজবুত হবে। যদি কোনও বড় অঙ্কের টাকা আটকে থাকে, তাহলে তাও এই সময়ে উদ্ধার করা যেতে পারে। পারিবারিক জীবনও ভালো থাকবে।
কর্কট- মৃগশিরা নক্ষত্রে গোচর করার পর, শুক্র এই রাশির জাতকদের কেরিয়ার এবং আর্থিক অবস্থায় ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে। আর্থিক অবস্থার উন্নতি শুরু হচ্ছে এবং আর্থিক অবস্থা আগের চেয়ে শক্তিশালী হবে এই সময়কালে। প্রেম এবং বিবাহিত জীবনের জন্যও ভালো সময় আসতে চলেছে শুক্রের হাত ধরে। এই গ্রহ সম্পর্ককে শক্তিশালী করবে।
তুলা - ২০ জুলাইয়ের পরে, তুলা রাশির জাতকদের ভাগ্যও বদলে যেতে চলেছে, কারণ শুক্র মঙ্গল রাশিতে এসে আপনার সমস্যা কমিয়ে দেবে। এই সময়টি ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে ভালো হবে। আপনার পরিবারে কিছু ভালো খবর শুনতে পেতে পারেন। এই প্রভাব শুরু হয়েছে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















