Daily Astrology: মিটবে দাম্পত্য কলহ, লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ কাদের? একনজরে বৃহস্পতিবারের রাশিফল
Horoscope Tomorrow: তুলা থেকে মীন, আগামীকাল বৃহস্পতিবার কোন রাশির দিন কাটবে কেমন, ক্লিক করে দেখে নিন।

কলকাতা: আগামীকাল ১০ এপ্রিল। বৃহস্পতিবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।
তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): উৎসাহে ভরা দিন হতে চলেছে। আত্মবিশ্বাসে প্রতিটি পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন। সময় ব্যয় করা গুরুত্বপূর্ণ কাজে বাধা সৃষ্টি করতে পারে। ব্যবসায়িক অর্ডার সম্পন্ন করার সময় লক্ষ্য মাথায় রাখুন। বিবাহিত জীবনে মধুর হবে।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): দুর্দান্তভাবে দিন কাটবে। কাজকে প্রাধান্য দিতে হবে। কঠোর পরিশ্রমে ফল পাবেন। জমি সম্পর্কিত কিছু কাজ থাকতে পারে। বিনোদনের জন্যও কিছু সময় বের করবেন। বর্তমান পরিস্থিতির উপর মনোযোগ দিন। জিনিসপত্র নিরাপদে রাখুন। পড়াশোনায় আরও মনোযোগ দেওয়া দরকার। ব্যবসায় বড় অর্ডার দিতে পারেন। অফিসে ভাল পরিবেশ থাকবে। বিবাহিত জীবনে একে অপরের প্রতি বিশ্বাস সম্পর্ককে দৃঢ় রাখবে।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): ধর্মীয় বা আধ্যাত্মিক কার্যকলাপে আগ্রহ বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের সহায়তায় ব্যক্তিগত কাজও অনেকাংশে সম্পন্ন হবে। বাড়ির বড়দের সম্মান করা উপেক্ষা করবেন না। কোনও ধরণের বিতর্কে জড়াবেন না। সরকারি চাকরিতে অতিরিক্ত কাজের চাপের কারণে আপনাকে বেশি সময়ও কাজ করতে হবে। প্রেমিকের সঙ্গে বিবাদ মিটবে। পোশাকের ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): আগামীকাল সাফল্য আসবে। যে কোনও কাজের পরিকল্পনা আগে তৈরি করলে সাফল্য পাবেন। অন্যদের ব্যক্তিগত বিষয়ে মনোযোগ না দিয়ে কাজে মনোনিবেশ করবেন। নির্জন, শান্ত পরিবেশে কিছুটা সময় কাটাবে। তাতে মন ভাল হবে। ব্যবসার কাজ চলবে ভালভাবে। পদোন্নতির বিষয়ে ভাল খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): বিদেশে যাওয়াও ইচ্ছে থাকলে তা পূরণ হবে। সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান থাকবে। ক্ষমতা এবংদক্ষতার মাধ্যমে ইতিবাচক ফল পাবেন। কেরিয়ার সংক্রান্ত বিষয়ে স্বস্তি মিলবে। অন্যদের বিষয়ে হস্তক্ষেপ নয়। আচরণ পরিবর্তন করা গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে মনোযোগ বজায় রাখা গুরুত্বপূর্ণ। বিবাহিত জীবন ভাল হতে চলেছে।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): অনুকূল দিন হতে চলেছে। উদ্দেশ্য পূরণ হবে। অভিজ্ঞ ব্যক্তিদের থেকে পরামর্শ নিতে হবে। সাফল্য পেতে পারেন। আটকে থাকা টাকা ফেরত পাবেন। প্রয়োজনীয় জিনিসপত্র কিনবেন। আর্থিক বিষয়ে কাউকে খুব বেশি বিশ্বাস করবেন না। ব্যবসায়িক পরিস্থিতি আরও ভাল হবে। চাকরিতে লক্ষ্য পূরণ করতে পারবেন। স্বস্তি বোধ করবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন




















