Daily Horoscope: ব্যবসায় ক্ষতির আশঙ্কা, স্বাস্থ্য বিগড়ে যেতে পারে বৃহস্পতিবার; কেমন কাটবে আপনার দিন?
Horoscope Tomorrow: তুলা থেকে মীন, আগামীকাল বৃহস্পতিবার কোন রাশির দিন কাটবে কেমন, ক্লিক করে দেখে নিন।

কলকাতা: আগামীকাল ১৪ অগাস্ট। বৃহস্পতিবার কেমন কাটবে আপনার দিন? অর্থলাভের সম্ভাবনা কতটা? কেমন থাকবে স্বাস্থ্য? দেখে নিন তুলা থেকে মীনের রাশিফল।
তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): কর্মক্ষেত্রে কাজ দেখে সবাই মুগ্ধ হবেন। ব্যবসায় প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হতে পারেন। যদিও লাভও হবে। কেনাকাটা করতে পারেন। তবে ব্যয়র দিকেও নজর দিতে হবে। বড়দের কাছ থেকে কেরিয়ারের পরামর্শ পেতে পারেন। প্রেমের সম্পর্কে ফাটলের আশঙ্কা।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Brishchik Rashi): কাজের চাপের জন্য পুরো দিন ব্যস্ততায় কাটবে। কর্মক্ষেত্রে মানসিক চাপও থাকবে। ব্যবসায় তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন। পরিবারের সঙ্গে কেনাকাটা করতে যেতে পারেন। প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। প্রেমে সম্পর্ক শক্তিশালী হবে। এই সময়ে যে কোনও ধরণের তাড়াহুড়ো এড়িয়ে চলুন।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): পদোন্নতি হতে পারে। বাড়বে সুযোগ সুবিধাও। ব্যবসায় গ্রাহকদের সঙ্গে তর্কের পরিস্থিতি এড়িয়ে চলুন। আটকে রাখা ফেরত পেতে পারেন। এই টাকা প্রয়োজনীয় হতে পারে। পরীক্ষার ফলাফল ভাল হতে পারে। পরিবারের কারও সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): বেতন বৃদ্ধির সম্ভাবনা। কারও সঙ্গে ঝামেলা করবেন না। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন সম্পত্তি কিনতে পারেন। যে কোনও ধরণের বিনিয়োগে তাড়াহুড়ো করা এড়িয়ে চলুন। কঠোর পরিশ্রম করতে হবে। পরিবারে কেউ অসুস্থ হয়ে পড়তে পারে। আতঙ্কিত হওয়ার দরকার নেই।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): কর্মক্ষেত্রে কাউকে আর্থিকভাবে সাহায্য করতে হতে পারে। ব্যবসা বাড়াতে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করুন। অর্থ অপচয় এড়িয়ে চলুন। সাশ্রয়ের উপায় খুঁজে বের করুন। মন পড়াশোনায় ব্যস্ত থাকবে। অনেক দিন পর কোনও বিশেষ বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): অফিসে কাজ করার সময় সমস্যার মুখোমুখি হতে পারেন। ব্যবসার জন্য আর্থিক সম্পদের প্রয়োজন হবে। অর্থের দিক থেকে সুবিধা পাবেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন। আরও কঠোর পরিশ্রম করতে হবে। বিশেষ কারও সঙ্গে কাটানো যেতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন




















