Venus Transit 2024: আর ১ দিনের অপেক্ষা, রাশি বদলাচ্ছে শুক্র, মা লক্ষ্মীর কৃপায় বৈভবের চূড়ায় ৩ রাশির জাতকরা
Venus Transit 2024 Astrology : ৩১ জুলাই দুপুর ২ টো ১৫ য় শুক্র গোচর করবে। এর ফলে বদলে যেতে পারে এই কয়েকটি রাশির মানুষের ভাগ্য।
![Venus Transit 2024: আর ১ দিনের অপেক্ষা, রাশি বদলাচ্ছে শুক্র, মা লক্ষ্মীর কৃপায় বৈভবের চূড়ায় ৩ রাশির জাতকরা Venus Transit 2024 three Rashi Will Get Benefit In August Venus Transit 2024: আর ১ দিনের অপেক্ষা, রাশি বদলাচ্ছে শুক্র, মা লক্ষ্মীর কৃপায় বৈভবের চূড়ায় ৩ রাশির জাতকরা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/30/41354911fa1d44bea825bcdc6f6571e4172231480187053_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শুক্র গ্রহ এবার কর্কট রাশিতে প্রবেশ করবে । সূর্য প্রবেশ করবে সিংহ রাশিতে । শুক্রের এই ট্রানজিট ১২ টি রাশিকে প্রভাবিত করতে পারবে। ক্যালেন্ডার অনুসারে, শুক্র রাশি পরিবর্তন করতে চলেছে। ৩১ জুলাই দুপুর ২ টো ১৫ য় শুক্র গোচর করবে। এর ফলে বদলে যেতে পারে এই কয়েকটি রাশির মানুষের ভাগ্য।
মেষ রাশি
৩১ শে জুলাই থেকে এই রাশির প্রেম জীবনের বাধা দূর হতে চলেছে। সঙ্গীর মনোভাব পরিবর্তন হতে চলেছে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁরা কিছু সুখবর পেতে পারেন। বিয়েতে আর দেরি হবে না। শুক্রের ট্রানজিটে এই রাশির জীবনে আসবে ভরপুর রোমান্স। অ্যাডভেঞ্চারে ভরা থাকবে কয়েকটি দিন। ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ দিতে অসুবিধা হতে পারে। পার্টিতে নাচ, গান এবং মজা করবেন চুটিয়ে। তবে খুব বেশি পার্টি করা থেকে বিরত থাকুন অন্যথায় সমস্যা দেখা দিতে পারে। শুক্র জীবনযাত্রাকে বিলাসবহুল করে দেয়, অন্যদিকে ব্যয় বাড়িয়ে দেয়। খুব ভেবেচিন্তে ব্যয় করুন।
তুলা রাশি
তুলা রাশির অধিপতি শুক্র। অ শুক্রের এই স্থানান্তর আরও প্রভাবশালী হতে চলেছে। তুলা রাশির জাতকদের জন্য, শুক্র রা শুভ ফল বয়ে আনতে চলেছে। রাশিফলের ১১ তম ঘরটি হল লাভের। শুক্রের গোচর এই রাশির জন্য খুব শুভ হতে চলেছে, ব্যবসায় জড়িত ব্যক্তিরা সুবিধা পাবেন। কাজের গতি বাড়াতে পারে। স্টার্টআপ শুরু করতে চাইলে, এটা ভাল সময়। চাকরিজীবীদের জন্য ভাল সময়টা।
কুম্ভ রাশি
শুক্র ট্রানজিট 2024 কুম্ভ রাশির জাতকদের সপ্তম ঘরে ঘটতে চলেছে। রাশিফলের সপ্তম ঘর স্ত্রী ও সঙ্গীর। শুক্র ৩১ জুলাইয়ের পরে আপনার জীবনে প্রেম এবং রোম্যান্সের রঙ যোগ করতে পারে। এই ট্রানজিট যুবকদের জন্য সুখবর নিয়ে আসবে। যারা সম্পর্কে রয়েছেন তারা বিয়ের কথা এগোতে পারেন। পরিবারের সম্মতিও পাবেন। ব্যবসার গতি বাড়াতে অর্থের প্রয়োজন, এবার কোনও বিনিয়োগকারী পেয়ে যেতে পারেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)