Weekly Horoscope : একাধিক রাশির জাতকের শারীরিক সমস্যার সম্ভাবনা, তালিকায় আপনি নেই তো ?
weekly astrology : আগামী সাতটা দিন কেমন কাটবে, তার আগাম ঝলক থাকলে , পথ চলতে অনেক সুবিধা হয়। সেই লক্ষ্যেই সাপ্তাহিক রাশিফল। দেখে নিন কী রয়েছে আপনার রাশিতে.
কলকাতা : কারও কর্মক্ষেত্রে জটিলতা তো কারও পারিবারিক জীবনে। সারা সপ্তাহজুড়ে অনেক কিছুই দেখতে হয় আমাদের। তাই আগামী সাতটা দিন কেমন কাটবে, তার আগাম ঝলক থাকলে , পথ চলতে অনেক সুবিধা হয়। সেই লক্ষ্যেই সাপ্তাহিক রাশিফল। দেখে নিন কী রয়েছে আপনার রাশিতে...
মেষ : আজ আপনার ইচ্ছাশক্তি বেশি থাকবে। যার জেরে পেশার জায়গায় ভাল পারফর্ম করবেন। একাধিক সুযোগ পাবেন। দেখবেন, সেগুলো যেন নজর না এড়ায়। অপ্রত্যাশিত খরচ বৃদ্ধির জেরে মানসিক শান্তি নষ্ট হবে। অফিসে সহকর্মীদের সঙ্গে কোনও বাদানুবাদে জড়ালেও ধৈর্য্য হারাবেন না।
বৃষ : প্রশাসনিক দক্ষতা আপনার পৃথক পরিচিতি তৈরি করবে। কাজের জায়গায় সম্মানও বাড়াবে। আর্থিক অবস্থা ভাল থাকবে। আয়-ব্যয় দুইই বাড়বে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন। বাড়িতে বিয়ের অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। এই সময়ে ভ্রমণ এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন।
মিথুন : ধৈর্য্য হারাবেন না। মাঝেমধ্যে হতাশ বোধ করতে পারেন। দিকভ্রষ্ট হয়ে পড়তে পারেন। যদিও নিজের হতাশা কাছের মানুষের ওপর প্রকাশ করবেন না। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াতে সক্ষম হবেন। যাঁরা সিঙ্গল আছেন, তাঁরা নতুন সম্পর্কে জড়াতে পারেন। পরীক্ষায় ভাল ফলের সুযোগ ছাত্রদের। চোখ ও গলায় সমস্যা এড়িয়ে যাবেন না।
কর্কট : কোথাও দীর্ঘদিন আটকে থাকা টাকা ফেরত পাবেন। লক্ষ্যের দিকে শান্তভাবে এগিয়ে যান। নিজের দক্ষতা নিয়ে বরাই করবেন না। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। স্ত্রীর স্বাস্থ্য চিন্তায় রাখতে পারে। বন্ধুরা আনন্দের উৎস হয়ে উঠবেন। খাবার ও পানীয়ের ব্যাপারে সচেনত হোন।
সিংহ : অপ্রত্যাশিত কিছু খরচ হতে পারে। যদিও আয়ের উৎস অনুকূলে থাকায়, আপনার আর্থিক অবস্থা নিয়ে কোনও চিন্তা থাকবে না। সুপিরিয়রদের থেকে প্রশংসা পাবেন। ছোটখাট ভ্রমণে উপকার পাবেন। বাবার শারীরিক অবস্থার উন্নতি হবে।
কন্যা : জমিজমা ও সম্পত্তিতে বিনিয়োগ করবেন না চলতি সপ্তাহে। অন্যথা আর্থিক বিপর্যয় নেমে আসতে পারে। কাজের জায়গায় যেসব বিষয়গুলি আপনার অনুকূলে ছিল না, তা ধীরে ধীরে আপনার পক্ষে আসবে। এই সময়টাকে কাজে লাগান। যেসব ছাত্র আগে কঠোর পরিশ্রম করেছেন, তাঁরা এখন ভাল ফল পাবেন। শারীরিকভাবে সপ্তাহটি ভাল।
তুলা : চলতি সপ্তাহে বন্ধুবান্ধব ও পরিবারের পাশে দাঁড়াবেন। তবে, দেখবেন বন্ধুবান্ধবরা যেন আপনার এই উদারতার সুযোগ না নেন। অন্যথা আপনাকে সমস্যায় পড়তে হবে। কোনও আর্থিক সঙ্কটের মুখে পড়বেন না। প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিকল্পনা করুন। তাতে ফল পাবেন। ছাত্রদের সতর্ক থাকা উচিত। অন্যথা অকাজে সময় নষ্ট হবে। জয়েন্ট ও পায়ের সমস্যা এড়িয়ে যাবেন না।
বৃশ্চিক : যদি দীর্ঘ সময় ধরে আর্থিক সমস্যায় ভুগছেন, চলতি সপ্তাহে পরিস্থিতির উন্নতি হতে পারে। আয় বাড়ানোর নতুন উৎস খুঁজে পাবেন। আপনার দক্ষতা খতিয়ে দেখা হবে। প্রত্যাশিত ফলের জন্য মনোযোগ বাড়াতে হবে। এজন্য সিনিয়রদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন। বাড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবারের সঙ্গে আলোচনা করতে পারেন।
ধনু : ভবিষ্যতের কথা ভাবুন। চলতি সপ্তাহে বিভিন্ন আর্থিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠবেন। সব ক্ষেত্রেই কাজের অত্যধিক চাপ থাকবে চলতি সপ্তাহে। কাজেই ধৈর্ষ্য হারাবেন না। অতীতে পরিবারের সঙ্গে যথেষ্ট সময় কাটানোর সুযোগ পাননি। এখন তা নতুন করে চেষ্টা করবেন। পারিবারিক অনুষ্ঠানের যোগ রয়েছে। মরসুমি সংক্রমণ ও অ্যালার্জির সম্ভাবনা রয়েছে।
মকর : চলতি সপ্তাহে বাড়িতে আনন্দ থাকবে। যার জেরে উদ্বেগ কাটিয়ে উঠবেন। সন্তুষ্টি বোধ করবেন। স্ত্রীর সঙ্গে কথা বলার সময় কর্কশ হবেন না। ভাগ্য আপনার পক্ষে থাকবে। কোনও কাজে তাড়াহুড়ো করবেন না। নতুন বিনিয়োগের আগে সতর্ক হোন। ছাত্ররা ইতিবাচক থাকবে। চলতি সপ্তাহে হজম ও রক্তচাপের সমস্যায় ভুগতে পারেন।
কুম্ভ : অতীতে সম্পত্তিগত কোনও লেনদেন করে থাকলে চলতি সপ্তাহে তা পূরণ হবে। এটা আপনাকে উপকৃত করবে। কাজের জায়গায় মনে হবে, পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে না। এর জেরে হতাশ থাকবেন। যদিও বাউন্স ব্যাক করার প্রস্তুতি নিন। ডায়েটের ব্যাপারে সতর্ক থাকুন। বাইরের খাবার খাবেন না।
মীন : পরিবারের সদস্যদের সঙ্গে বিতর্কে জড়াবেন না। অন্যকে বোঝার চেষ্টা করুন। পরিবারের সদস্যের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করতে পারেন। যার জেরে মানসিক স্বস্তি থাকবে। অর্থ সঞ্চয় করতে পারবেন। যা লাভজনক হবে। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। ছাত্রদের নিজেদের ক্ষমতা বোঝা উচিত।