কলকাতা: সবে শুরু হয়েছে নতুন সপ্তাহ। কেমন যাবে নতুন এই সপ্তাহ? জেনে নিন আগেভাগেই।
মেষ - এই সপ্তাহটা আপনার ভালই কাটবে। সেই আনন্দ নিজের মধ্যে চেপে রাখবেন না। বাকিদের সঙ্গে নিজের আনন্দ ভাগ করে নিন। কর্মক্ষেত্রে সবার উপর ভরসা করবেন না। গুজব ছড়াবেন না। কাজ থেকে লাভ মিলবে। বিলাসের জন্য খরচ হবে এই সপ্তাহে। নিজের বুদ্ধি-বিবেচনার উপর ভরসা করায় এই সপ্তাহ পারিবারিক শান্তিও বজায় থাকবে। নিজের ইচ্ছে কারও উপর জোর করে চাপিয়ে দেওয়ার বদলে সবাইকে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করুন। যাঁরা পড়াশোনা করছেন তাঁরা পছন্দের প্রতিষ্ঠানে সুযোগ পেতে পারেন।
বৃষ - এই সপ্তাহে মনের জোর বজায় থাকবে। তার সাহায্যেই সমস্ত কাজ সহজেই মিটিয়ে ফেলতে পারবেন। কাজ দেখিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মন জয় করতে পারবেন। যাঁরা ব্যবসায়ী, তাঁরা নিজেদের দ্রব্য ঠিকমতো বাজারজাত করার জন্য প্রস্তুতি নিন। ব্যক্তিগত ক্ষেত্রে কোনও বয়োজেষ্ঠ ব্যক্তি আপনার থেকে আর্থিক সাহায্য চাইতে পারে। পড়াশোনার জন্য খরচ বাড়তে পারে। কোনও সম্পর্কের ক্ষেত্রে টানাপড়েন হতে পারে। মাথা ঠান্ডা রাখা প্রয়োজন।
মিথুন - এই সপ্তাহে ভাল থাকার জন্য মানিয়ে চলতে হবে। একগুঁয়েমি করলে সম্পর্কের ক্ষেত্রে তার বাজে প্রভাব পড়বে। সেক্ষেত্রে কর্মক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে। সপ্তাহের প্রথম দিকেই হাতে টাকা আসতে পারে। এই সপ্তাহে আয় বৃদ্ধির সুযোগও রয়েছে। ব্যবসা-সংক্রান্ত কোনও কারণে কোথাও গেলে ভাল ফল মিলতে পারে। মাথা ঠান্ডা রাখলে পরিবারে ভারসাম্য বজায় থাকবে।
কর্কট - এই সপ্তাহে নিজের ব্যক্তিগত ও পেশাগত পরিচয় বৃদ্ধির জন্য খাটনির সম্ভাবনা রয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে চারিদিক ভেবে বিনিয়োগ করলে লাভের মুখ দেখতে পারেন, আগের ক্ষতিও পুষিয়ে যেতে পারে। নিজের ব্যবহারে আকস্মিক পরিবর্তন করলে পরিবার ভালভাবে নেবে না। যাঁরা পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরা ব্যবসা সংক্রান্ত কাজে পরিবারের যাবতীয় সমর্থন পাবেন। ফলে আয়ের সুযোগ এবং পরিমাণও বৃদ্ধি পাবে। প্রতিযোগিতা মূলক পরীক্ষার জন্য যাঁরা প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা সাফল্য পাবেন। এই সপ্তাহে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
সিংহ - এই সপ্তাহে নতুন চাকরির খোঁজ করতে পারেন। নতুন সুযোগের সন্ধান চালিয়ে যান। যাঁরা ব্যবসা করেন, তাঁরা বিনিয়োগের কথা ভাবতে পারেন। কোনওরকম অবহেলা করলে আর্থিক ক্ষতির শিকার হতে পারেন। ফলে তাড়াহুড়ো না করে মনোযোগ দিয়ে সব কাজ করুন। লোকজনকে বোঝানোর ক্ষমতা রয়েছে আপনার, সেই কারণেই ঘরে এবং কর্মক্ষেত্রে যে কোনও চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারবেন আপনি। আত্মীয়দের থেকে আর্থিক সাহায্য পাবেন। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন
কন্যা - এই সপ্তাহে কিছু বাধার সামনে পড়তে পারেন। কিন্তু সাবধানে ঠান্ডা মাথায় সেগুলি সামাল দিতে পারবেন আপনি। কর্মক্ষেত্রে কাজের চাপ হঠাৎ করে অনেকটাই বেড়ে যেতে পারে, সেক্ষেত্রে কাজ ও পরিবারের ভারসাম্য কিছুটা বিঘ্নিত হতে পারে। পারিবারিক আবহ ভাল থাকবে। সবসময়ে পাশে থাকবে সঙ্গী। যাঁরা ঘরের বাইরে থেকে চাকরি বা পড়াশোনা করছেন, এই সপ্তাহে তাদের বাড়তি কিছু খরচ হবে। অবসর সময়ে শিল্প সংক্রান্ত কোনওরকম কাজ শুরু করতে পারেন। নিজের পুষ্টির দিকে খেয়াল রাখুন।
তুলা - এই সপ্তাহে মানসিক শান্তির খোঁজে অনেকটাই ব্যস্ত থাকবেন আপনি। মনোসংযোগ বৃদ্ধির জন্য চেষ্টা করতে থাকুন। কর্মক্ষেত্রে সিনিয়র ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে সাহায্য পাবেন। এই সপ্তাহে খরচের দিকে খেয়াল রাখুন। সামাজিক কোনও কাজে যোগ দিতে পারেন। পড়ুয়াদের সাফল্যের যোগ রয়েছে। মাতৃস্থানীয় কারও স্বাস্থ্যের প্রতি কড়া নজর রাখুন। বৈবাহিক সম্পর্কে কোনও সমস্যা হতে পারে। বুকে সংক্রমণ সংক্রান্ত সমস্যা নিয়ে সতর্ক থাকুন।
বৃশ্চিক - আগের কোনও বিনিয়োগ থেকে এই সপ্তাহে লাভবান হবেন। অংশীদারি ব্যবসায় যুক্ত থাকলে কোনও সিদ্ধান্ত নিয়ে অংশীদারের সঙ্গে বিরোধ হতে পারে। অংশীদারের সঙ্গে ভাল সম্পর্ক থাকলে নতুন সুযোগের সদ্ব্যবহার করতে সুবিধা হবে। কাজের জন্য ভ্রমণের যোগ রয়েছে। ঘরের জন্য কিছু জিনিস কিনতে পারেন কিন্তু পকেট মেপে কেনাকাটা করুন। বাড়ির কোনও সদস্যের স্বাস্থ্য ফিরতে পারে, তার জন্য কিছুটা নিশ্চিন্ত বোধ করবেন। সরকারি চাকরির প্রস্তুতি যাঁরা নিচ্ছেন, তাঁদের জন্য এই সপ্তাহ ভাল।
ধনু - চলতি সপ্তাহে আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন আপনি। সুযোগের ব্যবহার করতে পারবেন। কর্মক্ষেত্রে আপনার সুবিধামতো সবকিছু হবে। সহজেই কাজ ঠিকমতো করতে পারবেন, নিজের অধীনে যাঁরা রয়েছে, তাঁদের দিয়েও কাজ করিয়ে নিতে পারবেন। আর্থিক দিক থেকে ততটা ভাল খবর এই সপ্তাহে নেই। পরিবারের কোনও সদস্যকে নিয়ে বিরক্তি বোধ হতে পারে। কারও সঙ্গে ঝগড়া এড়িয়ে চলুন। ওজন বৃদ্ধির দিতে নজর রাখুন।
মকর - স্বাস্থ্যের কারণে এই সপ্তাহের চেনা রুটিনের বদল হতে পারে। কাদের ক্ষেত্রেও প্রভাব পড়বে। একই কারণে বাড়তে পারে খরচও। নতুন কোনও কাজ শুরু করার আগে হাতে থাকা কাজ শেষ করুন। পুরনো বন্ধুদের থেকে মনের জোর পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে পারবেন। ব্যবসায়ীরা নতুন কোনও অংশীদারি ব্যবসা শুরু করবেন না।
কুম্ভ - কাজের ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিকেই ভাল কোনও খবর মিলবে। গোটা সপ্তাহ শারীরিক ও মানসিক ভাবে উৎফুল্ল থাকবেন। তবুও অকারণে সময় নষ্ট হতে পারে। যোগব্যায়ামের অভ্যাস করতে পারেন। কাজের ক্ষেত্রে অতিরিক্ত প্রতিযোগিতামূলক মনোভাব রাখবেন না। এই সপ্তাহে কোনও বোনাস বা কোনও অর্থ মিলতে পারে। পরিবারের কোনও সদস্যকে নিয়ে উদ্বেগ হতে পারে। বিদেশে পড়তে যাওয়ার সুযোগ আসতে পারে।
মীন - এখন যুগ্মভাবে যে কোনও কাজ ঠিকমতো করলেই তা আপনার জন্য ভাল। ঘরে এবং কাজের জায়গায় যে কোনওরকম বাধাবিপত্তি কাটাতে পারবেন। সন্তানের দিকে নজর রাখুন। তাদের পড়াশোনা নিয়ে সামান্য সমস্যা হতে পারে। হঠাৎ কোনও আত্মীয় আসতে পারেন। পুরনো কোনও শারীরিক সমস্যা একেবারে ঠিক হয়ে যাবে। পেট সংক্রান্ত সমস্যা ভুগবেন।
আরও পড়ুন: হঠাৎ টাকার জোগানে টানাটানি? ঘরের উত্তর পূর্ব দিকে কী রয়েছে দেখেছেন?