কলকাতা : শুক্রবার, মা লক্ষ্মীর দিন। এদিন নিষ্ঠাভরে লক্ষ্মীপুজো করলে তুষ্ট হন দেবী। তাঁকে খুশি করতে গেলে মেনে চলতে হবে কয়েকটি নিয়ম। হিন্দু ধর্মে, শুক্রবারটি দেবী লক্ষ্মীকেও উৎসর্গ করা হয়। বাঙালিরা বৃহস্পতিবার লক্ষ্মীবার মানেন। সারা ভারতে শুক্রবারও ধনদেবীকে পুজো করা হয়। বিশ্বাস করা হয় যে, এই দিনে পুজো করলে দেবী লক্ষ্মী দ্রুত সন্তুষ্ট হন এবং ভক্তদের উপর তাঁর আশীর্বাদ বর্ষণ করেন। অর্থ লাভের আশায় শুক্রবার কিছু রীতি মানলে দেবী লক্ষ্মী ঘরে আসেন এবং অর্থের আগমন ঘটে। জেনে নিন শুক্রবারে কী কী কাজ করা উচিত।


শুক্রবার এই কাজটি করুন



  • শুক্রবারের কিছু কাজ করলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং ভক্তদের প্রতিটি ইচ্ছা পূরণ করেন। এই দিনে মা লক্ষ্মীর আরাধনা করলে কুণ্ডলীতে শুক্রের অশুভ প্রভাব দূর হয় এবং কুণ্ডলীতে শুক্র গ্রহের অবস্থান শক্তিশালী হয়। শুক্র শক্তিশালী হলে ব্যক্তির সম্মান বৃদ্ধি পায়।

  • শুক্রবার শ্রী লক্ষ্মী নারায়ণ পাঠ করা ধন ও সমৃদ্ধি লাভের জন্য অত্যন্ত উপকারী বলে মনে করা হয়। দেবী লক্ষ্মীকে এইভাবে আরাদনা ফললাভের ক্ষেত্রে খুব কার্যকর বলে মনে করা হয়। এটি পাঠ করলে মা লক্ষ্মী প্রসন্ন হন। দেবী লক্ষ্মীর আরাধনার পর ভগবান শ্রী লক্ষ্মী নারায়ণকেন ক্ষীর নিবেদন করা উচিত। 

  • শুক্রবার মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে হাতে পাঁচটি লাল রঙের ফুল নিয়ে মা লক্ষ্মীকে স্মরণ করুন। এর পরে, লক্ষ্মীজীকে নমস্কার করার সময়, তাঁর কৃপা বজায় রাখতে চান। এর পরে, এই ফুলগুলি আপনার আলমারিতে রাখুন। এই রীতি মানলে মনে করা হয়, ঘরে আসেন লক্ষ্মী দেবী।

  • আর্থিক কষ্ট চললে শুক্রবার দেবী লক্ষ্মীর সামনে বসে কনকধারা স্তোত্র পাঠ করুন। কপালে জাফরানের তিলক লাগালেই ঘর থেকে বের হবেন। এটা বিশ্বাস করা হয় যে এটি সৌভাগ্যকে জাগিয়ে তোলে। 

  • শুক্রবারে শ্রীসূক্ত পাঠ করাও লক্ষ্মী প্রাপ্তির জন্য অত্যন্ত কার্যকর বলে বিবেচিত হয়। শ্রীসূক্ত পাঠের শুভ মন্ত্রগুলি পাঠ করা অত্যন্ত কার্যকর বলে বিবেচিত হয়। এমনটা বিশ্বাস করা হয় যে শুক্রবার শ্রীসূক্ত পাঠ করলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং ভক্তদের পছন্দসই ফল দেন। 

  • ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)