2023 Toyota Innova Crysta: টয়োটা ইন্ডিয়া কর্তৃপক্ষ ভারতে নতুন গাড়ি 2023 Innova Crysta MPV প্রকাশ্যে এনেছে। সাত সিট এবং আট সিট, দু'ধরনের ডিজাইনেই এই গাড়ি পাওয়া যাবে। মোট চারটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে 2023 Innova Crysta MPV গাড়ি। সেগুলি হল যথাক্রমে- Zx (কেবলমাত্র সাতটি সিটে পাওয়া যাবে), Vx, Gx এবং G। টয়োটার নতুন এই গাড়ির প্রি-বুকিং করা যাবে ৫০ হাজার টাকা টোকেন অ্যামাউন্ট দিয়ে। অনলাইনের পাশাপাশি আপনার বাড়ির কাছাকাছি টয়োটা ডিলারশিপে গিয়েও এই গাড়ি প্রি-বুকিং করতে পারবেন। 2023 Innova Crysta MPV গাড়ির সামনের অংশের ডিজাইন নতুন করে করা হয়েছে। ইঞ্জিন এবং ট্রান্সমিশনের ক্ষেত্রে রয়েছে ডিজেল এবং ম্যানুয়াল কম্বিনেশন। পাঁচটি রঙে পাওয়া যাবে টয়োটার নতুন গাড়ি। White Pearl, Crystal Shine, Superwhite, Silver, Attitude Black এবং Avant Garde Bronze- এই পাঁচটি রঙে লঞ্চ হবে নতুন টয়োটা 2023 Innova Crysta MPV গাড়ি। ২০০৫ সালে ভারতে প্রথম টয়োটা ইনোভা গাড়ি লঞ্চ হয়েছিল। তারপর থেকে ক্রমশ জনপ্রিয় হয়েছে এই গাড়ি। ভারতে ব্যবসা বেড়েছে টয়োটা গাড়ির। 


একনজরে নতুন টয়োটা ইনোভা ক্রিস্টা গাড়ির আকর্ষণীয় ফিচার



  • সেফটি ফিচার- নিরাপত্তার ব্যাপারে যাত্রীদের কথা মাথায় রেখে টয়োটা কর্তৃপক্ষ তাদের নতুন গাড়িতে রেখেছে সাতটি এয়ারব্যাগের বন্দোবস্ত। এছাড়াও রয়েছে ফ্রন্ট এবং রেয়ার পার্কিং সেনসর। অর্থাৎ গাড়ি কোথাও পার্ক করতে বা রাখতে গেলে তার আগে-পিছে কিছু আছে কিনা তা জানান দেবে সেনসর। এছাড়াও 2023 Toyota Innova Crysta গাড়িতে রয়েছে ভেহিকেল স্টেবিলিটি, হিল-স্টার্ট অ্যাসিস্ট কন্ট্রোল, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ইলেকট্রনিক ব্যাকফোর্স ডিস্ট্রিবিউশন, ব্রেক অ্যাসিস্ট, ৩ পয়েন্ট সিটবেল্ট এবং হেডরেস্ট।

  • 2023 Toyota Innova Crysta গাড়িতে থাকবে একটি ২.৪ লিটারের ডিজেল ইঞ্জিন। এর সঙ্গে যুক্ত রয়েছে ৫ স্পিডের ম্যানুয়াল ট্রান্সমিশন। ইকো এবং পাওয়ার- এই দুই ড্রাইভিং মোড থাকবে টয়োটার নতুন গাড়িতে। এছাড়াও রয়েছে ৮ ইঞ্চির স্মার্ট প্লেকাস্ট টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। এর সঙ্গে যুক্ত রয়েছে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কারপ্লে কম্প্যাটিবিলিটি। 


Mahindra Bolero Neo Limited Edition: নতুন বছরে গ্রাহকদের জন্য নয়া উপহার বাজারে লঞ্চ করল মহিন্দ্রা সংস্থা। ভারতের বাজারে লঞ্চ হয়েছে মহিন্দ্রা বলেরো নিও লিমিটেড এডিশন। নতুন বলেরো নিও লিমিটেড এডিশনের দাম শুরু হচ্ছে ১১,৪৯,৯০০ (এক্স শোরুম) টাকা থেকে। এই গাড়ির বাইরের ডিজাইনে যুক্ত হয়েছে কিছু আপডেট। একই সঙ্গে সামান্য কিছু পরিবর্তন এসেছে গাড়ির ভিতরের অংশেও। তবে প্রযুক্তিগত ভাবে নতুন মহিন্দ্রা বলেরো নিও লিমিটেড এডিশনের গাড়ি একই রকমের রয়েছে। 


আরও পড়ুন- শীঘ্রই ইলেকট্রিক ক্রজার বাইক আনবে ওকিনাওয়া,রয়্যাল এনফিল্ডের মতো হবে দেখতে ?


Car loan Information:

Calculate Car Loan EMI