Car News: ভাল একটা গাড়ি কিনতে সকলেই চান, কিন্তু বাজেট সবথেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। কেউ কেউ মনে করেন বেশি দামের গাড়ি হলেই বুঝি তা ভাল হবে, কিন্তু তা নয়। সস্তার বাজেটে সাশ্রয়ী বেশ কিছু গাড়ি ভারতের বাজারে রয়েছে যেগুলিতে দারুণ মাইলেজ (Affordable Mileage Car) পাবেন আপনি। আর ফিচার্সেও সেরা এই সব গাড়ির (Car News) মডেলগুলি। এমনই তিনটি গাড়ির হদিশ রইল আপনার জন্য, এগুলির দাম শুরু হচ্ছে মাত্র ৪ লক্ষ টাকা থেকেই।

Maruti Alto K10

মারুতির এন্ট্রি লেভেলের এই গাড়িটির এক্স শোরুম দাম রয়েছে ৪.২৩ লক্ষ টাকা। গাড়িটিতে মোট ৬টি এয়ারব্যাগ দেওয়া হয়েছে। মারুতি অল্টোর এই মডেলের অনেকগুলি ভার্সন রয়েছে বাজারে। পেট্রোল এমটি মারুতি অল্টোর মাইলেজ রয়েছে ২৪.৩৯ কিমি প্রতি লিটার, এলএক্সআই সিএনজি গাড়িতে মাইলেজ পাবেন এক কেজিতে ৩৩.৪০ কিমি আর ভিএক্সআই সিএনজি গাড়িতে আপনি মাইলেজ পাবেন ৩৩.৮৫ কিমি প্রতি কেজিতে।  

Maruti Suzuki S-Presso

মারুতি সুজুকি এস-প্রেসো গাড়িটি ভারতের বাজারে ৬টি ভ্যারিয়ান্টে পাওয়া যায়, যার মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড, এলএক্সআই, ভিএক্সআই, ভিএক্সআই প্লাস, ভিএক্সআই (ও)। এসইউভি গাড়ির মত এখানেও আপনি লম্বা স্টান্স পেয়ে যাবেন। এস প্রেসো গাড়িটিতে স্টিলের চাকা রয়েছে, ছাদে রয়েছে অ্যান্টেনা, বডি কালারের বাম্পার, হ্যালোজেন হেডলাইট, সি আকারের টেইল লাইট ইত্যাদি রয়েছে। এই গাড়ির এক্স শোরুম দাম রয়েছে ৪ লক্ষ ২৬ হাজার টাকা।

পাওয়ারট্রেন হিসেবে এসপ্রেসো গাড়িটি ১ লিটারের কে১০সি পেট্রোল ইঞ্জিন সংযুক্ত যাতে ৬৬ বিএইচপি শক্তি এবং ৮৯ এনএম টর্ক উৎপন্ন হয়। এই ইঞ্জিনটি সিএনজি কিটের সঙ্গে বাজারে আসে। এই মারুতি সুজুকি এসপ্রেসোর মাইলেজের কথা বললে এটি ২৪.১২ কিমি প্রতি লিটার থেকে ৩২.৭৩ কিমি প্রতি কেজি পর্যন্ত মাইলেজ দেয়।

Renault Kwid

এই গাড়িটির দাম রয়েছে ৪ লক্ষ ৭০ হাজার টাকা, যা দুটি ডুয়াল টোন কালার অপশন সহ বাজারে আসে- মেটাল মাস্টার্ড এবং আইস কুল হোয়াইট। তাছাড়া মুনলাইট সিলভার, জান্সকার ব্লু সিঙ্গল টোন পেইন্ট এই বিকল্পগুলিও বাজারে উপলব্ধ রয়েছে। সিট বেল্ট পাইরোটেক এবং লোড লিমিটার Kwid-তে স্ট্যান্ডার্ড হিসেবে রাখা হয়েছে। এই গাড়িতে ১ লিটারের ৩ সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন আপনি পেয়ে যাবেন, এক লিটার তেলে পেয়ে যাবেন ২২ কিমি পর্যন্ত মাইলেজ।

আরও পড়ুন: Multibagger Stock: ৬ টাকার স্টক এক বছরেই হল ১২৯ টাকা ! ১ লাখ রাখলে পেতেন ২১ লাখ


Car loan Information:

Calculate Car Loan EMI