Car Discount Offers: আগামী ১০ মে রয়েছে অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya 2024)। আর এই দিনেই ঘরে নতুন জিনিস কেনার রীতি আছে অনেকের বাড়িতে। কেউ কেউ সোনা বা রুপোর জিনিস কেনেন, কেউ আবার এই দিনে তাঁদের জন্য কেনেন নতুন গাড়ি। আর যারা এই বছর একটা আস্ত গাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য রয়েছে একটা সুখবর। বেশ কিছু গাড়ির কোম্পানি বিপুল হারে ছাড় দিচ্ছে। টাটা, মারুতি, মহিন্দ্রা এবং হোন্ডার গাড়িতে মিলবে দারুণ ছাড়। তবে অক্ষয় তৃতীয়ায় এই ছাড়সহ গাড়ি পেতে গেলে আপনাকে এখনই বুক করে নিতে হবে পছন্দের মডেল।
টাটার কোন কোন মডেলে মিলছে ছাড়
এই মাসে টাটার বেশ কিছু মডেলে এবং এসইউভিতে মিলছে বিপুল ছাড়। মূলত MY23 ও MY24 মডেলেই মিলছে এই সব গাড়ি। আর টাটা নেক্সনের মডেলে ১৫০০০ টাকার এক্সচেঞ্জ বা স্ক্র্যাপেজ বোনাস পাওয়া যাবে। টাটা অ্যালট্রোজের পেট্রোল ও ডিজেলের দুটি ভার্সনেই মিলবে ৩৫০০০ টাকার ছাড়। এর মধ্যে রয়েছে ২৫০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট এবং ১০০০০ টাকার এক্সচেঞ্জ বা স্ক্র্যাপেজ বোনাস। টাটা পাঞ্চ ইভি মডেলে সর্বোচ্চ ৫০ হাজার টাকার ছাড় পাওয়া যাচ্ছে।
মারুতির গাড়িতে বিশাল ছাড়
মারুতি সুজুকির এরিনা লাইন আপের মডেলগুলিতে দেখা যাচ্ছে এই মাসে ৬৭ হাজার টাকার ছাড় পাওয়া যাচ্ছে। অল্টো কে১০ এএমটি মডেলেও রয়েছে ৬৭ হাজার টাকার ছাড় (Akshaya Tritiya 2024)। আর এই একই গাড়ির ম্যানুয়াল ভ্যারিয়ান্টে পাওয়া যাবে ২৫০০০ টাকার ছাড়।
মারুতির এক্স-প্রেসো সিরিজের যে সমস্ত গাড়ি রয়েছে, সেগুলিতে এই মাসে ২৫,০০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত ছাড় মিলছে। ওয়াগ্ন আর, সেলেরিও, সুইফট, ডিজায়ার, ইকো ইত্যাদি গাড়িতেও ছাড় পাওয়া যাচ্ছে।
হোন্ডার গাড়ি কিনতে চাইলেও সস্তায় পাবেন
এই বছর এপ্রিল মাসে হোন্ডার প্রায় সমস্ত গাড়িতেই মিলছে আকর্ষণীয় ছাড়। হোন্ডা অ্যামেজের এলিট সংস্করণে মিলছে ৮৩ হাজার টাকার ছাড়, অন্যদিকে হোন্ডা সিটিতে রয়েছে ৭১,৫০০ টাকার ছাড়। এছাড়া যদি অক্ষয় তৃতীয়ার (Akshaya Tritiya 2024) জন্য কেউ হোন্ডার এলিভেট মডেলটি বুক করতে চান, তাহলে এখনই বলা ভাল এই মাসেই আপনাকে তা বুক করে নিতে হবে।
১.৫০ লাখ টাকা পর্যন্ত হবে সেভিং
MY23 থেকে XUV700 এই সমস্ত মডেলেই ছাড় দিচ্ছে মহিন্দ্রা। এপ্রিল মাসে মহিন্দ্রার গাড়ি কিনলে ১.৫ লাখ টাকা পর্যন্ত ছাড় মিলতে পারে। স্করপিও এন-এর MY23 ইউনিটেও ১ লাখ টাকার ক্যাশ ডিসকাউন্টও দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: MG Motors: সস্তায় ইলেকট্রিক এমপিভি মডেল আনছে এমজি মোটরস, রেঞ্জ কত থাকবে ? দামই বা কত ?
Car loan Information:
Calculate Car Loan EMI