কলকাতা: দীর্ঘদিন ধরে ভারতের দু-চাকার বাজার কাঁপিয়েছে বাজাজের এই মোটরবাইক (Motor Bike in Indian market)। বারবার নানা অবতারে হাজির হয়েছে বাজাজের (Bajaj Pulsar N250 2024) এই ব্র্যান্ড। ফের একবার মোটরবাইক প্রস্তুতকারী সংস্থা বাজাজ বাজারে আনল তাদের পালসার। Pulsar N250 -এর আপডেট সামনে আনল তারা। কত দাম, কী কী ফিচার থাকছে- সামনে এল সবটাই।
নতুন এই মডেলের দাম এখন ১.৫১ লক্ষ টাকা। যা আগের তুলনায় খুব সামান্য বেড়েছে। তুলনা করলে দেখা যায় নতুন মডেলের জন্য ১০০০ টাকারও কম বেড়েছে দাম। এখন তিন রঙের অপশন রয়েছে Pulsar N250-এর নতুন আপডেটের। এরই সঙ্গে রয়েছে USD Fork.
সুরক্ষার কথা মাথায় রেখে নতুন মডেলে রয়েছে তিনরকম এবিএস মোড (ABS Mode)। যার নাম Rain, road এবং off-road. এর মধ্যে অফ-রোড মোডে এবিএস বন্ধ করা যাবে না। যদিও অফ-রোড মোডে ট্র্যাকশন কন্ট্রোল মোড অফ করা যাবে।
সাদা-লাল রঙেও আসছে নতুন মডেলটি। সেখানে USF fork থাকছে সোনালি রঙের। আগের N250 -মডেলের তুলনায় নতুন মডেলে আরও বেশি রঙের অপশন রয়েছে। এছাড়াও আরও বেশি কিছু অপশন রয়েছে এতে। নতুন মডেলে রয়েছে LCD Display. এর সঙ্গেই রয়েছে Bluetooth, নেভিগেশন টার্ন বাই টার্ন.
এই আপডেটগুলি আগেই দেখা গিয়েছে NS200 এবং NS160-তে। Pulsar NS250- তে রয়েছে ২৪৯.০৭ সিসি- Oil Cooled সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন- যা 24.5 ps উৎপন্ন করে। সর্বোচ্চ টর্ক 21.5 Nm.
পালসারের এই মডেলে ৫ স্পিড গিয়ারবক্স রয়েছে। তার সঙ্গেই রয়েচে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ। NS250-এ রয়েছে Mono Shock Suspension, রয়েছে ১৭ ইঞ্চির হুইল।
Gixxer 250- এর অন্যতম প্রতিযোগী হতে চলেছে পালসারের (Pulsar NS250 Price) এই মডেল। ঠিক সময়েই এসেছে বাজাজ পালসারের এই আপডেট। টাকার তুলনায় বাইকের ফিচারও বেশ ভাল হয়েছে। যদিও আগের তুলনায় খুব বেশি দাম বৃদ্ধি হয়নি। যদি সব বদলগুলি একদিকে রাখা হয় তাহলে অন্যদিকে দাম রাখা যায়-তাহলে দাম খুব একটা বেশি লাগবে না।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ১ দশকে ৩ গুণ বৃদ্ধি ভারতের স্টক মার্কেটে? টাকার পাহাড়ে বিনিয়োগকারীরা?
Car loan Information:
Calculate Car Loan EMI