সোমনাথ চট্টোপাধ্যায় : ২০২৩ সালের এপ্রিল মাসে অস্ট্রেলিয়ায় লঞ্চ করা হয় মাহিন্দ্রা স্করপিওর (Mahindra Scorpio N) এই নতুন গাড়িটি এবং একইসঙ্গে আগস্ট মাসে নিউজিল্যান্ডের বাজারে আসে এই গাড়িটি। তবে সেই সময় এর মধ্যে কোনও রকম স্বয়ংক্রিয় ব্রেকিং সিস্টেম বা এইবি (AEB) ছিল না। ধীরে ধীরে ভারত থেকে বিশ্বের বাজারের দিকে নজর ফেলেছে মাহিন্দ্রা গ্রুপ। ভারতের মাটি থেকে বিশ্বের মাটিতেও ধীরে ধীরে বাড়ছে তাদের গাড়ির ব্যবসা। কিন্তু মাহিন্দ্রার স্করপিওর এই মডেলে এইবি বা এন সাপোর্ট সিস্টেম না থাকায় GNCAP-তে একেবারেই ভাল র‍্যাঙ্ক পায়নি Mahindra Scorpio N।


অস্ট্রেলেশিয়ান নিউ কার অ্যাসেসমেন্ট (ANCAP) প্রোগ্রামে মাহিন্দ্রা স্করপিও এন একেবারে ব্যর্থ হল। নিরাপত্তার দিক থেকে এই গাড়িটি রেটিং পেল ০। ভারতের সঙ্গে সঙ্গে বিদেশের মাটিতে বেশ কিছু বাছাই করা বাজারে এই গাড়িটি বিক্রি করার কথা শুরু হয়েছিল। তবে তার আগে সেখানকার ক্র্যাশ টেস্টিংয়ে ভাল রেটিং পেল না মাহিন্দ্রা স্করপিও এন। মাহিন্দ্রার অন্য একটি মডেল XUV700-তে যেখানে ADAS রয়েছে, সেখানে এই গাড়িতে সেই ব্যবস্থা নেই। আর সেটাই এই গাড়ির নিরাপত্তার বিষয়ে একটি ব্যাড মার্ক। অন্যদিকে Mahindra Scorpio N সেই একই মডেলের গাড়িটি GNCAP Test-এ adult occupant protection-এর ক্ষেত্রে ৫ রেটিং পেয়েছে আর Child Occupant Protection-এ ৩ রেটিং পেয়েছে। একই গাড়ির মডেল কীভাবে দুরকম রেটিং পেতে পারে? চলুন জেনে নেওয়া যাক।


প্রথমত GNCAP এর সঙ্গে কোনওভাবেই অস্ট্রেলিয়ান NCAP-র তুলনা করা চলে না। GNCAP-তে যেখানে Mahindra Scorpio N ৩৪ পয়েন্টের মধ্যে পেয়েছে ২৯.২৫ পয়েন্ট (adult protection), অন্যদিকে ANCAP-তে ৪০ পয়েন্টের মধ্যে গাড়িটি র‍্যাঙ্ক করেছে ১৭.৬৭ পয়েন্ট। এর একটাই কারণ টেস্টিং স্ট্যান্ডার্ড দুক্ষেত্রে দুরকম এবং কোনওক্ষেত্রে একটু বেশি কঠিন। আর প্রোটোকলও দুক্ষেত্রে একই নয়। বলাই বাহুল্য এই ধরনের সমস্ত টেস্ট করার মাধ্যমে দেখে নেওয়া হয় গাড়ি নির্মাতারা আধুনিক নিরাপত্তা ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে গাড়ি বানাচ্ছেন কিনা। আগামীদিনে BNCAP পরীক্ষাও করা হবে মাহিন্দ্রা স্করপিওর। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে সবথেকে বেশি প্রাধান্য পেতে পারে ৬টি এয়ারব্যাগের উপস্থিতি।  


আরও পড়ুন: ল্যান্ড রোভারও এবার নিয়ে আসছে বিলাসবহুল EV, কী চমক থাকছে ?



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে



 

Car loan Information:

Calculate Car Loan EMI