SUV Cars: ভারতের রাস্তায় যেন রাজত্ব করছে সমস্ত এসইউভি গাড়ি এবং সমস্ত হ্যাচব্যাকগুলি নেমে এসেছে পছন্দের তালিকা থেকে। ভারতের বাজারে এই ক্যাটাগরির (Best Selling Cars) গাড়িই এখন বেস্ট সেলিং গাড়ির তালিকায় রয়েছে। বলা ভাল একেবারে শীর্ষ স্থানে রয়েছে। কিছুদিন আগে পর্যন্ত এই হ্যাচব্যাক মডেলগুলিই কিন্তু ভারতীয়দের বেশি পছন্দের ছিল। কিন্তু এখন সেই ট্রেন্ডে বদল এসেছে। হ্যাচব্যাকের থেকে এখন এসইউভির দিকেই বেশি ঝুঁকে পড়ছে মানুষ। আর তাঁর ফলেই দুটি বেশি দামি এসইউভি গাড়ি ছোট আকারের সমস্ত মডেলকে পিছনে ফেলে এগিয়ে এসেছে তালিকার শীর্ষে।
দেখা গিয়েছে ভারতের বাজারে ছোট গাড়ির থেকে টাটা পাঞ্চ এবং হুন্ডাই ক্রেটার মত এসইউভি গাড়ির বিক্রি রয়েছে প্রথম ও দ্বিতীয় স্থানেই। বিখ্যাত ওয়াগন আর মডেলটি এখন রয়েছে তৃতীয় স্থানে। এসইউভির জন্য এত পাগল হয়ে উঠছে মানুষ দিন দিন আর গাড়িপ্রেমীদের (Best Selling Cars) পছন্দ যেভাবে দ্রুত বদলাচ্ছে, এই পরিসংখ্যান তারই ফলশ্রুতি বলা চলে। এসইউভির সুবিধেগুলির সঙ্গে সঙ্গে কীভাবে টাকার গুরুত্ব বুঝছে মানুষ সেটাও এখানে দেখার বিষয়।
পরিসংখ্যানে দেখা গিয়েছে, টাটা পাঞ্চের এসইউভি (Best Selling Cars) মডেল মার্চ মাসে ১৭,৪৫৭ ইউনিট বিক্রি হয়েছে, হুন্ডাই ক্রেটার বিক্রি হয়েছে মার্চ মাসে ১৬,৪৫৮ ইউনিট। এসউভি ক্রেটার দাম যেখানে ১০ লাখ টাকা সেখানে মানুষ আরও বড় গাড়ির জন্য আরও বেশি টাকা খরচ করতে চাইছেন যাতে আরও বেশি ফিচার্স থাকবে, মাল্টিপল ইঞ্জিন অপশন থাকবে।
যেখানে মারুতি ওয়াগন আর, ব্যালেনো, সুইফটের মত হ্যাচব্যাকগুলির বিক্রি আগে বেশ ভাল ছিল, সেখানে বাজারে এসইউভি (Best Selling Cars) মডেল আসার পর এই হ্যাচব্যাকগুলির বিক্রি বেড়ে গিয়েছে। তবে শুধু টাটা পাঞ্চ কিংবা হুন্ডাই ক্রেটা নয়, স্করপিও গাড়ির মডেলও ১৫,১৫১ ইউনিট বিক্রি হয়েছে। অন্যদিকে ব্রেজার মডেলও বিক্রি হয়েছে ১৪,৬১৪ ইউনিট, নেক্সন বিক্রি হয়েছে ১৪,০৫৮ ইউনিট। শেষ এক বছরে বেশ ভাল ভাল মডেল বাজারে এনেছে এই সমস্ত এসইউভি নির্মাতা সংস্থাগুলি। আর ভাবা যায়, সেই এসইউভি এখন হ্যাচব্যাককে সরিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিক্রির নিরিখে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Hyundai Exter: কমপ্যাক্ট এসইউভির আদর্শ গাড়ি, হুন্ডাই এক্সটারেও রয়েছে খামতি, দেখে নিন ছবি
Car loan Information:
Calculate Car Loan EMI