Bajaj Bikes: ভারতের বাজারে বাজাজ পালসারের নতুন বাইক লঞ্চ হতে চলেছে আগামী ১৬ অক্টোবর। পুজোর মরশুমে বাইকপ্রেমীদের জন্য নতুন উপহার দিতে চলেছে বাজাজ (Bajaj Bikes)। সংবাদসূত্র অনুসারে এই নতুন বাইকের (Bajaj Pulsar) নাম হতে চলেছে এন ১২৫। এই বাইক নির্মাতা সংস্থার এন সিরিজের বাইক বাজারে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর সঙ্গে সঙ্গে এই সিরিজের বাইক সবথেকে সাশ্রয়ী মোটরবাইকগুলির মধ্যে পড়ে।


বাজাজের নতুন বাইকে কী বিশেষত্ব


বাজাজ পালসার আনতে চলেছে একটি নতুন বাইক। এই বাইকের ক্যাপাসিটি যদিও অনেক কম। এই বাইকের নাম হতে পারে এন ১২৫। এই নতুন বাইকে এলইডি ডিআরএল পাওয়া যাবে যাতে প্রজেক্টর লেন্স হেডল্যাম্প থাকবে। এর পাশাপাশি টুইন স্পোক অ্যালয় হুইলও থাকছে এই বাইকে।


বাজাজ পালসারের সেরা ফিচার্স


বাজাজ পালসার এন ১২৫ বাইকে থাকতে পারে ফুল ইকুইপড ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল যার সঙ্গে থাকবে ব্লুটুথ কানেক্টিভিটি। এই সংস্থা হয়ত এই বাইকে একটি স্প্লিট সিটের সুবিধে রাখতে পারে। এলইডি লাইট রিয়ার বাইকেও ব্যবহার হতে পারে। এই নতুন বাজাজ পালসার ১২৫ সিসির ইঞ্জিন নিয়ে আসবে, থাকবে সিঙ্গল সিলিন্ডার মোটর, এতে মিশে থাকতে পারে ৫ স্পিডের গিয়ারবক্স। এই বাইকে থাকবে স্পোর্ট কম্বি-ব্রেকিং সিস্টেম। সিঙ্গল চ্যানেল এবিএস সিস্টেম এই বাইকের টপ ভ্যারিয়ান্টে পাওয়া যাবে।


বাজারে প্রতিদ্বন্দ্বী বাইক


বাজাজ পালসার এন ১২৫ বাইকের এক্স শোরুম দাম হতে পারে ৯২,৮৮৩ টাকা থেকে। দেখার বিষয় এই বাইক যদি এন সিরিজের অধীনে বাজারে আসে, তাহলে এই নতুন মডেলে কত রেঞ্জ দিতে পারে। বাজাজ পালসারের এই নতুন বাইক বাজারে আরও অনেক বাইককেই টেক্কা দেবে। হিরো এক্সট্রিম ১২৫ আর, টিভিএস রেইডার ১২৫, বাজাজ ফ্রিডম ১২৫ সিএনজি বাইকের সঙ্গে পাল্লা দেবে এই নতুন বাইক।  


এই পুজোর মরশুমে দেখা যাচ্ছে বেশ কিছু বাইকে বিপুল ছাড় চলছে। তাঁর সঙ্গে স্কুটারেও পাওয়া যাচ্ছে বিপুল ছাড়। iVooMi-র একটি স্কুটারের মডেলে মিলছে ১০ হাজার টাকার ছাড়। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Gold Silver Price: ১ লক্ষ টাকা ছাড়াল রুপোর দাম, পুজো শেষে সোনার দামে কী বদল ?


Car loan Information:

Calculate Car Loan EMI