সোমনাথ চট্টোপাধ্যায়: ২০২৩ সালে অনেক মোটরবাইক বাজারে এসেছে। গতির প্রতিযোগিতায় কোনও কোনও মডেল টেক্কা দিয়েছে অন্যদের। আর বাইকপ্রেমীদের কাছে সেটা একটা বিরাট সুখবর। বাইকের স্পিড, মাইলেজ, স্মুথনেস যত ভাল হবে, গাড়ি চালিয়েও তত আরাম পান চালক। পারফরম্যান্সের দিক থেকে বেশ কিছু প্রিমিয়াম মডেলের বাইক বাজারে এসেছে বেশ কিছুদিন আগেই। আগে এই ক্যাটাগরিতে সেভাবে কোনও বাইক (Best Motor Cycle 2023) তৈরি করতেন না নির্মাতারা। তবে চাহিদা যে হারে বাড়ছে সেদিক ভেবে মোটরবাইকের দুনিয়াতেও শুরু হয়েছে প্রিমিয়াম ট্রেন্ড। চলুন দেখে নেওয়া যাক এই বছরের সেরা কিছু মোটরবাইক।
Triumph Speed 400/ Scrambler 400X
এ বছরের সবথেকে চর্চিত মোটরবাইক মডেল এই ট্রায়ামফ স্পিড। বাজারে আসার পর থেকেই এই দুই মডেলকে নিয়ে বাইকপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। দাম নিয়েও পারদ চড়েছে তাদের। ৩৯৮সিসি সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন, ৮০০০ আরপিএমে ৪০ এইচপি মিটার সম্পন্ন এই বাইক অন্য যে কোনও মডেলের থেকে আলাদা, তাতে কোনও সন্দেহ নেই।
Hero Karizma XMR 210
বাইকের দুনিয়ায় হিরো থাকবে না তা কি করে হয়। এবছর হিরোর একটা বড়সড় কামব্যাক বলা চলে। ২১০ সিসি সিঙ্গল সিলিন্ডারের এই নতুন কারিজমা মডেল নিঃসন্দেহ হিরোর প্রতি বাইকপ্রেমীদের আকর্ষণ ফেরাবে। ৯২৫০ আরপিএমে ২৫.৫ এইচপি ক্ষমতা রয়েছে এই বাইকের (Best Motor Cycle 2023) । তার সঙ্গে উপরি পাওনা হল অন বোর্ড পারফরম্যান্স। এই মডেল হিরো ব্র্যান্ডের পক্ষে একটা বড় উড়ান এনে দিতে পারে।
KTM 390 Duke
কেটিএম কেনা অনেকের স্বপ্ন থাকে। কেটিএম মানে আলাদাই একটা আভিজাত্য। তাই এই তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে কেটিএম ৩৯০ ডিউক। এই ডিউক ৩৯০ মডেলটি কেটিএমের আগের ভার্সনের থেকে আরও মজবুত, আরও শক্তিশালী এবং আরও দুর্ধর্ষ ডিজাইনের। ৩৯৯ সিসির এই গাড়ি ৪৫ এইচপি ক্ষমতাসম্পন্ন। রেডন স্টাইলিং এতে নতুনত্ব এনে দিয়েছে।
TVS Apache RTR 310
তবে সবশেষে টিভিএসের নাম বললেই নয়। বাইকের দুনিয়ায় এই ব্র্যান্ডটি বারেবারে নিজেদের অভিনবত্ব প্রমাণ করেছে। ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্পোর্টস বাইকগুলি অনবদ্য এককথায়। ৩১.১২ সিসির লিকুইড কুলড ইঞ্জিনের এই বাইকে ৯৭০০ আরপিএম, ৩৫ বিএইচপি পাওয়ার রয়েছে। এক কথায় এটির অ্যাগ্রেসিভ মেশিনারি এবং লুক বাইকপ্রেমীদের চোখ টানবেই।
আরও পড়ুন: Best Electric Scooters: ১ লাখের মধ্যেই পেয়ে যাবেন সেরা মডেল ! বাজার কাঁপাচ্ছে এই ৪ ই-স্কুটার
Car loan Information:
Calculate Car Loan EMI