Car News:  ভারত মোবিলিটি শোয়ের প্রথম দিনেই টাটা মোটরস নিয়ে আসছে একটি নতুন চমক। একইসঙ্গে দুটি চমক। এই প্রদর্শনীতে দেখানো হবে টাটা নেক্সনের (Tata Nexon) দুটি মডেল। একটি সিএনজি মডেল এবং অন্যটি ইভির ডার্ক এডিশন। ডিসেম্বর মাসে এবং জানুয়ারি মাসেও টাটা মোটরসের সবথেকে বেশি বিক্রি হওয়া মডেলের মধ্যে শীর্ষে রয়েছে টাটা নেক্সন।


ফেব্রুয়ারি মাসের ১ ও ৩ তারিখ দিল্লির প্রগতি ময়দানে আয়োজিত হতে চলেছে 'ভারত মোবিলিটি শো' (Bharat Mobility Show)। একই জায়গায় এই প্রথম একটা বিশাল অটো এক্সপো হতে চলেছে ভারতে। দেশের সবধরনের শিল্পপ্রতিষ্ঠানের তরফেই প্রতিনিধিরা থাকবেন এই শো-তে। আর এই শো-তেই টাটা নেক্সন (Tata Nexon) নিয়ে আসছে তাঁদের এই দুটি নতুন মডেল যার হাত ধরে ভারতের বাজারে নেক্সনের ব্যবসাকে আরও পাকা করে নিতে চায় টাটা।


Nexon iCNG এই প্রথম সম্ভবত কনসেপ্ট (Bharat Mobility Show) হিসেবে দেখানো হবে যেখানে একটি টার্বো পেট্রোল পাওয়ারট্রেনের সঙ্গে টুইন সিলিন্ডার সিএনজি টেকনোলজি রয়েছে আর এই টুইন সিলিন্ডার প্রযুক্তি টাটা অন্যান্য সিএনজি গাড়ির মধ্যেও বেশ কিছুতে দেখা যায়। এটাই প্রথম টার্বো পেট্রোল সিএনজি গাড়ি যেখানে দুটো ট্যাঙ্ক থাকার পরেও বুট স্পেসে কোনও কমতি রাখা হয়নি। ফ্লোরের নিচেরি রাখা হয়েছে সিএনজি ট্যাঙ্ক যাতে স্পেস বাড়ে এবং সিএনজির অন্যান্য গাড়ির মত সমস্যা দূর হয়ে যায়। অন্যান্য সিএনজি গাড়ির মত এতেও সিঙ্গল ইসিইউ, ডিরেক্ট স্টার্ট রয়েছে।


এছাড়াও একেবারে নতুন মডেলের মধ্যে রয়েছে টাটা নেক্সন (Tata Nexon) ইভির ডার্ক এডিশন। ভারতের বাজারে ইভির দুনিয়ায় টাটা নেক্সনের ইভি বেশ বিক্রি হয় এবং বেশ জনপ্রিয় মডেলই বলা চলে। ডার্ক এডিশন নেক্সন ইভির (Tata Nexon EV Dark Edition) ১৬ ইঞ্চি ব্ল্যাক অ্যালয়, চারকোল ব্ল্যাক এক্সটিরিয়র এবং বাম্পারে পিয়ানো ব্ল্যাক ট্রিটমেন্ট, এলইডি লাইটবার, ওয়েলকাম এবং গুডবাই সিকোয়েন্সের সঙ্গে অন্যান্য ফিচার্সও রয়েছে যা টাটা নেক্সনের স্ট্যান্ডার্ড ইভিতে থাকে। ইন্টিরিয়রেও এই গাড়ির সমস্তটা কালো লেদারেট সিট, ডার্ক লোগোও দেখতে পাওয়া যায়। নেক্সন ইভি ডার্কের ক্ষেত্রে লং রেঞ্জের ব্যাটারি প্যাক ভার্সন রয়েছে যা ৪০.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সমৃদ্ধ। আরও কী ফিচার্স গাড়িতে রয়েছে তা জানা যাবে ভারত মোবিলিটি শো-তেই।


আরও পড়ুন: Mercedes-Benz: আসছে ভারত মোবিলিটি শো ! কী নতুন কনসেপ্ট দেখাবে মার্সিডিজ বেঞ্জ ?


Car loan Information:

Calculate Car Loan EMI